নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

পরিণতি

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩


কেমন আছো আমাকে ছেড়ে?
প্রায়ই ভাবতাম কথাটা।
তোমাকে খুঁজতে গেলাম সেদিন কৃষ্ণচূড়ার নীড়ে।
যেখানে সবুজ মখমলে কোমল ঘাসের ওপর
এখনো ঝরে পরে রক্ত রঙা ফুলগুলো।
যে ফুল আঙিনা একদিন আমাদের ঠিকানা ছিল,
সেখানে আজ নূরা পাগলার আস্তানা।
আমি লোকটার মুখোমুখি গিয়ে বসি।
হাঁটু গেড়ে তার নত মুখটার দিকে তাকিয়ে
শীর্ণ রূপে তোমাকে দেখতে পেলাম।
পাতলা ঝলমলে চুলগুলো অযত্নে কুঁকড়ে গেছে আজ।
গাঢ় নীল পাঞ্জাবীটা বদলে হয়েছে ছেঁড়া কালো কোট।
যে হাতে কদম লুকিয়ে আমার জন্য প্রতীক্ষা করতে,
বাঁশের এক চিকন লাঠি সে হাতের পাশে অযত্নে ফেলে রাখা।
আমি তোমার জীর্ণ কোটটা শক্ত করে চেপে ধরি।
সরু চোখে ঘৃণা মেখে ফিসফিসিয়ে বলি -
পাওনা ছিলে তুমি এমন করুণ পরিণতির।

হলুদ দাঁত আর পান খাওয়া শুকনো ঠোঁটে
নূরা পাগলা খিলখিলিয়ে হাসে।
তর্জনীটা এগিয়ে নিয়ে দূরে হাত বাড়ায়।
সামলে নিয়ে নিজেকে সেই দূরে তাকিয়ে দেখি,
তোমার হাতে একগুচ্ছ লাল গোলাপ।
আর অপর হাতটির সঙ্গী নতুন কোন এক নারী।



মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

নূর-ই-হাফসা বলেছেন: মিথী আপু ভালো লাগল ।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

মিথী_মারজান বলেছেন: অনেক ভালবাসা জানবেন।
ধন্যবাদ।:)

২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা ভালো হয়েছে+++


১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানবেন।:)

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: হুম ; দেখলেন তো ভালো আছে
ভালোই থাকে .....

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
অনেক হাসলাম আপনার মন্তব্যে আপু।
ইস্! কিছু মানুষ কি খারাপ, তাই না!
তবে একটা সময় পর শুধু ভাল মানুষেরাই কেবল ভাল থাকে।
ভালবাসা আর ভালবাসা রইল আপু আপনার জন্য।:)

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এমন মানুষের কাছে না যাওয়াই ভালো, আপুনি।

কাছে যাওয়ার আগে মানুষকে আগে জাজ করতে শেখা অনেক বড় ব্যাপার।

শুভ কামনা।

১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪১

মিথী_মারজান বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন ভাইয়া।
আমি কিন্তু অনেকটা এমন কথাই বোঝাতে চেয়েছি।

অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা রইল।:)

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪৮

মলাসইলমুইনা বলেছেন: পেছনের সব কিছু কি মনে রাখতে হয় না তার দরকার আছে? একটু সময়ের কালো দিয়ে কি আর সারা জীবনের সবটুকুকে দুঃখের এতো কালো রঙে আঁকতে আছে? মনখারাপ করে দিলেন সুন্দর একটা কবিতা লিখে | জাদুর হাত আপনার মনে হচ্ছে |শুধু সে জন্যই অনেকগুলো ধন্যবাদ নিতেই হবে |

১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৬

মিথী_মারজান বলেছেন: আরে!!! নাহ্!!!:P
পেছনের কিছু ভেবে লিখিনি তো!
এটা শুধু একটা প্লট চিন্তা করে লেখা।

আমি তো বিন্দাস ভাল আছি।
তবে নিজে ভাল থেকে অন্যের মন খারাপ করিয়ে দেয়াটা অন্যায়।
জলদি মন ভাল করুন আর আমাকে অন্যায় থেকে মুক্তি দিন।
হা হা হা।

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
এত আন্তরিক একটা মন্তব্যের জন্য।

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৬

মলাসইলমুইনা বলেছেন: খুবই ভালো লাগলো একটা প্লট চিন্তা করে লিখেছেন জেনে | এখন মন খারাপ করে দেবার কবিতা লেখার পেনাল্টি হিসেবে মন ভালো হয়ে যায় এমন একটা কবিতা লিখুন | সেটা আমাদের প্রাপ্য হয়েছে |

