নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

বরগুনার নৌকা জাদুঘর ধ্বংস করা হয়েছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৮






বরগুনার ’বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’ ধ্বংস করা হয়েছে। জাদুঘরের অন্যতম উদ্যোক্তা পরিবেশকর্মী আরিফুর রহমান কান্নাজড়িত কণ্ঠে লাইভে এসে বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত গিয়ে নৌকার নকশা সংগ্রহ করেছি। সেই থেকে ছোট ছোট নৌকা কারিগরের মাধ্যমে তৈরি করেছি। তিনি আরো বলেন, জাদুঘরের নাম নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে। তার মানে এই নয় যে নৌকাগুলো ধ্বংস করবেন। থেকে নৌকা কিছু সময় ভিডিও প্রচারের পর কতিপয় ব্যক্তি এসে তাতে বাধা দেন।’

আরিফুর রহমানের কষ্টটা আমি অনুভব করতে পারি। দেশের নানা প্রান্তে গিয়ে সখের জিনিস সংগ্রহ করা কতটা কষ্টের তা আমি বুঝেছি পুতুল সংগ্রহ করতে গিয়ে। চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিংবা কনকনে শীতে নানা জায়গায় ছুটে যাই পুতুল সংগ্রহ করতে। পাঁচশো-সাতশো টাকার পুতুল কিনতে যাতায়াত আর হোটেল ভাড়ায় খরচ করি তিন-চার হাজার টাকা। যেখানেই ঘুরতে যাই, আগে স্থানীয় মানুষের কাছে জিজ্ঞেস করি- ’মাটির পুতুল বা জিনিসপত্র কোথায় পাওয়া যায়?’ ’আশপাশে পালপাড়া কোথায়?’

আর সংগ্রহ করা পুতুল সংরক্ষণ করা আরেক যন্ত্রণার কাজ। সাজিয়ে রাখা পুতুলগুলোর ধুলো মুছতে মুছতে কত শত ঘণ্টা যে ব্যয় হয়! গৃহকর্মীদেরকে পুতুল মুছতে দিই না। একবার একজনকে দিয়েছিলাম, কাপড় দিয়ে এমন ঘষা দিয়েছিল যেন পুতুল নয়, ঝামা দিয়ে পাতিল ঘষছে! অত পুতুল তো আর সাজিয়ে রাখা যায় না, কার্টনে ভরে বাথরুমের ওপরের স্টোরে রাখতে হয়। খাটের নিচে রাখতে হয়। বাসা বদলের সময় আরেক বিড়ম্বনা।

তাই পুতুল জাদুঘরের জন্য জায়গা খোঁজা শুরু করেছিলাম। গত বছর সেই আশার মৃত্যু ঘটেছে, এই দেশে পুতুল জাদুঘর তৈরির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। কিন্তু জাদুঘর করব, অন্য দেশে। কারণ, এত কষ্টের আর যত্নের পুতুল উন্মাদেরা ধ্বংস করবে, সেটা সহ্য করতে পারব না। জাদুঘরটি পৌরসভার অধীনে হলেও আরিফুর রহমানের অবদান অনেক। তিনি জীবনের মূল্যবান সময় আর অর্থ ব্যয় করে একটা বিরাট স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার সময়, অর্থ, স্বপ্ন সব শেষ!

জগতে কিছু মানুষ থাকেন, যারা নিজের ক্যারিয়ার, বিলাসী জীবনের মোহ ত্যাগ করে জীবনটাকে উৎসর্গ করেন ঐতিহ্য-সংস্কৃতি রক্ষা আর সৃজনশীলতার পিছনে। আমার ধারনা আরিফুর রহমানও তেমন মানুষ। নইলে কোন পাগলে লঞ্চ ব্যবসা না ক’রে নৌকা সংগ্রহ করে, যেখানে লঞ্চের কর্মচারী কয়েক বছরেই লঞ্চের প্রভাবশালী মালিক হয়ে যায়!

