নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

আরবের বিখ্যাত ওকাজের মেলা নিষিদ্ধ করেছ
বাংলার ঐতিহ্যবাহী মেলাও নিষিদ্ধ করতে চাইছ
আমের মুকুল, তিল কিংবা সর্ষেফুলে
মৌমাছিদের মেলা নিষিদ্ধ করবে কী ক'রে?

সংগীতকে ধর্মবিরুদ্ধ আখ্যা দিয়ে বাউলদের প্রহার করছ
সুফি সাধকের মাজার ও বাদ্যযন্ত্র ধ্বংস করছ
বৃক্ষ ও অরণ্যনিবাসী
পাখি আর ঝিঁঝিপোকার গান নিষিদ্ধ করবে কী ক'রে?

হারামের কথা ব'লে পৃথিবীর অমূল্য সব চিত্রকর্ম ধ্বংস করছ
মানুষ ও পশুপাখির ছবি আঁকা নিষিদ্ধ করতে চাইছ
জল এবং মাটিতে সূর্যও প্রাণির প্রতিবিম্ব আঁকে
পৃথিবীতে সূর্যের আলোর প্রবেশ নিষিদ্ধ করবে কী ক'রে?


২৭ অক্টোবর, ২০২৪

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইসলামে যা নিষিদ্ধ, তা নিষিদ্ধই

এটাকে জায়েজ করা যাবে না ভাইয়া। যা হারাম তা হারামই, আমরা করতে পারি এবং আমলনামায় রাখতে পারি পাপ পুন্য। কিন্তু ইসলামের বিধি বিধান বদলাতে পারবো না।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৯

মিশু মিলন বলেছেন: আপনাকে আপনার ধর্মের বিধি-বিধান বদলাতে কেউ বাধ্য করছে না। আপনি আপনার মতো করে আপনার ধর্মের বিধি-বিধান পালন করুন। কিন্তু আপনি অন্যের উৎসব পন্ড করতে পারেন না। মেলা হবে, আপনার ভালো না লাগলে আপনি মেলায় যাবেন না। আপনার ভালো না লাগলে আপনি চিত্রকর্ম প্রদর্শনীতে যাবেন না। আপনার ভালো না লাগলে আপনি সংগীতানুষ্ঠানে যাবেন না। কিন্তু আপনি উৎসব পালন করবেন না, আবার অন্যকে উৎসব করতেও দেবেন না, সেটা তো হতে পারে না। অথচ দেশে এখন সেটাই হচ্ছে, কিন্তু আপনার মতো মানুষেরা সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না। করলে আমার এই কবিতায় এমন অর্বাচীন মন্তব্য করতেন না।

২| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ধর্মহীন পৃথিবী আমাদের দরকার। তাহলেই সারা দুনিয়া আনন্দময় হবে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০০

মিশু মিলন বলেছেন: তেমন হওয়াটা খুব দরকার। অনেক ধন্যবাদ।

৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: সত্য পথে কেউ নয় রাজি, সবি দেখি তা না না না!

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০০

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৮

শূন্য সারমর্ম বলেছেন:



মৌলবাদ ছোবল দিয়েছে,বিষক্রিয়া শুরু হবে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০১

মিশু মিলন বলেছেন: যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

মেঘনা বলেছেন: শ্রদ্ধেয় রাজীব নুর বলেছেন: ধর্মহীন পৃথিবী আমাদের দরকার। তাহলেই সারা দুনিয়া আনন্দময় হবে।

আপনার বক্তব্য সত্য নয়। পৃথিবীতে অনেক ধর্ম আছে, যেমন হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি। এইসব ধর্ম মেলা- সঙ্গীত -শিল্পকলাকে হারাম মনে করে না। ইসলামই একমাত্র ধর্ম যে মেলা সংগীত শিল্পকলা কে হারাম মনে করে, মানুষের সমাজকে আনন্দহীন করে রাখে। কারণ ইসলাম মনে করে পৃথিবীব্যাপী খিলাফত প্রতিষ্ঠা করাই তাদের মূল উদ্দেশ্য, ফলে আনন্দ করার সময় কোথায়।

ভাই আপনি নিজ ধর্মের সংস্কার করুন, অথবা খিলাফত প্রতিষ্ঠার আনন্দে মশগুল থাকুন।

৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৫

সাইফুলসাইফসাই বলেছেন: ধর্মহীন পৃথিবী হলে সৃষ্টি হবে নতুন নিয়ম। সেখানেও থাকবে অনেক কিছু নিষিদ্ধ!

৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৯

আহা রুবন বলেছেন: কে কতটা ধার্মিক সেটা মাপার জন্য একটা ধর্ম মিটার আবিস্কার করতে হবে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৯

মিশু মিলন বলেছেন: তাহলে আরেক ব্যবসা শুরু হবে।

৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৯

কাঁউটাল বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০২

মিশু মিলন বলেছেন: ওহে জেন-ছাগল, আমার ব্লগ আঙিনায় ল্যাদানো নিষেধ।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: মজার বিষয় হল সূর্য আল্লাহ সুবহান ওয়া তাআলার অনুগত। পৃথিবীও তাই। সব সৃষ্টিও তাই। কেবল মানুষ আর জ্বীনকে পরীক্ষা করা হয়। ফলে তারা চাইলে অনুগত বা অবাধ্য - যে কোনটা হতে পারে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৭

মিশু মিলন বলেছেন: আল্লাহ’র সাথে আপনার কথা হয়েছে? আল্লাহ আমাকে কিছু বলে নাই, তাই আমি বিশ্বাস করি কোনোকিছুই কারো অনুগত নয়।

১০| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৭

কাঁউটাল বলেছেন: হে হে, জনতার মন্চের আউয়ামী সচিবের অকর্মা জামাই, সাইকোপ্যাথ রাজীব নূর ভারতীয় "র" এর পে-চেক হালাল করার জন্য ব্লগে এসে ধর্মহীন পৃথিবী চাইবে এইটাই স্বাভাবিক।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১০

মিশু মিলন বলেছেন: ধার্মিক যেমন চায় পৃথিবীটা তার ধর্মের মানুষে ভরে উঠুক, তেমননি ধর্মহীন মানুষেরও অধিকার আছে ধর্মহীন পৃথিবী চাওয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.