১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৬

মিথী_মারজান বলেছেন: হা হা।
ভাল আছি জন্য এমন শাস্তি দিলেন!B-)
কোনদিন কেন যেন মন ভাল করা কিছু লিখতে পারি না।
আমি প্রচন্ড সুখী মানুষ।
তবে লেখাগুলো কেন যেন দু:খ বিলাসী টাইপ হয়ে যায়।
সমস্যাটা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করব।:)

স্নিগ্ধ এই ভোরটির শুভেচ্ছা আপনাকে।
শুভ সকাল।:)

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: এটা কি কবিতা?
না চিঠি?
যাই হোক সব মিলিয়ে ভালো লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

মিথী_মারজান বলেছেন: কবিতা হয়ত: হয়নি তবে এটা কোন চিঠি না।
তবুও ভাল লেগেছে জেনে ভাল লাগল।

অনেক ধন্যবাদ ভাইয়া।:)

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

বানেসা পরী বলেছেন: আমার তো তাকে নূরা পাগলার বেশে দেখতেই বেশ লাগছিল। কেন চেঞ্জ করলেন আপি? মায়া হচ্ছিল তার জন্য। পরে আবার আর দশজনের সাথে মিশে গেল লোকটা।
মুড চেঞ্জ গেম খেলছেন কবিতাটির সাথে।:-B
অন্যরকম ভাল লাগল।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

মিথী_মারজান বলেছেন: হা হা।
তাই বুঝি!
আপনি তো দেখছি দারুণ মায়াবতী।

অনেক ধন্যবাদ এত চমৎকার কমেন্টের জন্য।
ভালবাসা রইল বানেসা পরী।

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

আখেনাটেন বলেছেন: যে ফুল আঙিনা একদিন আমাদের ঠিকানা ছিল,
সেখানে আজ নূরা পাগলার আস্তানা।
- নূরা পাগলার অাস্তানা এখন ফুলের বাগানে। একটি আবহ দাঁড় করালাম মনে মনে। কেমন হতে পারে সে জায়গা। :)

ভালো লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

মিথী_মারজান বলেছেন: হা হা।
আমি আসলে কৃষ্ণচূড়া গাছের নীচটাকে মিন করেছিলাম।
ঠিকমত লিখতে পারিনা তাই হয়ত: উল্টাপাল্টা প্রকাশ পেয়েছে।
প্রেমের জন্য জায়গাটা রোমান্টিক কিন্তু পাগলের আবাসস্হল হিসাবে হাস্যকর হয়ে গেল মনেহয়, তাই না!:|
আচ্ছা থাক, পাগলের মনও তো রোমান্টিক হতে পারে।( স্বান্ত্বনা বাণী আমার জন্য)

অবশ্য বিভিন্ন পার্কের সুন্দর সুন্দর গাছতলায় কিন্তু এমন অনেক উদ্বাস্তু মানুষ দেখা যায়।
তেমন করেই ভেবে নিয়েন।
অনেক ধন্যবাদ আখেনাটেন।:)

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

আখেনাটেন বলেছেন: প্রেমের জন্য জায়গাটা রোমান্টিক কিন্তু পাগলের আবাসস্হল হিসাবে হাস্যকর হয়ে গেল মনেহয়, তাই না! -- কেন? কেন? শুনেছি প্রেমের পাগলেরা এরকম জায়গায় পছন্দ করে। ;)

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

মিথী_মারজান বলেছেন: মন্দ বলেন নাই।
পাগল বলে কথা।
পাগল তো পাগল-ই তাই না!
=p~ =p~ =p~

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নুরা পাগলার এহেন চরিত্র দেখে দুঃখ পেলাম। :||

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মিথী_মারজান বলেছেন: কেন???
নূরা পাগলা তো সত্যিকারের ভাল মানুষ।
সমস্যা তো মানুষরূপী ভন্ডদের নিয়ে।

অনেক ধন্যবাদ ভাইয়া।:)

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:


আপনার লেখার হাত খুব ভাল। কবিতা ভাল লাগল। শুভ কামনা রইল।


(এখন থেকে আপনাকে নিয়মিত অনুসরণ করবো,আরো লিখুন)

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

মিথী_মারজান বলেছেন: হায় হায়!
কি বললেন ভাইয়া!!!:-P
উৎসাহ পেলে ভাল লাগে তবে অনুসরণ করার মত লিখতে পারিনা তো!