আরিফুর রহমান, এই দেশটা আমাদের নয়, চলুন অন্য কোথাও, অন্য কোনো দেশে, যেখানে আমরা গড়তে পারব আমাদের স্বপ্নের যত সৌধ।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বিরাট বাল ফালাইছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৮

মিশু মিলন বলেছেন: এটা বুঝতে হলে সুশিক্ষা থাকতে হবে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকতে হবে। দেহের খোলসের মধ্যে মনুষ্যত্বের বীজটি অঙ্কুরিত হতে দিতে হবে, যত্ন নিতে হবে। সর্বপরি সভ্য মানুষ হতে হবে। নইলে এর মূল্য বোঝা যাবে না। আপনার বাক্যটিই আপনার পরিচয়।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:২৪

সৈয়দ কুতুব বলেছেন: এই কাজ করাতে ছাত্রদের ভোট বেড়েছে বরগুনার! :#)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বরগুনা সব সময় আলীগের ঘাটি।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৯

কলাবাগান১ বলেছেন: এরা জীবনে কোন কিছু গড়তে পারে না এবং পারবেও না..। এরা জানে কিভাবে ভাংতে হয়, ধ্বংস করতে হয়, ধরো/মারো/ কাটো , অপমান করে ভাস্কর্য এর মাথায়...., ডাস্টবিন বানানো, রগ কাটা, ষড়যন্ত্র করে মানুষকে ধোকা দিয়ে আন্দোলনে নামানো আর স্নাইপার দিয়ে গুলি করা এসবই....।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:১৪

অগ্নিবাবা বলেছেন: ভাং শালারা বাংলাদেশের সবকিছু ভাং, তারপর ভাঙ্গা নৌকা দিয়ে ইউরোপ পাড়ি দিতে যা, তোগো লাশ পাওয়া যাইব লিবিয়ার উপকুলে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাঙ্গা ঠিক হয়নি তবে চোর পরিবারের নাম মুছে দিলেই চলতো।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা চোরতন্ত্র খুনতন্ত্র গুমজননীর লোক
ট্রলবাহিনী এমনি পাবে দুখ
দলকানার দল আবার ধরাবে শোক
কিছুদিন আগে ছিল তুলসীপাতার বর;
এখন রক্তের হলিখেলা খেলায় তুলতে
চায় দুধের সর- লজ্জায় পাতিলটা হয়নি শীতল-
তারাই আবার আফসোসতন্ত্র গন্ধ চায় মল,
হায় রে বাড়ন্ত ঝড় কোন দিকে উড়াও খর-
তবু আমাদের পরিচয় সবতন্ত্রের ক্ষুর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪০

মিশু মিলন বলেছেন: আলমগীর, আমার ব্লগ ছাগুর অবাধ আঙিনা নয়, ল্যাদানো নিষেধ।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: যারা এই নোংরা কাজ গুলো করছে সরকার তাদের গ্রেফতার করছে না কেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪২

মিশু মিলন বলেছেন: সরকারের মধ্যেই তো জঙ্গি, কে গ্রেফতার করবে!

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫

ক্লোন রাফা বলেছেন: ৩২ নম্বর রেহাই পায়নি ! বঙ্গবন্ধুর ম‍্যুরালের যে অপমান দেখলো পুরো বাংলাদেশ। সেই কুলাঙ্গারদের কাছে যাদুঘরের আর কি মুল্য ⁉️
তবে বাংলার মাটিতে রাজাকারের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। চার নেতার হত্যার বিচার চলমান। আরো বিচার হবে ইংশাআল্লাহ্। আওয়ামিলীগের জন্য এই ধাক্কা প্রয়োজন ছিলো। আশা করি ২০ বছর পরে হোলেও আওয়ামী লীগের হাতেই এই নরপশুদের বিচার হবে।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ‼️

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪১

মিশু মিলন বলেছেন: নিশ্চয় একদিন এই কুলাঙ্গারদের বিচার হবে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.