নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রাচ্ছন্নতা

০১ লা জুন, ২০১৮ রাত ১১:৫৮



মন খারাপের ঝাঁপি খুলে দিয়ে নিঃসঙ্গ এক চাঁদ
প্রতিশোধের স্পৃহায় বাতাসে ছড়ায়
একরাশ উচ্ছৃঙ্খল জোছনা।
শূন্য ঘরের বদ্ধ জানালার কাঁচ ভেদ করে
হুড়মুড়িয়ে সে আলো গ্রাস করে নির্জনতার নির্মেঘ মন।
পিচ ঢালা হাইওয়ের ঠিক মাঝখানে
অযত্নে খুঁড়ে রাখা ক্ষত বিক্ষত গর্তের মত
নির্দোষ স্মৃতির যানবাহন অতিষ্ট এক জ্যাম বাঁধিয়ে
ঘন্টার পর ঘন্টা আটকে রাখে অতীতমুখী পথচারীদের।

সে গর্তের চেয়েও ঢের গভীর এক তল হীন কুয়ো
চাঁদ হয়ে গেঁথে আছে মন আকাশের বুকে।
কেউ কেউ শখের বশে খনি ভেবে ঝাঁপ দেয় সেখানে
মুক্তো-মনির খোঁজ করে করে ঘোলা পানিতে ক্লান্ত হয়,
অথচ তারা সমুদ্রের নীলে পা ভিজিয়ে
ঝিনুক খোঁজেনি কখনো।
চাঁদের হলদে আলোয় -
নীল সাগরের চঞ্চল ধূসর ঢেউ
প্রবল উন্মত্ততায় আছড়ে পরে
সুদূর অতীত থেকে ভেসে আসে বর্তমানের খেলাঘরে।
বহমান নদীর মত প্রবাহিত স্মৃতি,
আশ্রয়েের শেষ সন্ধানের খোঁজে মেশে হৃদয় মোহনায়।
সেলুলয়েডে বন্দীফিতার অস্পষ্ট ছবির মত
চেনা গড়নের সব অচেনা মুখের কলাকুশলীরা,
মাঝরাত কাঁপিয়ে উন্মাতাল প্রদর্শনের মঞ্চ মাতিয়ে
চুরমার করে ভেঙ্গে ফেলে রাতের ভুতুরে নির্জনতা।

সদ্য ঘুম ভাঙা দিকভ্রষ্টেরা আর্তস্বরে চিৎকার করে বলে -
কে কোথায় আছো?
দয়া করে বন্ধ করো এসব!
আঁটঘেটে বন্ধ করে দাও
নষ্ট চাঁদটার মন খারাপের ঝাঁপি!
মেঘের সাথে মিলিয়ে গাঢ় ছাই রঙা চাদরে
চাঁদটাকে কেউ ঢেকে দিয়ে যাও প্লিজ!
নয়তো কালচে কাপড়ে বেঁধে দাও আমার এ দুটি চোখ
তবু মলিন কাফনে জড়িয়ে আমাকে ঠেলে দিওনা চন্দ্রলোকের গুহায়!

ব্যতিক্রম আজ শুধু -
রোজকেরে তামাশায় অতিষ্ট নির্ঘুম মূর্ত মানবী।
উদ্ধারকাজে এগিয়ে আসা স্বৈরাচারী সঙ্গীর দিকে তাকিয়ে
সাহসী দৃঢ় কন্ঠে সে প্রতিবাদ করে বলে ওঠে -
ভুলেও আজ কাছে এসোনা প্রিয়তম!
তোমার শরীরে, তোমার নি:শ্বাসে মিশে আছে যে জোছনার কপটতা;
সে মিথ্যে আলোতে মোমের মত গলিয়ে পুড়িয়ে
আমাকে নি:শেষ করার সাহস করোনা তুমি!

