নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

রক্তিম নীলাভ চাঁদ

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭


আজ তুমি বদলে যেও চাঁদ।
গোলাপী রক্তিম আভা থেকে
প্রভাতী দিগন্তরেখার রঙে,
একমুঠো বাসন্তী রোদ গায়ে মেখে-
নেয়ে নিয়ো নাহয়
অপরাজিতার বেগুনী নীলে।
অবসান হোক তীব্র প্রতীক্ষার।
কতটা সময় বাঁধা পড়ে রবে
ধৈর্য্য শুভ্র চাদরে!
বেড়িয়ে এসো চাঁদ;
স্বপ্ন আবেশের নিবিড় ঝলকে।
ভুলেও ফিরেও চেওনা অহংকারী সূর্যটার পানে।
যতই ভ্রুকুটি করুক তোমায়-
নিজস্ব আলো নেই বলে,
যতই নিক্ষেপ করুক তোমায়-
শূন্যতার অতল গহবরে;
তুমি ভয় পেওনা চাঁদ।
মুচকি হেসে ফিরে তাকাও।
সাঁতরে ভেসে উঠে এসো।
ভুবনমোহিনী হাসিতে ভরিয়ে তোল দিগন্তরেখা,
রাতের আকাশের চারিধার।
চোখের নোনা বৃষ্টিজলকে কুয়াশার রঙে মিশিয়ে
ভালবাসার তুলিতে ছবি আঁকো।
রঙিন হও তুমি আরেকটি বার।
ভুলেও তুমি ভুলে যেওনা প্রিয় চাঁদ,
শত শত নক্ষত্রের মাঝে -
তোমারও আছে দু'চোখ ভরা স্বপ্ন!

স্বাগতম, প্রিয় রক্তিম নীলাভ চাঁদ।
পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে মোহিত করে তোল
তোমার ভুবনমোহিনী রূপে।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

করুণাধারা বলেছেন: আজকের বিশেষ চাঁদ দেখার কথা তো ভুলেই গেছিলাম। মনে করিয়ে দেবার জন্য অজস্র ধন্যবাদ মিথী মারজান।

এই চাঁদকে নিয়ে লেখা কবিতায় ভাল লাগা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ করুনাধারা আপু।
আশাকরি খুব সুন্দর করে চাঁদের পরিবর্তিত রূপ উপভোগ করবেন আজ।

ভাল থাকবেন।
হ্যাপি সুপার ব্লু বাড মুন। :)


২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

জনৈক অচম ভুত বলেছেন: কবিতা ভাল হয়েছে। যাই, রক্তিম নীলাভ চাঁদ দেখে আসি। :)

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মিথী_মারজান বলেছেন: ভুতেরাও চাঁদ দেখে বুঝি!
বাহ্! দারুণ তো!

চাঁদ মোবারক ভুত সাহেব।
মন্তব্যে ধন্যবাদ। :)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মনিরা সুলতানা বলেছেন: আক্ষরিক অর্থেই চাঁদের জন্য স্বাগত পত্র মিথীমনি !!!
নীল রক্তিম চাঁদের ভুবনমোহিনী রূপসুধা পানে এসো শুদ্ধ হই;ক্ষয়ে যাওয়া ভালোবাসা পূর্ণতা পাক চন্দ্রমায় চন্দ্রমাপ্রেমে ।

ভালোবাসা মিথীমনি ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মিথী_মারজান বলেছেন: আসুন আপু, মিলেমিশে একাকার হই আমরা এমন সুন্দর রূপসুধায়।
পূর্ণতা পাক আমাদের সকল ক্ষয়ে যাওয়া ভালবাসা।

অনেক অ-নে-ক ভালবাসা আপনাকেও আপু।
হ্যাপি সুপার ব্লু ব্লাড মুন। :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কুয়াশার রঙ- টার্মটা ভালো লাগছে। তবে শেষটা বেশি ড্রামাটিক লাগছে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

মিথী_মারজান বলেছেন: ওহ্!
আসলে আজকের চাঁদটাকে স্বাগত জানাতেই লেখাটা লিখলাম, তাই তাকেই উদ্দেশ্য করে কথাগুলো বলেছি।
এরপর থেকে আরেকটু সচেতন থাকবো লেখার সময় ভাইয়া।
গঠণমূলক সমালোচনা সবসময় শিরোধার্য।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যে।
ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। :)

