![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগের 'প্রজন্ম চত্তরে 'র কার্যক্রমের পর ২০১৩ সালে দেখা যাচ্ছে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা বেশী ঘটছে ! এখন প্রশ্ন হচ্ছে - এগুলো কারা করছে ?
ঢালাওভাবে যাদের দিকে অঙ্গুলী নির্দেশ করছে অনেকেই ,তারা হলো 'জামাত-শিবির '
এখন কিছু প্রশ্ন দেখা দিয়েছে -
১. যারা করছে -এ পর্যন্ত কি কোন নির্দিষ্ট কাউকে ধরতে পেরেছে সরকার ?
২.যদি না হয়, তাহলে কেন পারে নি ?
৩. সরকারের তদন্ত এবং গোয়েন্দা বাহিনী এতো দুর্বল কেন ?
৪. এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি কেন ?
৫. এ পর্যন্ত জামাত-শিবিরের কাউকে দোষী হিসেবে ধরতে পারেনি ! তাহলে কেন অযৌক্তিকভাবে তাদের দোষারোপ করা হয় ? এটা কি বে-আইনি নয় ?
কারা করতে পারে -
১. যারা ধর্ম-ভীরু -সেযে ধর্মের হোকনা কেন - তারা করবেনা !
২.মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের যারা নাস্তিক - তারা যেহেতু কিছুই বিশ্বাস করে না - তারা কুরআন বা পুরাণ , দেব দেবী ,
আল্লাহ্ , বা ভগবান , কিছুতেই ভয় পায় না - সুতরাং এরাই এ কাজ সহজেই করতে পারে !
২. যে সব নাস্তিক রা জামাত-শিবিরের বিরোধিতা করে ,তারাই চায় -জামাত-শিবিরের উপর এরকম অপবাদ চাপিয়ে দিয়ে কোণঠাসা করতে ! সুতরাং তারাও করতে পারে !
৩. রাজনইতিকভাবে যারা জামাত-শিবিরের বিরোধী ভুমিকায় আছে - তারাও ঐ দলকে ঘায়েল করার জন্য এই কাজ করে থাকতে পারে ! যেমন যুবলীগের একজনকে গ্রেফতার করেও ছেড়ে দিয়েছে মানসিক রোগীর ছুতা দেখিয়ে ছেড়ে দেয়!
৪ .সবশেষে - এটাই প্রমানীত হল - কোন ধর্ম-ভীরুর পক্ষে এই
ঘৃণিত কাজ আদউ সম্ভব নয় ; এটা যে কোন নাস্তিকেরা করতে পারে !
অতএব -এটা জামাত-শিবিরের কাজ হতে পারে না বলেই প্রমাণ হল !
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
মিতাহামিদা০০৭ বলেছেন:
ধন্যবাদ , সহমত
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
অনির্বাণ রায়। বলেছেন: হাহাহা , প্রকাশ্যে মূর্তি ভাঙ্গার ঘোষনা দেয় কারা তারাই ভেঙ্গেছে ।
২x০=৫x0
=> 0 = 0 মিলায়ে প্রমান করলে কিছু হইল ??
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
মিতাহামিদা০০৭ বলেছেন: প্রকাশ্যে মূর্তি ভাঙ্গার ঘোষণা কারা দেয়? প্রমাণ সহ ধরিয়ে দিন ! জাতি উপকৃত হবে !
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
নায়করাজ বলেছেন: অবশেষে তালগাছটা আপনাকে সসম্মানে দেয়া হল। এই নেন : Click This Link
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
মিতাহামিদা০০৭ বলেছেন: লিঙ্কটা দেখেছিন! তেংকু !
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫
হ্যারিয়ার টু বলেছেন: একাত্তরে যারা করেছিল, তাদের পক্ষের
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১
মিতাহামিদা০০৭ বলেছেন: প্রমাণ চাই ! এভিডেন্স ছাড়া কোন কিছু কি প্রমাণ করা যায় ?
যেমন - বিশ্বজিত হত্যা , প্রথমেই আমরা একটি দলকে দোষারোপ করি !কিন্তু পরে তো প্রমাণ হল ,যাদেরকে বন্ধু চিন্তা করা হল ,তারাই করেছে !
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮
বীরেনদ্র বলেছেন: খুবই সহজ সরল হিসাবআপনার। কারা ভাংছে তা কি প্রমানের অপেক্ষা রাখে? যেহেতু জামাত ধর্মভিরু তারা তা করতে পারে না আর যেহেতু নাস্তিকেরা ধর্ম মানে না এটা তাদেরই কাজ এটাই আপনার বক্তব্য?