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


অনুভুতিগুলো রূপ পেয়েছে, আকৃতি পেয়েছে, বর্ণিল হয়েছে, শক্তিশালী হয়েছে

০২ রা জুন, ২০১৮ রাত ১২:২৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ চাঁদগাজী সাহেব।
প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো।
(তার চেয়েও বড় কথা বকা খাওয়ার ভয় কাটলো) :p
লেখাটি পড়ে একটি সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।:)

২| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:২২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যদিও কবিতা অতটা ভালো বুঝি না। তারপরও ভালো লেগেছে।

০২ রা জুন, ২০১৮ ভোর ৪:০৮

মিথী_মারজান বলেছেন: বুঝতে না পারার পরেও যে একটু ভালোলেগেছে আপনার কাছে এটাই আমার জন্য সান্ত্বনা ভাইয়া।
কষ্ট করে লেখাটি পড়ে আবার কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।:)

৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:৩১

শায়মা বলেছেন: চাঁদ আর জ্যোস্নাকন্যার কাব্য।

০২ রা জুন, ২০১৮ ভোর ৪:১৪

মিথী_মারজান বলেছেন: হুম, আপু।
একদম ঠিক।
জোছনার উন্মত্ততায় আচ্ছন্ন কোন কন্যার নিজস্ব কাব্য এটা।
ভালোবাসা আপুনি।
খুব সুন্দর থাকুন সবসময়।
শুভেচ্ছা।:)

৪| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চন্দ্র, চন্দ, চঁাদ, সবার এতো পছন্দ কেন হে??
শিখা আপা আজকে কেমন ঝাক্কাস একটা পোস্ট দিয়েছে!
আর লেখক? রাতের বেলায় দাঁত ভাঙা কবিতা?:(

বি. দ্রঃ অনুগ্রহপূর্বক কবিতাটির সারমর্ম লিখুন!

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০০

মিথী_মারজান বলেছেন: ডিয়ার বন্ধু
দাঁতের জোর এত কম হলে চলবে!!!:(
সৃজনশীল সিলেবাসে আপনি আসলেই একটা লাড্ডুগুড্ডু।B-)
আচ্ছা, একটু চেষ্টা করি বলতে -
ব্যাপারটা হচ্ছে এমন, আমার মত যারা জোছনা বিলাসী, মননে যাদের চাঁদের সাথে বসবাস। মন খারাপের রাতগুলোতে তারা আরো বেশি চন্দ্রাচ্ছন্ন হয়ে ওঠে। স্মৃতি, ভালোবাসা, দু:খ, আনন্দ মোট কথা আবেগের তোরে ভেসে চলার একটা গল্প এটা। জীবনপথে অভ্যস্ত সুখী যেসব মানুষেরা রুটিন মেনে জীবন যাপন করে, সময়মত ঘুমায়/জাগে, কোন মন খারাপ যাদের কখনোই স্পর্শ করেনা, তারা প্রকৃতির মন খারাপে বিচলিত হয়ে যায় তবে জয় করতে পারেনা। আর যারা খানিকটা কষ্টবিলাসী, বলতে পারেন নিপীড়িত, ভীতু কিম্বা অসুখী রাত জাগা পাখি - মাঝে মাঝে নি:সঙ্গতার রাতে জোছনার পরশমনি হৃদয়ে মেখে তারা একসময় অন্যরকম হয়ে ওঠে। নিজের মত আরেক নি:সঙ্গ সঙ্গী চাঁদটাকে আপন ভেবে তাদের মনের জোর, সাহস কেমন করে যেন বহুগুন বেড়ে যায়। আর তখনি বেরিয়ে আসে তাদের ভেতরের আত্ম-সম্মানবোধ এবং সাহস পায় টিকে থাকার অধিকারের লড়াইয়ের।

ঠিক মনেহয় বোঝাতে পারলাম না তবে এমনই একটা থিম নিয়ে কিছু একটা লিখতে চেয়েছিলাম।
আর সারমর্মটাও যে আপনার মাথার উপর দিয়ে যাবে, সেটাও বেশ বুঝতে পারছি। :|