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় নদীতো আত্মীয়, ভাবি নি আপনাকে এটা বলবো কিন্তু বললাম, আপনাকে ভুতে কিলাচ্ছে না কেন (মাত্রই এই মন্তব্যটা আপনার "জীবন যেখানে যেমন" -এ করতে যাচ্ছিলাম তখন নতুন কবিতাটা দেখলাম !)? ভুতে কিলানো না হলেও চমৎকার ! আপনি শিয়োরতো চাঁদ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে পৃথিবী মোহিত করতে চাচ্ছেন ? চাঁদের প্রণয়ী রূপের সাথে বিদ্রোহী রূপে আঁকাটা নতুন লাগলো ! মনে হয় ভালোই লাগলো | অনেক দেরি করে লেখার জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে একটা অনুযোগ করবো কি না তাই ভাবছিলাম | কিন্তু থাক, ভুবনমোহিনী চাঁদ বন্দনার কবিতা পড়ে সব অনুযোগ ভুললাম আর কবিতায় ভালোলাগা বললাম !!

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
আজ একটু অন্যরকম হয়েছে, জানেন!
ভুতকে কিলানোর সুযোগ না দিয়ে উল্টা নিজেই একটা চিমটি দিলাম ভুতকে!
(ভালোই করেছি, তাই না! হা হা)
চাঁদ আমার প্রাণের সখা। আমার শক্তিশালী হাতিয়ার।
আমি অবশ্যই চাই ওর সৌন্দর্যে আগুন লাগুক পৃথিবীর প্রতিটি কোণায়,সবার মনের গহীনে।
প্রত্যেকে মোহিত হোক প্রত্যেকবার আমার পরাণ বান্ধবের প্রতিটা রূপে!
আপনাকেও চাঁদ মোবারক প্রিয় নদীতো আত্মীয়।:)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: আজ হবে !!!
ঠিক এক সময়ে আমরা একসাথে চাঁদ কে ছুঁয়ে দেবো ।

তোমার নদীতো আত্মীয়ের কথা মত ভাগ্যিস তোমাকে ভূতে কিলিয়েছিলো :P :P
তাতেই না আমার ও ব্লগে ফেরা ।

অনেক অনেক ভালোবাসা ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

মিথী_মারজান বলেছেন: সন্ধ্যা বেলা ছাদ থেকে ঘুরে এসেছি আপু, চারপাশের উঁচু উঁচু বাড়িগুলোর ভীড়ে সেভাবে দেখতে পেলাম না।
একটু পর আবার যাব।
খুব ভাল হবে আপু, একসাথে সবাই মিলে ব্যপারটা দারুণ উপভোগ্য হবে।
নদীতো আত্মীয়কে কৃতজ্ঞতা আর ভুতটাকে আদর- আপনাকে ব্লগে ফেরানের জন্য।
ভালোবাসা.. ভালোবাসা... :)

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

আটলান্টিক বলেছেন: আহাহা আপু কি চমৎকার কবিতা লিখেছেন চাঁদ নিয়ে :)

আমারতো এখনই চাঁদ দেখতে মন চায়ছে।কিন্তু এই দূষিত শহরে কিভাবে দেখবো চাঁদ? :( :( :( নীল আকাশ পর্যন্ত এখন ঠিকমতো দেখা যায় না :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

মিথী_মারজান বলেছেন: দূষিত শহরের ধূসর আকাশেও ঠিক একইভাবে চাঁদ ওঠে ভাইয়া।
আর আপনি তো সুবিশাল আটলান্টিক!
আপনার কাছাকাছি তো চাঁদের সৌন্দর্য বহুগুণ বেশি।

একটু খু্জে দেখলেই আশেপাশের ফাঁক ফোঁকরে আকাশ আর চাঁদ দুটোই পেয়ে যাবেন আশাকরি।
ধন্যবাদ। :)

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

জাহিদ অনিক বলেছেন:


রক্তিম নীলাভ চাঁদ,
চাঁদ ব্যাপারটা বেশ ভালো। মানুষ চাঁদে গিয়েও দেখতে পেল না জোছনা কোথা থেকে ছলকে পড়ে।
চাঁদের দিকে তাকিয়ে মানুষ উদাস হয়;
আপনার আগের লেখাটাও (চন্দ্রোমোহিয়ান) ভালো ছিল বেশ ।
যে চাঁদ দেখতে জানে, চাঁদ নিয়ে ভাবতে জানে-- চাঁদের আখোরে লেখা থাক নাম।

আপনার জন্য একটাই গান মনে আসল, আমার প্রিয় নজরুল সংগীত;

চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে
ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।


অনেক অনেক সুন্দরকরে লিখেছেন চাঁদ নিয়ে মিথি আপু।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