জামাত ধর্মভীরূ নয়, তারা হল উগ্র ধর্মান্ধ, ধর্ম ব্যাবসায়ী। হিন্দুদের মধ্যে ত্রাস সৃস্টি করলে তারা ভারতে পাড়ী জমাবে আর তাদের জমি জমা বাড়ী ঘর দোর দখল করা যাবে এটাই হল বড় কারন।আর সেই কারনেই ধর্মকে পুজি করে জামাত শিবির হিন্দুদের উপর অত্যচার করছে তা বলাই বাহুল্য। ১৯৭১ ,২০০১, সাল দুটো আমার নিজের চোখে দেখা।সুতরাং জামাত শিবিরকে সার্টিফিকেট দিতে না এসে সত্যিকে জানার চেস্টা করুন।
আপনি কি কাগজ পড়েন? মনে হয় পড়েন না। কারা ভাংছে তা অনেক কাগজেই প্রকাশিত হচ্ছে। অন্ধ না হয়ে সমস্ত কিছু জানুন।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
মিতাহামিদা০০৭ বলেছেন: আপনার ধারণা ভুল ! আমি কম করে ৫/৬টি পত্রিকা পড়ি ! আমি চাই প্রমাণ হোক ! আপনার কাছে প্রমাণ থাকলে ,বসে না থেকে আজই সরকারকে সহযোগিতা করুন না ? আমরাও উৎকণ্ঠা থেকে হাফ ছেড়ে বাঁচি !
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২
আমি মেহমান বলেছেন: আমার মনে হয় এটা করে '_ _ _র' তবে শব্দটা 'রাজাকার' না!
বলতে পারেন কি?
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
মিতাহামিদা০০৭ বলেছেন: ধন্যবাদ!+সহমত +
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯
নিকষ বলেছেন: হুমায়ূন আজাদের একটা প্রবচন আছে - "মসজিদ ভাঙ্গা আর গড়া হল রাজনীতি, মন্দির ভাঙ্গা আর গড়াও রাজনীতি। কিন্তু ওরা সেটা চালায় ধর্মের নামে।"
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
মিতাহামিদা০০৭ বলেছেন: আমি প্রমাণ চাই!শুধু কাব্য আর কথা-সাহিত্য দিয়ে রাষ্ট্রের নাগরিকের জান-মালের নিরাপত্তা দেয়া যায় না ! দেশপ্রেমিক শাসককে সত্যের পথে দ্রুত জানমালের নিরাপত্তা বিধান করে প্রমাণ করতে হবে ,কোনটা ধর্মের নামে আর কোনটা অধর্মের নামে রাজনীতি !
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
মিতাহামিদা০০৭ বলেছেন: আমি প্রমাণ চাই!শুধু কাব্য আর কথা-সাহিত্য দিয়ে রাষ্ট্রের নাগরিকের জান-মালের নিরাপত্তা দেয়া যায় না ! দেশপ্রেমিক শাসককে সত্যের পথে দ্রুত জানমালের নিরাপত্তা বিধান করে প্রমাণ করতে হবে ,কোনটা ধর্মের নামে আর কোনটা অধর্মের নামে রাজনীতি !
৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আরে আল্লাহ, আপনি এত সহজে অংক কইষা প্রমাণ কইরা দিলেন!
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
মিতাহামিদা০০৭ বলেছেন: ধন্যবাদ !
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
মিতাহামিদা০০৭ বলেছেন: ধন্যবাদ !
৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩১
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
মিতাহামিদা০০৭ বলেছেন: খুবই কষ্টের ! আমি সেই লিঙ্কে আমার মন্তব্য লিখেছি ,দেখে নিবেন! ধন্যবাদ !
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫
আশীষ কুমার বলেছেন: আপনিতো মনে হচ্ছে ভালোই যুক্তিবাদী
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
মিতাহামিদা০০৭ বলেছেন: লজ্জা দিবেন না ! নিজের বিবেকবোধ থেকে লিখেছি !
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বগুড়ার মাদ্রাসাটির জামায়াত-শিবির সমর্থক ছাত্ররা যুবলিগ কর্মি টিপুকে ধরে পুলিশে দিয়েছ
Click This Link
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
মিতাহামিদা০০৭ বলেছেন: ভালো ও নিরপেক্ষ তদন্ত হলে থলের বেড়াল বের হবে ! ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
পোসেইডন বলেছেন: কে করছে এইডা জানার দরকার নাই যারা করছে তাদের প্রমান সহকারে শাস্তি চাই।