নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের শোকগাথা

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯



কেউ কেউ চলে গিয়েও
রয়ে যায় ঘাসে; শিশিরের কান্নায়,
নাহয় স্বচ্ছ ফড়িং ডানায়।

আকাশে নেই, বাতাসে নেই...
নেই আর্ত চিৎকার কিম্বা নিগূঢ় নীল মৌনতায়।
দূর আকাশের সপ্তর্ষিমন্ডলের আহাজারিতে মন ভিজিয়ে
শূন্যতায় আঁকি তেমনই এক প্রশ্নবোধক চিহ্ন।
আমাদের ছেড়ে তুমি কোথায় আছো জুঁথী???

যাবার সময় -
চলে গেছ দস্যুবেশে।
গৃহকর্তাকে নি:শেষ করে -
ঠিক যেভাবে সর্বস্ব লোটে দুর্ধর্ষ ডাকু সর্দার।
আড়চোখে একটিবারও ফিরে দেখনি
পেছনটায় কতটা লন্ডভন্ড!
তছনছ ঘর-দোর,
থমথমে গেরস্হালী,
শোকাহত গৃহকর্ত্রীর স্তব্ধ শূন্যদৃষ্টি।

মহাকালের কোল থেকে ছিনিয়ে নিতে
প্রতিমুহূর্ত তোমায় আমি তন্ন তন্ন করে খুঁজি।
কোথাও নেই তুমি!
সবাইকে ধোঁকা দিয়ে
এভাবে কেমন করে পালিয়ে যেতে পারলে!
সবকিছু ছিনিয়ে,দস্যি ঘোড়া ছুটিয়ে
সকলকে নি:স্ব করে কেন চলে গেলে জুঁথী???

দিনশেষে খতিয়ান ভালো করে মিলিয়ে দেখ-
হিসেবের গড়মিলে কতটা হেরে গেছ তুমি!
নিয়ে যাবার ছল করে
সবকিছু ফেলে গেছ ভুলে।
হৃদপিন্ডের বিদীর্ণ অংশ ছাড়া
আমাদের আর কিছুই যে নেই তোমার সাথে।
শত সহস্র আবেগ ভাঙা কাঁচে পা মাড়িয়ে
আলতা রাঙা পায়ে হেঁটে গেছ দিগন্ত পেরিয়ে।
ছিন্ন ভিন্ন পাঁজরের হাড়গুলো
অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছো
ঘরের মেঝেতে, চলতি পথের বাঁকে।
বিদায়ী পদছাপে তারা প্রতিনিয়ত অনুসরণ করে
ঊষর হৃদয় থেকে তোমার সমাধীস্হল পর্যন্ত।

ফিরে এসে একবার ছুঁয়ে দাও আমায়!
সোনার কাঠি, রুপোর কাঠি কিম্বা জাদুর কাঠিতে নয়;
তোমার বাঁশরী আঙ্গুলের সুরের লহরীতে
ঝংকার তুলে ফিরিয়ে দাও আমাদের প্রাণ।
দারুণ উল্লাসে পরস্পরকে জড়িয়ে
এসো উপভোগ করি বাক্সবন্দি মিলন সুখ-আনন্দ।

দোহাই লাগে!
আমাকে তুমি ছুঁয়ে দাও জুঁথী!
দমবদ্ধতার দাওয়াই হিসেবে অসাড় নীল ঠোঁটে
তোমার একটি হাসির দ্যোতনায় ভরে দাও অম্লজানের সুধা।
এরপর হাতে হাত রেখে
এসো একসাথে পেরোই মহাকালের দূর্ভেদ্য সেতু।

আমাকে তোমার সঙ্গী করে নাও জুঁথী!!!
ধরনীর বুকে তোমার স্মৃতি আঁকড়ে বাঁচতে,
শোকে মুহ্যমান প্রিয়জনদের জীবন্ত লাশ বয়ে বেড়াতে,
বড্ড বেশি কষ্ট হয় আমার।