কৃতজ্ঞতা অপরিসীম।
ধন্যবাদ রাশি রাশি...।:)

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১২

মলাসইলমুইনা বলেছেন: লেখার শক্ত,সুন্দর হাতের আমাদের প্রিয় ব্লগার : নিজের পছন্দে একটা লেখা লিখতে নিশ্চই আপনার খারাপ লাগবে না ? আর আমাদের সেটা খুব ভালো লাগবে সেটা আমি এখনই জানি | তাই আমি ভাবছি এটা একটা উইন উইন উইন সিচুয়েশন আমাদের আর ব্লগের জন্য | আপনার জন্য আমাদের মতো না হলে আরো অল্প ক'দিন দিন বেশি সময় দেয়া যেতেই পারে আরো একটা নতুন লেখার জন্য | না হলে আমাদের জন্য আবার শাস্তি হয়ে যাবে সেটা |

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

মিথী_মারজান বলেছেন: হা হা।
আরো লেখার জন্য উৎসাহিত করছেন, তাই না!
ভালই কাউন্সেলিং করতে পারেন দেখছি।:)

ওকে, ডান!
আমার আব্বুকে নিয়ে আমার একটা প্রিয় লেখা পোস্ট করলাম আপনার কমেন্টটি দেখার পর।

অনেক অনেক ভাল লাগা জানবেন।:)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

অন্তরন্তর বলেছেন: কবিতা বেশ হয়েছে। আপনার বাবার অসুস্থতার এক পোস্টে বহুদিন আগে মনে হয় কমেন্ট করেছিলাম। ভাল আছেন নিশ্চয়ই।
নুরা পাগলা নামটা দেখে বেশ নস্টালজিক হয়ে পড়লাম। অনেকদিন আগে রামপুরা টিভি সেন্টার এর পাশে নুরা পাগলার আস্তানা ছিল। রামপুরাতে থাকা হয় তাই তাকে দেখতাম সেই সাথে তার সাগরেদদের দেখতাম। অনেক লোক সেই আস্তানায় যেত। প্রায় ৪০ বছর আগের কথা বললাম। শুভ কামনা।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১১

মিথী_মারজান বলেছেন: কেমন আছেন আপনি :)
আমি ভাল আছি।
আপনার কথা আমার ঠিকই মনে আছে।
এতদিন পর আবার আপনাকে পেয়ে খুব ভাল লাগল।

হা হা।
পাগলদের মনে হয় নূরা নামটা বেশ কমন।
আমাদের এদিকেও একজন নূরা পাগলা ছিল।সেখান থেকেই নামটা ব্যবহার করা।
অনেক ধন্যবাদ আর শুভ কামনা।
ভাল থাকবেন। :)

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
হুমম,মানুষ তার খোলস বদলায় পারে কিন্তু তার চরিত্র কখনো বদলায় পারে না। :P আপনার ভিতরে এক অশেষ সুপ্ত প্রতিভার গন্ধ পাচ্ছি। স্বপ্নের ফেরিওয়ালা সবার ব্লগে যায় না, এখন আপনার প্রতিউত্তর পেয়ে ভাল লাগল। পরে আবার আপনার সাথে কথা হবে।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৩

মিথী_মারজান বলেছেন: তাহলে তো আমি সত্যিই ভাগ্যবতী।

অনেক ধন্যবাদ এত আন্তরিকতার জন্য।
কথা হবে,ইনশাল্লাহ্।
ভাল থাকবেন।:)

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

রাতুল_শাহ বলেছেন: হাতটা যদি অন্য নারীর হাতে থাকে, তাহলে করুণ পরিণতি কোনটা?
উনি কি নির্যাতিত নিপীড়িত?

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৩

মিথী_মারজান বলেছেন: নির্যাতিত নয়। ছেলেটি তার মত ভালই আছে।

এখানে মেয়েটা ছেলেটিকে পাগলের মাঝে যখন খুঁজে পায় তখন ভেবেছিল তাকে কষ্ট দেবার জন্য ছেলেটির এই করুণ পরিণতি হয়েছে। কিন্তু পরে ছেলেটিকে ভাল থাকতে দেখা যায়।ছেলেটার করুণ পরিণতি আসলে মেয়েটার একটা এক্সপেকটেশন ছিল এখানে।

ধন্যবাদ।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

রাতুল_শাহ বলেছেন: এ কেমন ভালোবাসা!!
করুণ পরিণতির প্রত্যাশা করে মেয়েটি পৈশাচিক আনন্দ পেতে চেয়েছে?

