![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'রেশমা উদ্ধার ' - এক অভাবনীয় ঘটনা , কেউ অলৌকিক ও বলেছেন ; কিন্তু -এর সাথে সাথে কি তাদের ভুলে গেলে চলবে না , এর দায় কেউ এড়াতে পারবেনা !
এই ট্র্যাজেডির মতো আর কোন ট্র্যাজেডি বা দুর্ঘটনা জাতি আর দেখতে চায় না ! তাই এর পুরো বিষয়গুলো পর্যালোচনা করে বের করতে হবে এই ভবন ধ্বংসের কারণগুলো খুঁজে বের করে জনসমক্ষে আনতে হবে । যেন ,জনগণ সতর্ক থাকে -কি কি কারণে তাকে আইনের কঠোর আওতায় পড়তে হবে ! আর বিলডিং কোড মেনে না চললে তাকে অত্যন্ত কঠোর সাজার সম্মুখীন হতে হবে !
টক শোঁ করে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে এগুলোর সমাধান হতে পারে না ! বিল্ডিং তৈরির সময় ও রাজউক বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের স্ব স্ব দায়িত্বপালন করলে , এবং আরও বিভিন্ন বিষয়গুলো গুরুত্বের সাথে কার্্যে পরিণত করতে হবে !
এ বিষয়ে যে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে , তা এই ভবন ধ্বংসের কারণ থেকেই বের হবে -
এই ট্র্যাজেডির জন্য কি প্রধান কারণ গুলো কি কি - (সম্ভাব্য)
১. এই ভবন নির্মাণ করার সময় -সঠিক মানের তদারক হয় নি,
২.মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট, করা হয়তো হয় নি ,
৩.রাজউক প্ল্যান দিয়েছে ,সব পরীক্ষা নিরিক্ষা না করেই কি না ,
৪. বিল্ডিং তৈরির আইন ও সময় সীমা মানা হয়েছে কি না
৫.সরকারি পর্যবেক্ষন দরকার ছিল, সেটি হয়েছে কিনা ,
৬.সরকারি লোকের বা নেতার,বা প্রভাবশালীর বিল্ডিং বলে অনেক বিষয়ে ছাড় দেয়া হয়েছে কিনা , যা কঠোর হাতে দমন করার দরকার ছিল,
এ ব্যাপারে সরকারি নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ভূমিকা ছিল কিনা ,
৭.দালান তৈরির সময় স্থপতি দিয়ে পর্যাপ্ত জিনিশ ,ও পর্যাপ্ত সময় এর সরেজমিনে পর্যবেক্ষন হচ্ছে কিনা , তাঁর পর্যবেক্ষণ করা ,তাঁর প্ররযবেক্ষণ .........
৮.চাঁদাবাজির ভয়ে তাড়াহুড়ো না করা ,
৯. রড, সিমেন্ট ,বালূ ইত্যাদি ঠিকমতো মিশায় কিনা ,
১০.একেক স্তর পার হতে যে সময় নেয়া প্রয়োজন , তা নিচ্ছে কি না;
ইত্যাদি .......আরও বহুবিধ বিষয় আছে , যেগুল ইঞ্জিনিয়াররা বুঝবেন , সেদিকে গুরুত্ব দিয়ে তদারক করা ! সর্বপরি -সরেজমিনে পর্যবেক্ষন !
জানিনা ....আগামিতে কঠোর ভাবে এগুলো তদারকির আইন তৈরি হবে কি না !
নাকি আবারো আরেকটি ট্র্যাজেডির পর আবার মিডিয়া গুলো টক-শ'র আরেকটি মওকা পেয়ে .........
আরও অনেক কারণ থাকতে পারে , আপনারা কিছু যোগ করুন !
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ সকাল ৮:২৭
বোকা_ছেলে বলেছেন: দায় যারা বিল্ডিএএর স্তম্ভ ধইরা নারাচারা করছে তার। অন্য কারু দুষ দিলে বুঝতে হইব আপ্নে জমাত শিবির। রাজাকারের বিচার বাঞ্চাল কইরতে চান। জয় বাংলা।