নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

ভূমিপুত্র

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

কাঁচের থালার মতো ভাঙছে, নাড়ার মাঠের মতো পুড়ছে
অনেক রক্তে আর সম্ভ্রম হারিয়ে পাওয়া আমার স্বদেশ, সাধের বাংলাদেশ।
পুড়ছে মন্দির, মাজার, বৌদ্ধ বিহার, গীর্জা ও থান
পুড়ছে কীর্তনের খোল, বাউলের একতারা, সূফী সাধকের শিঙ্গা
পুড়ছে বাড়ি, যানবাহন, অফিস ও কারখানা
পুড়ছে অগণিত মানুষের সংসার, খোকার গাড়ি, খুকুর পুতুল
খেই হারিয়েছে উজল চাকমার গেংহুলির সুর।

উখেংচিং মারমা সন্তান হারাচ্ছে, রুইলি ম্রো অকাল বিধবা হচ্ছে
ধর্ষণের শিকার সবিতা রানী দে’র নিথর দেহ মিলছে সেপটিক ট্যাঙ্কে।
ফুটওভার ব্রিজ থেকে পুলিশের ঝুলন্ত রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ ঘিরে
কী অসহ্য নৃশংস সেলফি উৎসব!
অসংখ্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলিত দেহের সন্ধান মিলছে -
মাঠে-ঘাটে, নদীতে, খালে, ডোবায়।
গভীর জঙ্গলের গাছে ছেঁড়া পতাকার মতো ঝুলছে-
আগুনে ঝলসানো নগ্ন-গলিত মৃতদেহ।
চারিদিকে চলছে খুনের উৎসব, চলছে লুটের উৎসব!

দু-পাড়ের দখলে মজে আসা নদের মতো আমি ভালো নেই, আমরা ভালো নেই
আমাদের বাতাসে পোড়া গন্ধ
আমাদের আকাশ ঢেকেছে ধোঁয়ার কালো বোরকায়
আমাদের ভাতে নোনা রক্তের স্বাদ!
উন্মুল শিকড় ও সংস্কৃতির একদল হিংস্র ঊনমানব আমাদেরকে দিচ্ছে হুংকার-
‘বাংলা ছাড়, বাংলা ছাড়!’

অথচ আমার পূর্ব-পুরুষেরাই বাংলার মাটি চষে শস্য ফলিয়েছে
বাংলার বৃক্ষ-লতার যত্ন নিয়েছে।
বাঁচিয়ে রেখেছে ভাষা, খাদ্য, পোশাক, সংগীত, কথকতা, পালাগানের মতো
আবহমান বাংলার সংস্কৃতি ও সভ্যতা।

শুনে রাখো হে পৃথিবীর মানুষ-
এই বাংলা আমার বাবার, এই বাংলা আমার পিতামহের, এই বাংলা আমার পূর্ব-পুরুষের
আমি-ই এই বাংলার ভূমিপুত্র।


ঢাকা, ২০২৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৫

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৪

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.