শিখা আপুর মজার লেখাটা দেখেছি তো!
আপু যেন কার জন্য জালিবেত নিয়ে রেডি থাকে সবসময় সেটাও দেখলাম।=p~
আহারে!!!
হা হা হা।:P


৫| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আগের কবিতাগুলোর চেয়ে এটা একটু ব্যতিক্রমী লাগল। আপনি নিজের মনের ভাবনার ছায়া কবিতায় ফেলতে চেয়েছেন ঠিক কিন্তু অনেক পাঠকের জন্য বোঝাটা একটু কঠিন হবে বলেই আমার মনে হয়। আপনার কবিতাগুলো সবসময় সুখপাঠ্যই হয় তবে এটা আমার কাছে একটু ব্যতিক্রমই লেগেছে। তারপরও সুন্দর! শুভকামনা!

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১১

মিথী_মারজান বলেছেন: কিভাবে যেন একটু অন্যরকম লিখে ফেললাম এবার।
দিন দিন মনেহয় চিন্তা ভাবনাগুলো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে।
ঘোরের মাথায় লিখে ফেলেছি এতটা যে কঠিন হচ্ছে খেয়াল করিনি ভাইয়া।
তারপরও কষ্ট করে পড়ে, ভালোলাগা প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার জন্যও শুভ কামনা মাননীয় সম্রাট।:)

৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১:০১

হবা পাগলা বলেছেন: বড়ই সুন্দর কবিতা, সুভকামনা রইল।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৪

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ হবা পাগলা।
আমার ব্লগে স্বাগতম।
আপনার জন্যও আমার শুভ কামনা রইলো।:)

৭| ০২ রা জুন, ২০১৮ রাত ১:০১

মনিরা সুলতানা বলেছেন: মন কেমন করা লেখা-
সব সময়ের মত ভালোলাগা!

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:১১

মিথী_মারজান বলেছেন: মন একটু কেমন না করলে চন্দ্রাচ্ছন্ন হওয়া যায়না আপু।
আর, আমার মন আপুটারও যে চন্দ্রাভিলাস আছে সে তো আমি জানিই।:)

লাভ ইউ মাই ডিয়ার মন আপু।:)

৮| ০২ রা জুন, ২০১৮ রাত ২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়ে মনে ভিতরে টেলিকাইনেসিসের প্রভাব শুরু হয়ে গেল!
যেন একদম শূন্য এ ভাসতে শুরু করে দিলাম !! অসাধারণ কবিতা লিখেছেন!!

কবিতার ভাব বা তাৎপর্য অনেক গভীরের,
রুপক অর্থ দিয়ে,এ যেন জীবন্ত বাস্তবিক কল্পনা প্রতিছবি!! :P







০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:১৭

মিথী_মারজান বলেছেন: ওয়াও! ভাইয়া!!!
এত সুন্দর করে (পাম দিয়ে) কমেন্ট করলেন এখন না আমি নিজেই শূন্যে ভেসে চলে যাই।
হা হা হা।

কবিতা পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ।
(আপনার কমন রিপ্লাই এপ্লাই করলাম) :P
অনেক অনেক শুভ কামনা ভাইয়া থুক্কু! কবি সাহেব।:)

৯| ০২ রা জুন, ২০১৮ রাত ২:৪০

ওমেরা বলেছেন: আপু কমেন্ট করব কি ভাবে কবিতা তো কিছু বুঝি নাই ।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৩

মিথী_মারজান বলেছেন: ওরে! আপু রে!
থাক্ না!
বুঝতেই যে হবে এমন কোন বাধ্যতামূলক কড়াকড়ি নেই তো!
কবিতা তো এক ধরণের ধাঁধাঁ আপু।
তবে মজার কথা হলো এর কোন ধরাবাঁধা উত্তর নেই।
পাঠক যে মুডে পড়বে সেভাবেই এটার উত্তর বের হবে এবং প্রতিটা উত্তরই যার যার ভাবনা থেকে সঠিক।:)

চাইলে ৪নং রিপ্লাইয়ে নিজাম ভাইয়াকে করা কিম্ভুতকিমাকার সারমর্মটা দেখে নিতে পারেন।
শুভেচ্ছা নিরন্তর।:)