মিথী_মারজান বলেছেন: ওহ! তাই যেন হয়!
চাঁদের আখোরে থাকতে পারলে সেটাতো হবে বিশাল পাওয়া!
আর চাঁদের সাথে গান!!!!
সে তো একেবারে সোনায় সোহাগা।
সুন্দর গানটিতে আমার তীব্র ভাললাগা রইল।
অনেক অনেক ভালোলাগা আপনার প্রতিটি শব্দে।
শুভ কামনা সবসময়ের জন্য। :)

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২

উম্মে সায়মা বলেছেন: চাঁদবন্দনায় ভালো লাগা মিথী আপু....
গানের একটা লাইন মনে পড়ল,
ওগো চাঁদ, ছেড়ে যেওনা......

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

মিথী_মারজান বলেছেন: অনেক অনেক ভালবাসা সায়মা আপু।
গানটা ঠিক মনে করতে পারছিনা তো!
খুঁজে হলেও আজ শুনে নেব আপু।
লেখা পড়ে গান মনে করার জন্য আরেকটু বেশি ভালোবাসা।
ভালোলাগা আর ভালোবাসা। :)

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

শাহিন-৯৯ বলেছেন: খুবই ভাল হয়েছে কবিতাটি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
গতরাতে চাঁদ দেখেছিলেন তো! :)

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২১

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগলো কবিতা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
নিশ্চয়ই ভাল আছেন।
চাঁদের কোমল শুভেচ্ছা।:)

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: চাঁদ নিয়ে এত সুন্দর কবিতা লেখা যায় জানতাম নাতো!
গতকাল নাকি সুপারমুন ছিল।ইচ্ছে ছিল দেখার কিন্তু একদম ভুলে গিয়েছিলাম।তাই আর দেখা হয়নি।
কি আর করা আবার যদি কোনদিন আকাশে সুপারমুন উঠে তখন না হয় দেখে নিব।
কবিতায় প্লাস।+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মিথী_মারজান বলেছেন: ওহ্ হো!
আপনিও তো আরেকজন চাঁদপ্রেমী।
জানতেন না এটা জেনে খারাপ লাগছে।
ওকে, নেক্সট টাইম আমি আপনাকে মনে করিয়ে দেব।
এমন সুন্দর করে অনুপ্রাণিত করার জন্য অনেক ভাললাগা ভাইয়া।
শুভ কামনা নিরন্তর...:)

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
সুরভী ভাবীকে সাথে নিয়ে সুপারমুন উপভোগ করেছেন নিশ্চয়ই।:)

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: নীল চন্দ্রালোকিত কবিতা।
মোহিত হলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয়।
গতরাতে চাঁদ দেখেছেন নিশ্চয়ই! :)

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




চাঁদ বন্দনা । যিনি নদীতেও দেখেন পুর্ণিমা , যে পুর্ণিমাকে আবার ভুলে ভালোবেসেও ফেলেন , দেড়শত বছরের পরে আবার ফিরে আসা সেই রক্ত-নীলাভ চাঁদকে দীর্ঘদিনের জমিয়ে রাখা ভালোবাসার অর্ঘ্য যে দিতেই হয় ।
তেমনই একটি অর্ঘ্য-কাব্য ।

আপনি রক্তিম নীলাভ চাঁদটাকে বদলে যেতে বলেছেন , আমিও গানের সুরে বলি -----
"ও চাঁদ সামলে রাখো জোছনাকে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি
উড়েও তো আসতে পারে ।
ঝলমল করিও না গো তোমার ঐ অতো আলো
বেশী রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো
মুখের ঐ উড়নিটাকে একটু রাখো
খুলোনাকো দোহাই... একেবারে !
এই সবে রাত হয়েছে এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে
সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে........... "

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মিথী_মারজান বলেছেন: ওয়াও!!!
কি সুন্দর গান!
মান্না দে!!!! (সেই সাথে আপনার গাওয়াটাও)

অনেক অনেক ধন্যবাদ গানটির জন্য।
আর আপনার কমেন্ট নিয়ে কোন কথা হবে না।
সবসময় এত সুন্দর করে বলেন কিভাবে!
অনেক ভালোলাগল আপনার উপস্হিতি।
কৃতজ্ঞতা আর মুগ্ধতা। :)


১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

আলোরিকা বলেছেন: চমৎকার রক্তিম-নীলাভ চাঁদ বন্দনা !! শুভ কামনা :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ আলোরিকা।
আলোরিকা!
বাহ্! কি সুন্দর নিক!