ছবিসূত্র : ইন্টারনেট।
*** জুঁথী আমার একমাত্র ছোটবোন। আজ থেকে নয় বছর আগের এই দিনে,আমাদের সবাইকে নিঃস্ব করে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে।
সে নিষ্ঠুর দেশ দেখতে কেমন, কতদূরের পথ, ঠিকানা বা যোগাযোগ ব্যবস্হা কিছুই জানা নেই আমার। শুধু জানতে ইচ্ছা করে,সেখানকার অধিবাসীরা কি বিশ্বাস করে - চোখের আড়াল মানেই মনের আড়াল নয়। :(

মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: জুথী আছে। সে আপনাকে দেখে। আপনার মন খারাপ থাকলে জুথী এসে চুপ করে আপনার পাশে বসে থাকে।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

মিথী_মারজান বলেছেন: মাঝে মাঝে আমিও ঠিক এমনটাই বিশ্বাস করি।

এত সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

আমি ৎৎৎ বলেছেন: মানুষ হারানোর বেদনা অনেক কষ্টের, যে বোঝে সেই জানে,

ভাল থাকুন।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

মিথী_মারজান বলেছেন: আপনি বুঝেছেন এটা বেশ বুঝতে পারছি।:(
আপনিও ভালো থাকুন।
সমব্যথী হওয়ায় ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

সাগর শরীফ বলেছেন: জুঁথী ভাল আছে, জুঁথী ভাল থাকবে। আপনিও ভাল থাকুন মিথী আপু।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

মিথী_মারজান বলেছেন: মহান আল্লাহ'র কাছে এমনটাই প্রার্থনা করি।
এভাবে ভালোবেসে বলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল আপু :( আল্লাহ আপনার ছোটবোনকে ওপারে ভালো রাখুন ।

আপনার কবিতা পড়ে কাজলা দিদি কবিতার কথা মনে পড়ে গেল ।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬

মিথী_মারজান বলেছেন: 'কাজলা দিদি' ছোটবেলা থেকেই আমার খুব ফেভারিট কবিতা ফুলঝুরি।

সমব্যথী হয়ে প্রার্থনার জন্য ভালোবাসা।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

জাহিদ অনিক বলেছেন:


কবিতা আসলে এমন একটা সাবজেক্ট যেখানে চাইলে সবকিছুই ফুটিয়ে তোলা সম্ভব।
আপনার এই কবিতাটি যেমনই মর্মস্পর্শী তেমনটাই রয়েছে এর ভাবের গভীরতা।

কবিতার কথা আজ থাক, জুঁথী আপুর জন্য আমাদেরও মন খারাপ করছে। কবিতার মাধ্যমে যতটা পারা যায় ভালোবেসে নিলাম হারিয়ে যাওয়া, অভিমান করে চলে যাওয়া, হিসেবের খাতায় ভুল করা হেরে যাওয়া জুঁথী আপুকে।

ভালো থাকুন মিথী আপু পরিবারের সবাইকে নিয়ে।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৮

মিথী_মারজান বলেছেন: জুঁথীকে আপন ভেবে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া আমার।

ভালোবাসা আর কৃতজ্ঞতা সবসময় পাশে থেকে সাহস যোগানোর জন্য।:)

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: এ কি! হৃদয়ের কোন অতলস্পর্শ থেকে এমনভাবে লেখা যেতে পারে? বিদায়ের পরেও মন পূর্ণতা পেতে পারে?

এ কি ! এ যে বেদনার উপাখ্যানে হৃদয়ের মন্থন!! এ যে উপবাসে থাকা স্পর্শগুলো আর্তিময় হয়ে ওঠা!! এ যে দিকশূন্য পরবাসে ক্ষণিকের শিশির!!

না মিথী, এই অশ্রু বিসর্জন ভ্রান্তিবিলাস নয়।

ভালবাসতে চেয়েছেন, কাঁদতে চেয়েছেন, পূর্ণতা চেয়েছেন, কিন্তু সূর্য আলোকিত হওয়া আগেই দগ্ধতার এই যে ভীষণ অভিমাত্রায় ডুবে গেলেন, এখন আমিও যে এখানে বিদীর্ণ হলাম, বিলুপ্ত হলাম।

এই যে ভালবাসা কিংবা স্নেহে জীবনবৃত্তান্তের স্বাক্ষর রেখে প্রিয়দের প্রস্থান, এ মায়ার খেলা বড় সাংঘাতিক!