১০| ০২ রা জুন, ২০১৮ রাত ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
কবিরা সুন্দর বললে লেখালেখির কিছুটা উৎসাহ বেড়ে যায়।
শুভেচ্ছা জানবেন।:)

১১| ০২ রা জুন, ২০১৮ রাত ২:৪৫

মাহমুদ আল ইমরোজ বলেছেন: এই প্রথম আপনার লেখা পড়লাম, ফলাফল সাথেই সাথেই ক্রাশ খেলাম...অনেক ভালো লেগেছে....আপনার আরো লেখা চাই...

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৫

মিথী_মারজান বলেছেন: ক্রাশ খাওয়াটা বর্তমান সময়ে বিরাট ক্রেজ।
ইয়ং ছেলেপেলে বুঝে না বুঝে সমানে খেয়ে যাচ্ছে শুনি।
আফসোস! কোনদিন খেয়ে দেখা হলোনা!:(
হা হা হা।
মজার মন্তব্যে অনেকক্ষণ হাসলাম ভাইয়া।

ব্লগে যতদিন আছি টুকটাক লেখার চেষ্টা করবো।
তখন আবার হয়ত: আপনার সাথে দেখা হবে।
সেই পর্যন্ত সঙ্গেই থাকুন।:)

১২| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:০০

মিথী_মারজান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন, সুন্দর থাকুন।
শুভ কামনা।:)

১৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! চমৎকার কবিতা আপু। কি দারুন শব্দ চয়ন

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:০২

মিথী_মারজান বলেছেন: ওয়াও!
ফুলঝুরি যে!!!
খুব ভালো লাগলো আপনাকে পেয়ে।
অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা।:)

১৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৪

উম্মে সায়মা বলেছেন: অনেক সুন্দর আপু! এই কবিতাটা আপনার অন্য কবিতাগুলো থেকে একটু অন্যরকম হয়েছে।
ভালোবাসা আপু :)

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:০৬

মিথী_মারজান বলেছেন: ইচ্ছা করেই এবার একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি আপু।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালোবাসা অফুরন্ত ডিয়ার কিউটি আপু।:)

১৫| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ম্যান?
সুন্দর প্রতিউত্তর আর জালি বেতের লোভেই তো আপুর পেজে ঘুরঘুর করি!!:P
র ও ড় এর বিভ্রাটঃ
১. শিখা ড়হমান
২. মিথী মাড়জান :D

সারমর্মসহ ঐতিহাসিক প্রতিউত্তরের জন্য ধন্যবাদ!;)

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৩

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ দিতে হবে না।
বন্ধুদের জন্য আমার ব্লগ সবসময়ই উন্মুক্ত।

আর, শুধুমাত্র সুন্দর প্রতিউত্তর আর জালিবেত কিন্তু!
শিখা আপুর ব্লগে এই দুইটা অবশ্যই আপনার।
তবে ভুলেও কোনদিন আদর ভালোবাসার লোভে শিখা আপুর ব্লগে যাবেন না।
সবসময় মনে রাখবেন, শিখা আপু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।
আর সেখানটায় নো ভাগাভাগি।B-)

র ও ড় বিভ্রাট!
মিথী মাড়জান!!!!X(
এই রোজা রমজানের দিনে শেষ পর্যন্ত আমাকে ভাতের মাড়ের জান বানিয়ে দিলেন!!!B:-)
আপনি পারেন ও ম্যান!!!! =p~=p~

১৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৯

জাহিদ অনিক বলেছেন:
চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি !

চাঁদ নিয়ে আআপনার লেখাগুলো পড়ে আমার এমনই মনে হয়, আমরা যেন আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিতে চাই।
ব্লগে চাঁদ নিয়ে আপনার কবিতাগুলো পড়ে আমার অন্তত একটা কনফিউশন দূর হয়েছে যে, যাক বাবা ! ভুলেও চাঁদ নিয়ে কিছু লিখতে যাব না। লিখলে যদি সেটা মিথী আপু পড়ে তাহলে সে মনে মনে হাসবে।

উপরের মন্তব্যে দেখলাম চাঁদগাজী লিখেছেন, অনুভুতিগুলো রূপ পেয়েছে, আকৃতি পেয়েছে, বর্ণিল হয়েছে, শক্তিশালী হয়েছে।
চাঁদ নিয়ে লেখায় চাঁদগাজীর এমন জোড়ালো বক্তব্যের পর আর কোন সমালোচনা চলে না। আমরা বরং আলোচনা করতে পারি চাঁদ কি জানে তাঁকে নিয়ে যে এত কবিতা লিখে চলছেন আপনি ? নিশ্চয়ই জানে না।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:২৫

মিথী_মারজান বলেছেন: যখনই যাকে ভালোবেসেছি, কখনো চিৎকার করে জানানোর প্রয়োজন মনে করিনি ভাইয়া।
ভালোবেসেছি তো নিজের জন্য।
বেশি জানালে বেশি সমস্যা, অহঙ্কার বেড়ে যাবে তখন।
তাই নিজের মত করেই ভালোবাসতে ভালোবাসি আমি।
তবে, চাঁদ নিয়ে আমার ফ্যান্টাসি ছোটবেলা থেকেই একটু বেশি।

চাঁদ নিয়ে আপনি যে কত ভালো লিখেন সেটার প্রমাণ আমার ব্লগের প্রিয়তেই জমা আছে, তাই আর বেশি কিছু বললাম না।
চাঁদগাজী সাহেবের মন্তব্যটা আমার জন্য বাড়তি পাওনা।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া আমার।
শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।:)

১৭| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:২৫

শিখা রহমান বলেছেন: মিথীমনি দুর্দান্ত কবিতা। তোমার যতোগুলো কবিতা পড়েছি তার মধ্যে এটা সবচেয়ে ভালো লেগেছে। শেষের দিকে এসে যখন কবিতা প্রতিবাদী হয়ে উঠেছে সেই লাইনগুলো, বিশেষ করে শেষের চার লাইন দারুন লেগেছে।

তুমি কষ্ট করে কবিতার সারমর্ম লিখেছো দেখলাম। কবিদের সময় খুব মূল্যবান। এর পরে সারমর্ম লিখে সময় নষ্ট না করে জালিবেতের কাছে পাঠিয়ে দেবে। :P

এত্তোগুলো আদর আর ভালোবাসা খুব প্রিয় মিষ্টি প্রতিবাদী কবিকে। ভালো থেকো আর ভালোবেসো।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৪

মিথী_মারজান বলেছেন: অনেক ভালোবাসা আপু।
আপনার ভালোলেগেছে জেনে খুব ভালো লাগছে।
এত্ত পঁচা লিখে যে মাঝেমাঝে সারমর্ম সহই দিতে হয়।
নেক্সট টাইম সরাসরি আপনার কাছে পাঠাবো।
কিন্তু আপু, জালিবেতের পাশাপাশি ভুলেও ভালোবাসার ভাগ দেয়া যাবেনা কিন্তু!
আমার জন্য আপনার আদরের ভাগ কম পড়লে কিন্তু আমি কিছুতেই সহ্য করতে পারবো না।:)

অনেক অনেক ভালোবাসা প্রিয় জারুল ফুল আমার।
আপনিও সবসময় অনেক বেশি ভালো থাকুন।:)

১৮| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
চাঁদের কবিতায় মন্তব্য করে, মনের ভিতরে চাঁদের মত ঝলমল করছিল;
এখন প্রতিউত্তর পেয়ে মনে ভিতরে অমাবস্যা শুরু হয়ে গেল ।। :(