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

মিথী_মারজান বলেছেন: কবিতা ভালভাবে লিখতে পারিনা তা আমি সবসময়ই স্বীকার করি।
তাই হয়ত: আমি যা বোঝাতে চেয়েছিলাম সেটা ঠিকমত প্রকাশ পায়নি।
মেয়েটার কষ্ট,ভাবনা আর সেইসাথে কিছু বাস্তবতা তুলে আনতে চেয়েছিলাম।
পৈশাচিক আনন্দ প্রকাশ পাবে এমন উদ্দেশ্য ছিলনা।
এমনটা কেউ বুঝে থাকলে আমি দু:খিত।

ধন্যবাদ।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

রাতুল_শাহ বলেছেন: কবিতাটি সুন্দর.....
মেয়েটার কষ্ট বুঝা যায়।

এই রকম ঘটনা আমার রুমমেট বন্ধু আর সহপাঠিনীর মধ্যে হয়েছে কিনা, তাই ব্যাপারটা জিজ্ঞাসা করলাম।
দুজনের মানসিকতা চোখের সামনে দেখলাম, দেখছি।
একে অপরকে দোষারোপ করে ঠিকই, কিন্তু হালকা আবেগর উপস্থিতি থাকে।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

মিথী_মারজান বলেছেন: সবাই ভাল থাকুক এই কামনা করি।

ধন্যবাদ।:)

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: তবে একটা সময় পর শুধু ভাল মানুষেরাই কেবল ভাল থাকে - খুব ভাল লাগলো ৩ নং প্রতিমন্তব্যে দেয়া আপনার এ কথাটা।
ছেলেটার করুণ পরিণতি আসলে মেয়েটার একটা এক্সপেকটেশন ছিল এখানে। (১৭ নং মন্তব্য) - সেলফিশ এক্সপেকটেশন।
তবে কবিতা ভাল লেগেছে। + +

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা সহ মন্তব্য আর রিপ্লাইগুলোও এত সুন্দর করে পড়ার জন্য।
১৭নং মন্তব্যটিতে আমি যা বলতে চেয়েছিলাম সেটা আসলে ক্লিয়ার করে বলতে ব্যর্থ হয়েছি। সেলফিশ এক্সপেকটেশন না ঠিক,আমি আসলে আমার লেখার পয়েন্ট অফ ভিউটা ভালোমত প্রকাশ করতে পারিনি।
আমার ভাবনাটা এমন ছিল যে,মেয়েটি ছেলেটাকে খুব ভালোবাসে এবং দূরে গিয়েও সে ছেলেটিকে এমনভাবে ফিল করে যে সসে ভাবে,ছেলেটিও তাকে ছেড়ে ভালো নেই। এজন্যই মেয়েটি ফিরে এসে নুরা পাগলার মাঝে ছেলেটিকে খুঁজে পায়। তবে প্রতিটা সম্পর্কের দূরত্বেই কিছু অবহেলা,অভিমান বা কষ্টকর কিছু থাকে। আর সেজন্যই মেয়েটা নুরা পাগলার। করুণ পরিণতি দেখে নিজেকে একধরনের সান্ত্বনা দেয় ব্যাপারটা এমন যে,আমাকে যেমন কষ্ট দিয়েছো, সেজন্য এমন কষ্টকর জীবনই তোমার পাওনা।এটা একধরণের নিজেকে সুবোধ দেওয়ার মত করে বলা। পরমুহূর্তে আবার ছেলেটিকে অন্য কারোর সাথে দেখতে পাওয়াটাও আবার একটা অন্যরকম বাস্তবতা। আসলে জীবনে কোন কিছুই কারোর জন্য কখনো থেমে থাকেনা। জীবন বয়ে চলে সময়ের সাথে তার নিজস্ব গতিতে।

ধন্যবাদ।

২২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: "আসলে জীবনে কোন কিছুই কারোর জন্য কখনো থেমে থাকেনা। জীবন বয়ে চলে সময়ের সাথে তার নিজস্ব গতিতে" (২১ নং প্রতিমন্তব্য) - এটাই চরম সত্য, চরম বাস্তবতা।
ব্যাখ্যা দেয়ার জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৯

মিথী_মারজান বলেছেন: ফিরতি সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.