নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিতাহামিদা০০৭

মিতাহামিদা০০৭ › বিস্তারিত পোস্টঃ

অপিকরিম কে নিয়ে কেন সাহা বাবুদের এতো মাথা ব্যাথা?

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

দুঃখিত !মিঃ সাহা ! আপনার অপি-করিমের ২য় বিয়ে ভেঙ্গে গেলো বলে যে মাথা ব্যাথা শুরু হয়েছে ,সেজন্য নয় ! এজন্য যে আপনি বিয়ে এবং ঐশী 'র পচে যাওয়ার যে ভুল তত্ত্ব দিয়েছেন ,সে কারণে !



বিয়েটা- মুসলিম সমাজে শুধু একটা বড় ধর্মীয় আচার নয় , একটা গুরুত্বপুর্ন ধর্মীয় ও সামাজিক আইন , বিধান ! কোন ছেলে-খেলা নয় !

এটা এতই গুরুত্বপুর্ন যে - এই ধর্মের যিনি প্রনয়ক ,স্বয়ং আল্লাহ্‌র কাছে এই বিবাহ-বিচ্ছেদ একটা অপছন্দনীয় জায়েজ কাজ !

কারণ -তিনি চান না সমাজের মানুষ কোন আইনের গ্যাঁড়াকলে স্থবির হয়ে যাক, জীবন অচল হয়ে পরুক !

তাই অন্য ধর্মের মতো - স্বামি-স্ত্রীর মধ্যে সম্পর্ক অচল হয়ে পড়লে ,জোর করে তাকে ধরে রাখতেই হবে , এমন অচলাবস্থায় মানুষ যেন না পড়ে , সেজন্য তাকে বিবাহ-বিচ্ছেদের সুযুগ দেয়া হয়েছে , আবার আইনের মধ্যে থেকে ,একটা যৌক্তিক সময়ের অবকাশের পড় আবার বিয়ে করার ও অনুমতি দেয়া হয়েছে , যাতে সমাজে অনৈতিক কোন কাজ না ছড়ায় !

আপনি যে কুপ্রভাবের কথা বললেন - সেটার আশংকা থাকতো, যদি না অপি করিমের মতো বিবাহ ভেঙ্গে দেয়ার সুজুগ না থাকতো !



এখন আসুন ঐশীর পচে যাওয়ার কথায় !



এর জন্য যে কারণ-গুলো আছে ,তাঁর সাথে অপি করিমের বিয়ে ভেঙ্গে যাওয়ার কি সম্পর্ক ?

ঐশীর বাবা-মায়ের তো বিবাহ -বিচ্ছেদ ঘটে নি ?



এরজন্য দায়ী তো অনেকগুলো সামাজিক দায়িত্বহীনতা , সরকারি দায়িত্বহীনতা ও ধর্মীয় মূল্যবোধের অভাব, ধর্মীয় আদর্শহীনতা ,ইত্যাদি !আরও বহুবিধ কারণ - যা এখানে বিশ্লেষণ সম্ভব নয় ,অল্প পরিসরে !



শেষে একটা কথা বলে শেষ করতে চাই - সাহা বাবু ! যাকিছুই লিখবেন - সামাজিক দায়িত্তবোধ নিয়ে লিখলে মানুষ উপকৃত হবে , এই শুভকামনা থেকে লিখবেন ! আর অপি-করিমের বিয়ের চিন্তা না করে , নিজেরতা করুন ! সমাজ বিশ্লেষণটা - সামাজিক বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিন !











মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৭

মিতাহামিদা০০৭ বলেছেন: কোন এক সাহা বাবুর একটি লিখার মন্তব্য এটি ! যারা সেটা পড়েছেন ,তাঁরা বুঝবেন যে ,দুটি ভিন্ন বিষয়কে তিনি গুলিয়ে ফেলেছেন !
সরি , কথাটি বলার জন্য !

২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

পাস্ট পারফেক্ট বলেছেন: সাহা কেডা? কোন লেখার উত্তর দিলেন? লিংক থাকলে দিইয়েন।

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

পথহারা সৈকত বলেছেন: :( :( :(

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

নিষ্‌কর্মা বলেছেন: মুসলমানদের যেমন বিয়ে থেকে মুক্তির উপায় আছে, অন্য ধর্মে তাও নাই। এর মানে হচ্ছে, ঐ সব ধর্মে বিয়েটা সরাসরি ঈশ্বরের ব্যাপার, অন্য কারো হাত এর ভেতরে নাই।

মুসলমানদের বিয়ে করা এবং বিয়ে ত্যাগ করা দুইটাই সহজ করে রাখা হয়েছে। তার মানে কি অন্য ধর্ম গুলোর চেয়ে -- ঈশ্বর জানতেন যে -- মুসলমান পুরুষেরা বেশি মাত্রায় পরনারী ভোগী কিংবা মুসলমান মেয়েরা বেশি বেশি পরপুরুষগামী হবে?

জাইন্তে মুঞ্চায় :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.