আপনি হলিউড এর মার্ভেলের কোনো চরিত্রের মতো সুপার হিউম্যান হয়ে যেতে পারবেন। ঠিক তেমনি সুপার হিউম্যান কবি গুণ আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আপনার বাকি কবিতার চেয়ে এ কবিতাটা শতগুণে ভালো লিখেনে। শুধু এতোটুকু বোঝাতে চেয়েছি; এতে পাম দেখলেন কই ?? তেব্র ফতিবাদ ।। =p~

টেলিকাইনেসিস এ বিদ্যা নিয়ে আর আলোচনা না করি, এটা শিখতে গেলে এক টানা বিশ বছর সাধনা করতে হয়।। ;) :P

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

মিথী_মারজান বলেছেন: শান্ত! শান্ত! ভাইয়া।
কোন প্রতিবাদ প্রতিরোধ নয়।
আমি তো সব বুঝেও একটু ঢং করেছি আপনার সাথে।:P
নিজের সুনাম শুনে তো আর সরাসরি গদগদ হওয়া যায়না, বোঝেন না!;)
হা হা।
আর, টেলিকাইনেসিস বিদ্যা তো আমার জানাই আছে!:p
ইনফ্যাক্ট সব ব্লগার আর কবি সাহিত্যিকদেরও জানা।
দ্যাখেন না, সামান্য কলমে লেখা কয়েকটা শব্দ দিয়েই কেমন নিমেষে স্পেলবাউন্ড করে ফেলতে পারে সবকিছু!

প্রতিবাদী মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ভালো থাকুন, সুন্দর থাকুন সবসময়।:)

১৯| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,



আপনার এ কবিতাটি পড়তে পড়তে নিজের অপ্রকাশিত একটি কবিতার কথা মনে পড়লো । তার শুরুর কিছু লাইন ---

নিশীথ রাতের চাঁদে এক থুত্থুড়ে বুড়ী সুতো কাটে
সচল চরকার চাকা তার যোজন বছর ধরে
রেশম পোকার মতো বুনে চলে গুটিগুটি
পান্ডুলিপি এক, গল্পের তরে ।


মিলিয়ে দেখলুম, আপনিও এক গল্পের পান্ডুলিপি খুলে বসেছেন ।
তবে আপনার আগের কবিতাগুলোর মতো এটা তেমন দোলা দিয়ে যায়নি ছন্দময়তার ঘাটতির কারনে । সম্ভবত দীর্ঘ লেখায় তাড়াহুড়ো করেছেন বলে এমনটা হয়েছে । অবশ্য শব্দচয়ন আর দৃশ্যকল্প চমৎকার, বলতেই হয়।

শুভেচ্ছা জানবেন ।


০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৩০

মিথী_মারজান বলেছেন: বাহ্!
আপনার অপ্রকাশিত সুন্দর কবিতাটি মনে গেঁথে গেলে।
জলদি দিয়ে দিন ব্লগে,সবার মন ছুঁয়ে যাবে নি:সন্দেহে।:)

আপনি সবসময় একজন গুনী পাঠক অবশ্যই ভালো পর্যবেক্ষক। কেমন একটু অস্হিরতা আসলেই ছিলো এটা লেখার সময়।খুব সত্যি কথা বলেছেন, ছন্দময়তার ঘাটতি। লাইনগুলে একটু দীর্ঘ এবং খানিকটা যে অগোছালো এই খুঁতখুঁতে বোধটা আমার ভেতরেও কাজ করছিলো।
আমি আপনার গঠণমূলক সমালোচনাকে শ্রদ্ধা করি।
পরবর্তীতে সচেতন থাকবো ইনশাআল্লাহ্।
অনেক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ।:)

২০| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"ভুলেও কোনদিন আদর ভালোবাসার লোভে শিখা আপুর ব্লগে যাবেন না।"
:(:(:(
লেখক কি হিংসুক রে বাবা!!!B:-)
ভালোবাসাতে তার এত কৃপণতা কেন???:(
তার কি ছেলে মেয়ে নেই? সে কি বোঝে না, যতোগুলো সন্তানই থাকুক মায়ের ভালোবাসায় কোন কমতি হয় না!!:(

দুঃখের গানাঃ
সবাই তো ভালবাসা চায়
কেউ পায়, কেউবা হারায়:(
তাতে অভাগার কী আসে যায়....:(


বি. দ্রঃ সামুর সব লেখকরা আমাকে আনলিমিটেড মন্তব্য করার অনুমতি প্রদান করুক!!

