নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকে ভালবাসব আমি?

মিতেব

আমি মিতেব.....।ভাল লাগে আডডা মারতে, পড়ালেখা করতে েমাটেও ইচছা করে না।মানুষকে রাগাইতে খুব ভাল লাগে......রাতে গাড়ি নিয়ে বের হতে খুব ভাল লাগে.........মাকে খুব মিস করি.......

মিতেব › বিস্তারিত পোস্টঃ

কুকুরের দৌড়ানি খাইলাম

১৫ ই মার্চ, ২০০৬ ভোর ৬:৪৭

গতকাল রাতে ছুটি নিয়ে হোষ্টেল থেকে গেলাম একবন্ধুর বাসায়। যাওয়ার সময় চারটা কুকুর পার হয়ে যাওয়া লাগে।হোষ্টেল থেকে 5 মিনিট লাগে বন্ধুর বাসায় যেতে(হেঁটে)।রাতে যাওয়ার সময় ওয়াসি ভাইয়া ছিল তাই ভয় পাই নাই।কিন্তু রাতে থেকে যখন আজ ভোরে ঘুম থেকে উঠে হোষ্টেলে ফিরছিলাম একা তখন কুকুর দুইটা আমাকে দেখে ঘেউ ঘেউ করতে করতে আমার পায়ের কাছে এসে পরল।আমি তো ভয়ে শেষ।একটু পর যখন কুকুরটা সরল আমি আবার হাটা শুরু করলাম পিছ েফিরে দেখি কুকুরটা আমার দিকে দৌড়ে আসছে।আমিও ভয়ে দৌড় দিয়ে আমার বন্ধু বাসায় চলে যাই।কুকুরটা আমাকে বাসা পযন্ত দৌঁড়ানি দিছে।এই প্রথম জীবনে কুকুরের দৌড়ানি খাইলাম।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩

শাওন বলেছেন: কেমন মজা লাগছিলো মিতেব ভাইয়া ???? জীবনটা কেমন বুঝেছেন তো এইবার ??? :)

২| ১৫ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩

অতিথি বলেছেন: হঁ্যা পুরাপুরি বুঝছি জীবন

৩| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অতিথি বলেছেন: বুঝছি আমার জীবনটা যে তোর জীবনের মত মজার না।

৪| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

শাওন বলেছেন: ওয়াসী ভাইয়াটা কে ???? চেনা চেনা লাগে ।

৫| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অতিথি বলেছেন: চেনা চেনা তো লাগে ওয়ালি ভাইয়াকে...........এইটা ওয়াসি ভাইয়া আমাদের সাথে মালয়েশিয়ায় পড়ে।

৬| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

শাওন বলেছেন: ওয়াসীকেও চেনা লাগে । ওয়াসীর পুরা নাম কি ?? বলা যাবে ?? অসুবিধা না হলে বলে ফেলেন ।

৭| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অতিথি বলেছেন: ওয়াসিউর রহমান।এখন যদি বলিস চিনি না তাহলে তোর খবর আছে।

৮| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

শাওন বলেছেন: না চিনি না । আমি গেলাম ।

৯| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অতিথি বলেছেন: কই যাবি....................................

১০| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩

অমি রহমান পিয়াল বলেছেন: কুত্তা ডাকতে

১১| ১৫ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩

অতিথি বলেছেন: ওয়া ওয়া ওয়া

১২| ১৫ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩

শাওন বলেছেন: স্টুপিড কোথাকার ।

মিতেব ভাইয়া , সরি , স্কুল ছিল ।

১৩| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩

অতিথি বলেছেন: পিয়াল ভাইয়া কুত্তা ডাকা হইলে বইলেন।

১৪| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩

অতিথি বলেছেন: কোথায় যেন শুনেছিলাম যে কুকুরের দেীড়ানি খায় নাই সে জীবনে একটা বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত।

১৫| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩

অতিথি বলেছেন: কোথায় যেন শুনেছিলাম যে কুকুরের দেীড়ানি খায় নাই সে তার জীবনে একটা বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত।

১৬| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩

অতিথি বলেছেন: ভাইয়া আপনার কি অভিজ্ঞতটা আছে?

১৭| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩

অতিথি বলেছেন: জি্ব ভাইয়া,তবে অনেক আগে।আমি বুঝতে পারি এই What is কুকুরের দেীড়ানী।

১৮| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩

অতিথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্ত্যবের জন্য।
যাক একটা পাটনার পাইলাম।

১৯| ০৭ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:০৪

অতিথি বলেছেন: অভিজ্ঞতা থেকে বলছি মিতেব ভাই হঠাৎ করে এমন পরিস্থিতিতে পরলে আসলেই খুব ভয় লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.