কবিতাটি যখন পড়া শুরু করলাম তখন 'কাজলা দিদি'র কথা মনে পড়ল, আর মনে হলো নিচে কোন টীকা থাকবে, তা সত্যি হলো।

আপনার ব্যাকুলতার সঙ্গী হয়ে সমব্যথী।

আর কিছু বলতে পারিছি না................. কতটুকু দগ্ধ হলে আর পোড়ে না হৃদয়!!!!!

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০০

মিথী_মারজান বলেছেন: স্যরি বিজন দা, আপনার আবেগী মন্তব্যটা গতকালই দেখেছিলাম।
ব্যাপারটা আমার জন্য এত স্পর্শকাতর যে রিপ্বলাই লিখতে লিখতেও খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সেজন্য কাল আর মন্তব্যগুলোর রিপ্লাই দেয়া বন্ধ করে দিয়েছিলাম।
কয়েকবার নিজের ব্লগে এসেও ফিরে গিয়েছি।
এটা ঠিক, মন খারাপ হলেই শুধুমাত্র আমি লিখতে বসি। তবে শুধুমাত্র আমার আদরের বোনটার জন্য মন খারাপ হলে বা ওকে মিস্ করার সময়গুলোতে আমার আঙুলগুলোও নির্বাক হয়ে যায় ভাষা হারিয়ে।
এত বছরে মাত্র দুইবার লিখে বন্দী করতে পেরেছি ওকে ভেবে আমার কষ্টগুলো।
অন্যসময়ে এই শক্তিটুকুও আমি হারিয়ে ফেলি।:(
সমব্যথী হয়েছেন এটা আপনার মহানুভবতা।
সময়ের সীমারেখায় আর প্রাত্যহিক ব্যস্ততায় হৃদয়ের আগুন সত্যিই হয়তঃ সেভাবে দৃশ্যমান নেই তেমন করে,তবে জলন্ত কয়লার মত নিভে যাওয়ার পরও ভেতরের দহনটা এখনো স্ফুলিঙ্গ ছড়িয়ে জ্বলে ওঠে।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

করুণাধারা বলেছেন: মিথী, কবিতায় প্রতিটি স্তবকে কান্না আর হাহাকার। এই কান্না জুঁথী শুনতে পাচ্ছে কিনা জানিনা, কিন্তু আল্লাহ অবশ্যই শুনছেন। দোয়া করি, আল্লাহ জুঁথীকে ভালো রাখুন।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

মিথী_মারজান বলেছেন: কান্না আর হাহাকারের পাশাপাশি একটা আকুতিও ছিল আপু।
আবার একসাথে মিলিত হবার।
মহান আল্লাহ্ কবে যে এই আকুতিটা মঞ্জুর করবেন এখন দিন কাটে সেই আশায়।:
ভালোবেসে জুঁথীমনির জন্য দোয়া করে হৃদয় ভেজালেন।

প্রিয় আপুর জন্য ভালোবাসা রইল।:)

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

হাবিব বলেছেন: যার হারিয়েছে সেই বুঝে, সে হারানোর শুন্যতা অন্য কিছু তে কি মিটবে?

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৯

মিথী_মারজান বলেছেন: হারানোর শূন্যতা কোন কিছুতেই পূর্ণ হয়না মনেহয়।
তবে অন্য কোন পূর্ণতা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পরি বেঁচে থাকার পেছনে হারানো শূন্যতাকে সযতনে বুকে পুষে।

ধন্যবাদ হাবিব স্যার।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে !!!!
জুঁথীর রুহের মাগফিরাত কামনা করছি।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

মিথী_মারজান বলেছেন: সমব্যথী হয়ে প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন নিরন্তর।:)

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: আমি জানি জুঁথী আছে তোমাদের ঘিরেই ....।
ও যেখানে গেছে সবাই সেখান থেকে আমাদের দেখতে পায় , হাসে কাঁদে আমাদের জন্য শুভকামনা বিলায়। কেবল নিজের জন্য কিছু চাইতে পারে না । তুমি ওর জন্য অনেক দোয়া করে দিও ।