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০৩

মিথী_মারজান বলেছেন: ইশ্!!!
নকলবাজ আসছে আমাকে বোঝাতে!!!=p~
মায়ের ভালোবাসার এই কথাগুলোই একবার শিখা আপুই আপনাকে বলেছিলেন না!
হা হা হা।
হুম, আমি একটু হিংসুটে বটে! তবে পরে আবার ভুল বুঝতে পারি।
আপনি নিজেও ভালো করে জানেন, আপু আপনাকে কতটা স্নেহ করেন।
এদিকে আপুকেও কানেকানে বলে রেখেছি, শুধু আমার ভাগটারদিকে স্পেশাল খেয়াল রাখতে।B-)

বি.দ্র: সবার কথা তো বলতে পারছিনা! তবে আগেও বলেছি, এখনো বলছি - বন্ধুর জন্য আমার ব্লগ দুয়ার সবসময় উন্মুক্ত।:)


২১| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩৫

সনেট কবি বলেছেন: ভালো লাগল।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৫১

মিথী_মারজান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
ভাল থাকুন, সুন্দর থাকুন।:)

২২| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৫০

আখেনাটেন বলেছেন: বেশ অাবেগী কবিতা। বিশেষ করে শেষের কয়টা লাইন মনে হচ্ছে যত্নকরে গুছিয়েছেন।

তবে কোথাও মনে হচ্ছে একটি বেদনার কালো রেখা দেখলুম। কবি কি কোনো কারণে ক্লান্ত?

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:০২

মিথী_মারজান বলেছেন: বাহ্!
লেখার পাশাপাশি লেখককে বুঝতে চাওয়ার চেষ্টা!
আমার লেখার ধাঁচটাই একটু মন খারাপের হয় ভাইয়া।
আর চলার পথে মাঝে সাঝে কে-ই বা ক্লান্ত না হয় বলুন!:)

লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।:)

২৩| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

শেখ সাদী মারজান বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা রইলো ।

০৬ ই জুন, ২০১৮ রাত ৩:৪৮

মিথী_মারজান বলেছেন: হ্যালো মারজান!
বাহ্!
বেশ ভালো লাগলো আপনাকে পেয়ে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
ভালো থাকবেন।:)

২৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:১৫

মীর সাজ্জাদ বলেছেন: শব্দচয়ন খুবি নিখুত এবং অনেক বেশি সুন্দর হয়েছে।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৫

মিথী_মারজান বলেছেন: সুন্দর কমপ্লিমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।:)

২৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম ++

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৭

মিথী_মারজান বলেছেন: আপনি নিজেই যা দারুণ লিখেন!
আপনার মুগ্ধতা মানে অনেক কিছু।
অনেক ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ।
ভালো থাকবেন।:)

২৬| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

কাওসার চৌধুরী বলেছেন: আপু এখানে আপনার জন্য একটি সারপ্রাইজ আছে।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

মিথী_মারজান বলেছেন: সারপ্রাইজ্ড হওয়ার চেয়েও সত্যি বলতে বেশি লজ্জা পেয়েছি ভাইয়া।
এতোটা ভালোবেসে কৃতজ্ঞতার বাঁধনে জড়িয়ে ফেলেছেন।
ধন্যবাদ দিলে মনেহয় ছোট করা হবে আপনাকে।
প্রাণভরা দোয়া রইলো আর সেইসাথে কৃতজ্ঞতা।
আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ!
সবসময় ভালো থাকুন।
আর অবশ্যই সামুর সাথেই থাকুন।
শুভ কামনা নিরন্তর। :)

২৭| ১২ ই জুন, ২০১৮ ভোর ৫:১১

জাহিদ অনিক বলেছেন:


এই মহান ব্লগে সাত সাতটি বছর কাটিয়ে দেয়াতে আপনার জন্য রইলো প্রাণপঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
ফুলেল শুভেচ্ছা B-) ;) ;)

ভালো থাকুন মিথী আপু, কবিতা লিখুন জলদি--- সেই কবে একটা কোবতে দিয়েছেন !

