![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লারে কই যামু ! আবারো কি গণ্ডগোল লাগলো ? ৭১ এ মিলিটারির ডরে দৌড়াইতে দৌড়াইতে কোমর ভাইঙ্গা গেছে , অহন বুড়া হইছি্ , অহন একদিকে পুলিশের লাইগগা ,অন্যদিকে মিছিলের লাইগগা - কোন কামে যাইতে পারি না , জান ডা যদি যায় , ওরা কি আমার জান ডা ফিরা দিবো ? ও শেকের বেটী ! তোর তো দায়িত্ব ! তুই এই দেশটারে বাঁচারে মা ! তুই দুই দলের মধ্যে বইসা ,এই রায়ট বন্ধ কর ! তোর আল্লাহ্র দোহাই লাগে! থামা !বইন ,থামা ! আর ভাল্লাগেনা ! তোর পোলা মাইয়া না হয় দেশে নাই ,আমাগো তো পোলা -মাইয়া লইয়া এই দেশেই থাকন লাগবো ! তোর মতো আমরা গরিব মানুষরা তো উরুজাহাজ দিয়া আরেক দেশে পলাইয়া যাইতে পারুম না ! বইনও রে ! মারে ! কিতা কইতাম ! ও আল্লাহ্র বান্দি রে !দোয়া কইরা এইবার এই যুদ্দ থামা ! আল্লাহ্র দোয়াই লাগে ! কিড়া লাগে আমার মাতার !
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৬
মিতাহামিদা০০৭ বলেছেন: দইন্নবাদ!
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৫
একটি শিমুলফুল বলেছেন: ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
বেচে থাকেন অনেক বছর
গেয়ে যান সঠিক গান।