এত এত মায়া আর হৃদয় নিংরানো আকুলতা মিশে আছে কবিতায় ! মন কে আদ্র করে ।

অনেক ভালোবাসা মিথীমনি।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮

মিথী_মারজান বলেছেন: কতটা অসহায়ত্ব আপু, তাই না! :(
কত কথা বলার ইচ্ছে হয় ওর , কতটা আক্ষেপ আমাদেরকে জড়িয়ে ধরার, আমার বোনটা সেসব আর কিছুই করতে পারেনা এখন!:(
মৃত্যু এতটা নির্মম হয়!!!:(

লাভ ইউ সো মাচ প্রিয় মন আপু।
সবসময় ভালোবেসে আগলে রাখেন আমাকে, আজীবনের জন্য বাঁধা পড়ে গেছি আপনার জন্য কৃতজ্ঞতার জালে।:)

১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,



কষ্টের এই কবিতায় সমব্যথী ।

জুঁথীর স্মরণে শোকগাঁথা---

যে যায় , সে যায় ,
তার স্মৃতির শেকড়
নেমে যায় মাটির
গহীন অবধি ।


২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২

মিথী_মারজান বলেছেন: খুব ছোট কিন্তু গভীর উপলব্ধির এক৷ শোকগাঁথা বুনলেন জি এস ভাইয়া।
আপনারা এভাবে ভালোবাসেন জন্যই হয়তঃ মন খারাপে ব্লগে এসে মন খুলে বিচরণ করি আর আপনাদেরকে এতটা জ্বালাই।
আপনার সুন্দর এই শোকগাঁথাটি আমার জন্য অমূল্য।
সমব্যথী হয়ে ভালোবাসা ছড়ানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা।:)

১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

বলেছেন: যার হারায় সে কিন্তু ঠিকই বোঝে আপন হারানোর বেদনা- কারো সাথে শেয়ার করে, তখন কষ্টের পরিমাণটা কিছুটা হলেও কমে।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৮

মিথী_মারজান বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
শেয়ারিংয়ে কষ্ট অনেকখানি কমে যায় আর আনন্দ বেড়ে যায় কয়েকগুন।
এজন্যই তো আপনাদের সবসময় এত জ্বালাই।

আপনজনদের নিয়ে সুন্দর হোক আপনার প্রতিটা সময়।
ধন্যবাদ সুন্দর মন্তব্যে।:)

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

শিখা রহমান বলেছেন: মিথীমনি তোমার কবিতাটা এমন বিষন্ন!! শব্দে শব্দে হাহাকার ছুঁয়ে যায়। কবিতার কথা আজ থাক।

প্রিয়জন হারিয়ে গেলে একসময় কষ্ট অভ্যাস হয়ে যায়, কষ্ট কিন্তু কখনোই কমে না। কেউ যখন বলে সময় সব ভুলিয়ে দেয়, সেটা মন কে ভুলিয়ে রাখার জন্য সান্ত্বনা। জুঁথী ভালো আছে মিথীমনি। তবে তোমাকে মিস করছে এটা ঠিক। হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা আমাদের দেখতে পায়, কষ্ট পাবে জেনেই কিন্তু ভাল থাকার চেষ্টা করি।

কাছে থাকলে অনেক অনেকক্ষন তোমাকে জড়িয়ে ধরে থাকতাম। কখনো কখনো স্পর্শই একমাত্র কথা বলতে পারে, শব্দেরা নয়। ভালোবাসা মিথীমনি আর জুথীমনিকে। ভালো থেকো দুজনেই।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮

মিথী_মারজান বলেছেন: অনুভূতিগুলো আপনার চেয়ে ভালো আর কে বোঝে শিখা আপু!
আপনিতো ভালোবাসার জাদুকর।
খুব মিস্ করছি আপনার স্পর্শ পাবার লোভটা।
তবে সামনাসামনি জড়িয়ে ধরার সময়কার ভালোবাসার রেশটা আজীবন অমলিন করে সযতনে রেখেছি হৃদয়জুড়ে।
আমি সত্যিই ভাগ্যবান আপনাদের সংস্পর্শে এমন করে থাকতে পারি জন্য।
আপনার ভালোবাসা পেলে মনের ময়ূর পেখম তুলে নাচে।
জুঁথী নিশ্চয়ই ফিল করবে আপনার ভালোবাসা।
বিগ বিগ বিগ হাগ প্রিয় জারুল ফুল আমার।:)

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: জুথি নেই কিন্তু আছে আপনার হৃদয় মনে । আজীবন তার স্মৃতি নিয়ে বাঁচুন । না ফেরার দেশে আমাদের সবাইকে একদিন যেতেই হবে । এমন কবিতা সম্পর্কে আজ আর কিছু বলার নেই ।

শুভকামনা আপনাকে ।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফিরে এসে একবার ছুঁয়ে দাও আমায়!
সোনার কাঠি, রুপোর কাঠি কিম্বা জাদুর কাঠিতে নয়;
তোমার বাঁশরী আঙ্গুলের সুরের লহরীতে
ঝংকার তুলে ফিরিয়ে দাও আমাদের প্রাণ।

............................................................... দু:খ জাগানিয়া স্মৃতি আমায় রাতভর কাঁদায়

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অসাধারণ কবিতা

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মাঝে মাঝে আমিও ঠিক এমনটাই বিশ্বাস করি।

এত সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

নীল আকাশ বলেছেন: ফিরে এসে একবার ছুঁয়ে দাও আমায়!
সোনার কাঠি, রুপোর কাঠি কিম্বা জাদুর কাঠিতে নয়;
তোমার বাঁশরী আঙ্গুলের সুরের লহরীতে
ঝংকার তুলে ফিরিয়ে দাও আমাদের প্রাণ।

প্রিয়জন হারানোর শোক কখনো ভুলবার নয়। আপনার লেখার নীচের অংশ টা পড়ে মন পুরোপুরি খারাপ হয়ে গেল। খুব কাছের কাউকে হারানোর বেদনা একমাত্র সেই জানে। আল্লাহ আপনার ছোট বোন কে মাপ করে দিয়ে, সমস্ত সগীরা,কবিরা, জানা,অজানা গুনাহ থেকে মুক্ত করে দিয়ে পুন্যবান নারী হিসেবে বেহেস্ত নসীব করুন, আমীন; আর আপনাকে এই ভয়াবহ কষ্ট সহ্য করার তৌফিক দান করুক।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয়জনের দূরে চলে যাওয়া কতটা কষ্টের তা আমি খুব ভাল করেই উপলব্ধি করতে পারি।আর আপনার বোনতো চিরতরে দূরে চলে গেছে।এ ক্ষত কখনও সারবার নয়।পরজনমে ঠিক আপনার বোনের সাথে দেখা হবে।পৃথিবীতে যারা যাদেরকে ভালবাসে পরকালটাও তো তাদের সাথেই হবে।
এই কথাটা না ভাবতে আমার খুব ভাল লাগে,ক্ষনিকের পৃথিবী ছেড়ে পরকালের স্থায়ী জীবনে প্রিয়জনদের সাথে একটা চিরস্থায়ী জীবন শুরু হবে।
কি আর লিখব কবিতা পড়েই মন খারাপ হয়ে গেল।দোয়া করি আল্লাহ যেন আপনার বোনকে জান্নতুল ফেরদাউস দান করেন।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আরোহী আশা বলেছেন: শোক গুলো সব শান্তিতে ভরে উঠুক।

২১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: জুঁথী কোনদিন হারিয়ে যাবে না !! এমনি করে আপনার স্মৃতির মধ্যে রয়ে যাবে....