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০

মিথী_মারজান বলেছেন: ঐটা সার্টিফিকেটের বয়স ভাইয়া।:p
রেজিস্ট্রেশনের সাত বছর পূর্ণ হলেও এর মাঝে পুরা পাঁচ বছর আমার লগ ইন-ই করা হয়নি সামুতে।
আগে পরে মিলিয়ে টেনেটুনে দুই বছর সামুতে নিয়মিতভাবে অনিয়মিত আমি।
প্রিয় ভাইয়ার অভিনন্দন আর ফুলেল শুভেচ্ছা প্রাণভরে গ্রহণ করলাম।

আর, এ্যাই! আমি কি ফেমাস কবি জাহিদ অনিক নাকি যে কি বোর্ডে হাত রাখলেই কবিতা আপনমনে খেলা করে যায়!!!
হা হা।
অনেক ভালোবাসা ছোট্ট ভাইয়া আমার।
চেষ্টা করবো টুকটাক লিখতে আর সেগুলো পড়িয়ে বিরক্ত করতে।:)


২৮| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:০৯

ম্যাড মাক্স বলেছেন: অসম্ভব সুন্দর কবিতার সাথে অসাধারণ শিরোনাম!

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাড ম্যাক্স।
এত সুন্দর করে বলার জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
শুভ কামনা রইলো।:)

২৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: ঘোরের মাথায় লিখে ফেলেছি - কবিতাটা পড়ার সময় এ কথাটাই আমিও ভাবছিলাম, কারণ এ ধরণের কবিতা অনেক সময় আমিও এভাবেই লিখে থাকি।
এক কথায় অসাধারণ!
প্রথম মন্তব্যটার পরে আর কোন কথা নেই, শুধু নবম প্লাসটা যোগ করা ছাড়া।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:২৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য।
আসলে, আমার মনেহয়, ঘোর ছাড়া কবিতা আসেনা।
সবসময় এত সুন্দর করে অনুপ্রাণিত করেন আপনি!
মনটা ভরে যায়।
কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা।:)

৩০| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

নীলাদ্রী হীমান বলেছেন: তর্জনী উঠিয়েই যদি বলতে হয় আমাকে পোড়ানো সাহস করো না,তখন কিন্তু সাহস বহুগুনে বেড়ে যায়। এমন দারুন লিখেন আপনি। এমন দারুন করে উৎসাহ দিতে পারেন। কপট চাঁদের আলোয় যখন এত ঘৃণা তবে কোন এক চন্দ্রগ্রহনের রাতে কথা হবে বলে দিলুম। চাঁদটাকে লুকিয়ে থাকার আনন্দে আপনার উচ্ছাস দেখা যাবে। হা হা হা , , , ,

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

মিথী_মারজান বলেছেন: চাঁদের আলোকে ঘৃণা নাতো নিলাদ্রী!
আমিতো অলওয়েজ চাঁদের আলোতে বোহেমিয়ান হয়ে যাওয়া একজন চন্দ্রমোহিয়ান।
চাঁদের বুড়ির এ্যাসিস্টেন্ট।
হা হা।
এই লেখাতে চাঁদেের প্রতি ঘৃণা ছিলোনা এক ফোঁটাও।
তবে একটু ভাবের লেখা তো, আর বেশ বড়।
তাই খেই হারিয়ে যায় পড়তে পড়তে।
ব্যাপার না!:)
আপনার মত কাব্যিক মানুষের সাথে পূর্ণিমা বা অমাবস্যা থোরাই কেয়ার করি!
কথা জমবে সবসময়, প্রাণের উচ্ছাসে।
ভালো থাকবেন নিলাদ্রী।
খুঁজে পেতে হাবিজাবি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.