নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিতাহামিদা০০৭

মিতাহামিদা০০৭ › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্র্যাজেডি ঃ দায় কার ?

১২ ই মে, ২০১৩ রাত ১২:৫৮



'রেশমা উদ্ধার ' - এক অভাবনীয় ঘটনা , কেউ অলৌকিক ও বলেছেন ; কিন্তু -এর সাথে সাথে কি তাদের ভুলে গেলে চলবে না , এর দায় কেউ এড়াতে পারবেনা !



এই ট্র্যাজেডির মতো আর কোন ট্র্যাজেডি বা দুর্ঘটনা জাতি আর দেখতে চায় না ! তাই এর পুরো বিষয়গুলো পর্যালোচনা করে বের করতে হবে এই ভবন ধ্বংসের কারণগুলো খুঁজে বের করে জনসমক্ষে আনতে হবে । যেন ,জনগণ সতর্ক থাকে -কি কি কারণে তাকে আইনের কঠোর আওতায় পড়তে হবে ! আর বিলডিং কোড মেনে না চললে তাকে অত্যন্ত কঠোর সাজার সম্মুখীন হতে হবে !



টক শোঁ করে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে এগুলোর সমাধান হতে পারে না ! বিল্ডিং তৈরির সময় ও রাজউক বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের স্ব স্ব দায়িত্বপালন করলে , এবং আরও বিভিন্ন বিষয়গুলো গুরুত্বের সাথে কার্‍্যে পরিণত করতে হবে !



এ বিষয়ে যে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে , তা এই ভবন ধ্বংসের কারণ থেকেই বের হবে -



এই ট্র্যাজেডির জন্য কি প্রধান কারণ গুলো কি কি - (সম্ভাব্য)



১. এই ভবন নির্মাণ করার সময় -সঠিক মানের তদারক হয় নি,

২.মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট, করা হয়তো হয় নি ,

৩.রাজউক প্ল্যান দিয়েছে ,সব পরীক্ষা নিরিক্ষা না করেই কি না ,

৪. বিল্ডিং তৈরির আইন ও সময় সীমা মানা হয়েছে কি না

৫.সরকারি পর্যবেক্ষন দরকার ছিল, সেটি হয়েছে কিনা ,

৬.সরকারি লোকের বা নেতার,বা প্রভাবশালীর বিল্ডিং বলে অনেক বিষয়ে ছাড় দেয়া হয়েছে কিনা , যা কঠোর হাতে দমন করার দরকার ছিল,

এ ব্যাপারে সরকারি নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ভূমিকা ছিল কিনা ,

৭.দালান তৈরির সময় স্থপতি দিয়ে পর্যাপ্ত জিনিশ ,ও পর্যাপ্ত সময় এর সরেজমিনে পর্যবেক্ষন হচ্ছে কিনা , তাঁর পর্যবেক্ষণ করা ,তাঁর প্ররযবেক্ষণ .........

৮.চাঁদাবাজির ভয়ে তাড়াহুড়ো না করা ,

৯. রড, সিমেন্ট ,বালূ ইত্যাদি ঠিকমতো মিশায় কিনা ,

১০.একেক স্তর পার হতে যে সময় নেয়া প্রয়োজন , তা নিচ্ছে কি না;

ইত্যাদি .......আরও বহুবিধ বিষয় আছে , যেগুল ইঞ্জিনিয়াররা বুঝবেন , সেদিকে গুরুত্ব দিয়ে তদারক করা ! সর্বপরি -সরেজমিনে পর্যবেক্ষন !

জানিনা ....আগামিতে কঠোর ভাবে এগুলো তদারকির আইন তৈরি হবে কি না !

নাকি আবারো আরেকটি ট্র্যাজেডির পর আবার মিডিয়া গুলো টক-শ'র আরেকটি মওকা পেয়ে .........



আরও অনেক কারণ থাকতে পারে , আপনারা কিছু যোগ করুন !









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ সকাল ৮:২৭

বোকা_ছেলে বলেছেন: দায় যারা বিল্ডিএএর স্তম্ভ ধইরা নারাচারা করছে তার। অন্য কারু দুষ দিলে বুঝতে হইব আপ্নে জমাত শিবির। রাজাকারের বিচার বাঞ্চাল কইরতে চান। জয় বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.