আপনাকেও শুভেচ্ছা।:)

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদ বরণ কাব্য সুন্দর হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি কিভাবে বরণ করলেন?
নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে!

পরিবার পরিজন নিয়ে সবসময় ভাল থাকুন।
শুভ কামনা সবসময়ের জন্য।:)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: চদ্র বিলাস কাব্যে !! :)



অসাধারণ লিখেছেন আপু ।
শুভ কামনা রইল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

মিথী_মারজান বলেছেন: শুধু কাব্যে না ভাইয়া।
মনন জুড়ে, জীবন জুড়ে আজন্ম এই বিলাসিতা আমার।

ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।
ধন্যবাদ।
আপনার জন্য আরো বেশি বেশি শুভ কামনা।:)

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

তারেক ফাহিম বলেছেন: ৫ বার পরেছি।

উচ্চস্বরে পড়েছি
বোঝার চেষ্টা করেছি।
অবশেষে কিছুটা বুঝেছি।

মন্তব্য ও প্রতিমন্তব্য পড়ে বাকীটুকু ক্লিয়ার হয়েছি।

আরও একটু সহজ ভাষায় হলে একবারেই বুঝতাম, যেহেতু কবিতা আমি কম বুঝি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মিথী_মারজান বলেছেন: হা হা।
পরীক্ষা দেবার মত করে পড়েছেন দেখছি!
টেক্সট বই কঠিন লাগে তাই গাইড বই পড়েে বুঝতে হল এমন অবস্হা।:-P

মনোযোগ কম ছিল মনে হয়।
আর তা না হলে গতকাল যে সুপার ব্লু ব্লাড মুন ছিল এই তথ্যটা আপনি জাানতেন না।
যাইহোক, ব্যাপার না।
এরপর থেকে আরেকটু সহজ লেখার ভাবনাটা মাথায় থাকবে।
তারপরও না বুঝলে কোচিং সেন্টারে ভর্তি হওয়া লাগতে পারে।


লেখাটি পড়ার জন্য এবং তা বোঝার চেষ্টা করার জন্য আপনি অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা।:)

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

উম্মে সায়মা বলেছেন: 'চুপি চুপি রাত' লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আপু। আরিজিৎ সিংয়েরটা শুনবেন :)
ভালোবাসা.....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

মিথী_মারজান বলেছেন: বেশ সুন্দর গান।
শুনলাম আপু।
অনেক ধন্যবাদ গানটি খুঁজে পেতে সাহায্য করার জন্য। :)
ভালোবাসা....

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

শেখ সাকিবুল ইসলাম বলেছেন: ভাল হয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ।:)

২২| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

খায়রুল আহসান বলেছেন: চিন্তার মৌলিকতাই আমার মতে এ কবিতার প্রধান আকর্ষণ। চাঁদের প্রতি কবি'র গভীর অনুরাগ দেখে মুগ্ধ হ'লাম। + +
৭ নং মন্তব্যটা পড়ে মনে হলো, আটলান্টিকের বুকে চাঁদের প্রতিফলন কতই না সুন্দর দেখাবে!
এবারেরটা ছিল "সুপার ব্লু ব্লাড মুন"। বছর কয়েক আগেও একবার শরত কালে একটা সুপারমুন এসেছিল। তখন আমিও সুপারমুন নিয়ে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতার শেষ দুটো লাইন ছিলঃ
যখন তুমি শুয়ে থাকো এই আমারই পাশে,
শয্যা জুড়ে সুপার মুনটা এইখানেতেই হাসে!

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি দারুন উপলব্ধির প্রকাশ আপনার লেখা লাইনদুটোতে!
মুগ্ধতারর ছড়াছড়ি তো এখানেই!
সম্পূর্ণ কবিতাটি ব্লগে দিয়েছেন কি!
না দিলে এবারের পূর্ণিমা তিথিটাই এই কবিতাটি পড়ার উপযুক্ত সময়।
অপেক্ষায় থাকবো কবিতাটি পড়ার।:)

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।
কমেন্টে যখন আপনার নিজস্ব কবিতার কয়েকটা লাইন শেয়ার করেন আপনি, এটা সবসময় আমার খুব ভালো লাগে।
চাঁদের প্রতি আমার ভালোবাসা সেই ছোটবেলা থেকেই।
চাঁদের দিকে তাকিয়ে স্নিগ্ধ জোছনায় হারিয়ে যেতে সমানভাবে ভালোবাসি আমি।
অনেক ধন্যবাদ জানবেন।
শুভ কামনা অফুরান।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.