২২| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০২

মলাসইলমুইনা বলেছেন: আমাকে তোমার সঙ্গী করে নাও জুঁথী!!!
ধরনীর বুকে তোমার স্মৃতি আঁকড়ে বাঁচতে,
শোকে মূহ্যমান প্রিয়জনদের জীবন্ত লাশ বয়ে বেড়াতে,
বড্ড বেশি কষ্ট হয় আমার।


নদীতো আত্মীয়, সেই নিষ্ঠুর দেশে যাবার কোনো গুগুল ম্যাপ নেই, রাস্তা নেই, নদী পথ নেই- কিছুই নেই । কিন্তু সেখানকার যাত্রীদের কাছে শুধু ভালোবাসা পাঠাবার ঠিকানাবিহীন পোস্ট বক্স আছে। আপনার কবিতা জুথির জন্য পাঠানো ভরা গভীর ভালোবাসার একটা মায়াময় চিঠি হয়ে আমি জানি জুথির কাছে পৌঁছে গেছে। জুঁথি শুনেছে আপনার ভালোবাসার কান্না ।জুথির জন্য অনেক দোয়া। শুভ কামনা আপনাদের সবার জন্য ।

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

সুলতানা শিরীন সাজি বলেছেন: মন কেমন করা কবিতা!
মিথী, খুব কষ্টকে এভাবে লিখতে পারা কম কথা নয়।
জুঁথির জন্য এই লিখাটা চালিয়ে যেতে হবে। তাহলেও ও বেঁচে থাকবে।
আমরা সবাই তো যাবো বলেই পথ হাঁটি।
জীবনের পথে।

আমি কবিতাটা পড়ছিলাম আর আমার ছোটবেলায় হারিয়ে ফেলা ভাই এর কথা মনে হচ্ছিল।
ও মাত্র আড়াই বছর বেঁচে ছিল পৃথিবীতে। আর আমিও অনেক ছোট ছিলাম তাই স্মৃতিগুলো খুব অস্পষ্ট।

অনেক শুভকামনা রইলো। জীবন সুন্দর। আর বেঁচে থাকা দারুণ ব্যাপার।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

ওমেরা বলেছেন: আপু আপনার মন খারাপ করা লিখাটা পরে অনেক খারাপ লাগল। মৃত্যু এমন নির্মম সত্য আমরা কেউ এটা এড়াতে পারব না ।

আল্লাহ যুথীকে ভাল রাখুন।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর কথা মনে পরছে খুব... জানি না তাকে কবে দেখতে পাবো!

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪১

সূর্যালোক । বলেছেন: জুঁথী স্বর্গবাসী হোক।শোকে কাতর হলাম।শোকগাঁথা বানানটি ভুল।শোকগাথা হবে।চন্দ্র বিন্দু হলে অর্থ ভিন্ন দাঁড়াবে।যেমন: মালা গাঁথা।এই ভুলটি আমিও করতাম।ভুল শোধরানোর জন্য কৃতজ্ঞতা রাকুর কাছে।তাঁর সংকলনটি কাজে দিয়েছে।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরী ভাইয়া।
আমার ব্লগ পেইজ সম্পূর্ণ ওপেন হচ্ছেনা। তাই খুব সম্ভবত আমার রিপ্লাইটিও রিপ্লাই ঘরে না এসে কমেন্ট আকারে আসবে। সেজন্য আপনার নাম মেনশন করে রিপ্লাই দিলাম।
পেইজ সম্পূর্ণ ওপেন হচ্ছেনা জন্য বাকী কমেন্টগুলোতে লাইক ও দিতে পারছিনা।
আপনার আন্তরিক মন্তব্যে আমার ভালোলাগা জানবেন।
দেরীতে রিপ্লাই দেবার জন্য দুঃখিত ভাইয়া।

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

মিথী_মারজান বলেছেন: @স্বপ্নের শঙ্খচিল, এমন করে লিখে মন খারাপ করিয়ে দেবার জন্য দুঃখিত ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
ব্যস্ততার জন্য ব্লগে আসা হয়নি কিছুদিন।
দেরীতে রিপ্লাই দেয়ার জন্য নিজের কাছেই খারাপ লাগছে।
দুঃখিত।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

মিথী_মারজান বলেছেন: @সৈয়দ তাজুল ইসলাম, অনেক ধন্যবাদ ভাইয়া।
এই লেখাটা আমার জন্য খুবই স্পর্শকাতর।
শুভেচ্ছা রইল ভাইয়া।:)

