![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
শীতের ভোরে আমরা একদল পর্যটক বাস থেকে নেমে পড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিফকির হাট নামক একটি জায়গায়। উদ্দেশ্য সোনাইছড়ি ট্রেইল শেষে ঝরনা দর্শন। অন্ধকারে গ্রামের পথ ধরে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে পাহাড়ের পাদদেশে অবস্থিত জয়নাল আবেদীনের বাড়িতে পৌঁছে যাই। কথায় আর গল্পে গল্পে অন্ধকারের আব্রু সরে যায়, ততক্ষণে আমাদের নাস্তা তৈরি। নাস্তা খেয়ে আমরা পা বাড়াই সোনাইছড়ি ট্রেইলের উদ্দেশে।
রোমাঞ্চকর ও দৃষ্টিসুখকর সোনাইছড়ি ট্রেইল। Sonaichori Trail
১৪ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯
মিশু মিলন বলেছেন: সম্ভব হলে ঘুরে আসবেন। খুব সুন্দর।
২| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:০০
জনারণ্যে একজন বলেছেন: @ মিশু, যাওয়া হয়নি কোনোদিন, এমনকি নামও শুনিনি কখনো এই জায়গার। ভিডিও দেখে তো খুব সুন্দর জায়গা মনে হলো। মনেহয়না আর কোনোদিন ওখানে যাওয়ার সুযোগ পাবো। এর চেয়ে আপনার চোখ দিয়েই দেখা নেয়া আর কি।
আমার ব্যাকইয়ার্ড থেকেই একটা ট্রেইল শুরু হয়েছে, ওটা দিয়েই উঠে যাওয়া যায় কয়েক হাজার ফিট উপরে মাউন্টেনে।বেয়ার আর মাউন্টেন লায়নের ভয় আছে যদিও একটু।
১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:২৩
মিশু মিলন বলেছেন: আমার ব্যাকইয়ার্ড থেকেই একটা ট্রেইল শুরু হয়েছে, ওটা দিয়েই উঠে যাওয়া যায় কয়েক হাজার ফিট উপরে মাউন্টেনে।বেয়ার আর মাউন্টেন লায়নের ভয় আছে যদিও একটু।
আপনি বোধহয় বাইরে থাকেন। দেশে এলে সময় হলে ঘুরে আসবেন, ভালো লাগবে।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সোনাইছড়ি কখনও যাইনি।