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

মিথী_মারজান বলেছেন: @রাজীব নুর, ফিরতি মন্তব্যেে আবার ধন্যবাদ ভাইয়া।
বেঁচে থাকার প্রয়োজনে ভালো না থাকার বিকল্প নেই।
আপনিও সুন্দর থাকুন পরিবার পরিজনদের নিয়ে।
সো সুইট অফ ইউ।:)

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

মিথী_মারজান বলেছেন: @নীলআাকা৩৯, খুব সুন্দর করে দোয়া করলেন ভাইয়া, কৃতজ্ঞতা রইল।
মহান আল্লাহ্ আপনার দোয়া কবুল করুক, আমিন।
মন খারাপ করে দিয়ে থাকলে দুঃখিত।
ভাল থাকবেন ভাইয়া।:)

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

মিথী_মারজান বলেছেন: @মোস্তফা সোহেল,ঠিক বলেছেন ভাইয়া, এ ক্ষত কখনোই সারবার নয়।:(
পরজনমে যেন আবার জুঁথী পরীটার বোন হতে পারি এটা আমারও অনোক সাধ।
এই স্বল্প জীবনে মনের মত করে বোনটাকে আদরও করতে পারিনি।
অনেক কথা, অনেক আদর জমিয়ে রেখেছি সেই সময়টার জন্য।:(
আন্তরিকতা আর দোয়া, দুটোতেই কৃতজ্ঞতা ভাইয়া।
সবসময় ভালো থাকবেন।

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

মিথী_মারজান বলেছেন: @আরোহী আশা,অনেক ধন্যবাদ আরোহী।
এত সুন্দর শুভ কামনায় মন ভরে গেল।
আমার ব্লগে স্বাগতম।
আপনিও সুন্দর থাকুন, শুভ কামনা।:)

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

আখেনাটেন বলেছেন: পড়ে মন বিষণ্ণতায় ছেঁয়ে গেল।

আমাদের সকলকেই একদিন এভাবেই বিদায় নিতে হবে।

৩৫| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

মিথী_মারজান বলেছেন: @সুমন কর,এটাই এখন সান্ত্বনা ভাইয়া। যতদিন প্রিয়জনেরা বেঁচে থাকবে,আমাদের স্মৃতিতে বাঁচবে জুঁথী।:(
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।:)

৩৬| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মিথী_মারজান বলেছেন: @মলাসইলমুইনা, প্রিয় নদীতো আত্মীয়,পৃথিবীর কিছু আইন কত নির্মম, তাইনা!:(
ঠকানাবিহীন পোস্ট বক্সে প্রতিদিন অনেক ভালোবাসা পোস্ট করি আমরা। কতটা পৌঁছায় ওর ঠিকানায় জানিনা তবে আমাদের ভান্ডার অফুরান।
আমি বিশ্বাস করি আমার বোনটা আমাদের আকুলতা শুনতে পায় আর সেজন্য অভিমান হয় আরো বেশি,ওকে শোনার ক্ষমতা আমাদের নেই জন্য।:(
দোয়া করবেন আমাদের জুঁথী পরীটার জন্য।
ভালো থাকবেন সবসময়।:)

৩৭| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

মিথী_মারজান বলেছেন: সাজি আপু!!!
আপনি ফিরে এসেছেন!!!
আপনাকে পেয়ে অন্যরকম ভালো লাগছে।
কমেন্টটা আগেই দেখেছি আপু তবে দেখতেই পাচ্ছেন আমি ঠিকমত রিপ্লাই দিতে পারছিনা জন্য রিপ্লাই দেয়া বন্ধ রেখেছিলাম সাময়িকভা। আর ব্যস্ততার জন্য আসতেও পারিনি ব্লগে কিছুদিন।
অনিচ্ছাকৃত দেরীর জন্য দুঃখিত।
ছোট ভাইবোনের সবসময়ই হৃদয়জুড়ে থাকে বড়দের।
আপনার ভাইয়ার কথা জেনে মন খারাপ হলো।
ছোট্ট নিষ্পাপ মানুষ,অবশ্যই জান্নাতি হবে ইনশাআল্লাহ্।
আড়াই বছর ওকে কাছে পাওয়ার অস্পষ্ট স্মৃতিতেই আজীবন বেঁচে থাকবে আপনাদের হৃদয়ে।
আর আমার বোনটি ঊনিশ বছর আমাদের কোলজুড়ে ছিল।
বোন বলুন, বন্ধু বলুন অথবা প্রিয় খেলনা - সবকিছু ছিল আমার জন্য জুঁথী।
একদম পিঠাপিঠি না হলেও তেমনই খুনসুঁটির আর ভালোবাসার সম্পর্ক ছিল আমাদের।
ওকে হারানোর পর এখন পর্যন্ত আমার মনেহয় আমার হৃদয়ের খুব বড় একটা অংশ ও সাথে করে নিয়ে গেছে আমাকে এভাবে একা ফেলে গিয়ে।
কষ্ট,অভিমাম দুটোই জমিয়ে রাখছি পাশাপাশি।
যেদিন দেখা হবে, সুদে আসলে সব পুষিয়ে নেবো।:(
অাদৌ দেখা হবে কিনা জানিনা আপু, তবুও ভালোবাসবো ঠিক একইরকম করে।:(
আপনার এত সু্ন্দর একটা মন্তব্যে অনেক আপ্লুত হয়েছি।
আশাকরছি, ব্যস্ততাার মাঝেও আমাদের ভেবে নিয়মিত হবেন।
আপনার জন্যও একটি সুন্দর জীবনের প্রার্থনা রইল।:)

৩৮| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০

মিথী_মারজান বলেছেন: @ওমেরা, প্রিয় ওমেরা,খুব সত্যি কথা বলেছেন।
এই সত্য এড়ানোর মত ক্ষমতা আমাদের নেই।
তবুও মন মানে না যে!
সেজন্যই মন খারাপ করাটা ইচ্ছা করলেও এড়াতে পারিনা।
মন খারাপ করিয়ে দেবার জন্য লজ্জিত।
ভালো থাকবেন।:)

৩৯| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

মিথী_মারজান বলেছেন: @সূর্যালোক, ও! তাই বুঝি!!!
অনেক ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেবার জন্য।
কিন্তু দুঃখজনকভাবে আমার ব্লগ পেইজটি সম্পূর্ণ ওপেন হচ্ছেনা। এমনটা প্রায়ই হয় আর তখন এমন করে রিপ্লাই এর ঘর ছাড়া মন্তব্যের ঘরগুলোতে রিপ্লাই গুলো আাসে।
কি যে বিরক্তিকর একটা ব্যাপার!
অসহ্য লাগে।:(
সাম্প্রতিক ভিজিটর, নোটিফিকেশন কিছুই দেখতে পারছিনা এমনকি লিংক দেবার অপশন ও দেখা যাচ্ছেনা, নাহয় স্ক্রিনশট দিয়ে আমার এই বদ্ধ কানাগলির দূর্দশা আপনাদের দেখাতে পারতাম।
এডিট অপশনও ভিজিবল না এখন, তাই সংশোধন করতে পারলাম না। কন্ডিশন ঠিক হলে অবশ্যই সংশোধন করে নিবো।
থ্যাংক ইউ সো মাচ।:)

৪০| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

মিথী_মারজান বলেছেন: @আখেনাটেন, মন খারাপ করিয়ে দেবার জন্য লজ্জিত ভাইয়া।
অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, তবুও কেন যে এভাবে মন খারাপ হয়!!!:(

আমার বোনটার জন্য দোয়া করবেন ভাইয়া।
আর ভালো থাকবেন আপনি।:)

৪১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন: কেউ কেউ চলে গিয়েও
রয়ে যায় ঘাসে; শিশিরের কান্নায়
নাহয় স্বচ্ছ ফড়িং এর ডানায় !!!!


তবে থেকে যাবে স্মৃতির পাতায় ।

৪২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

মিথী_মারজান বলেছেন: @অপু দ্যা গ্রেট, ধন্যবাদ অপু ভাইয়া।
স্মৃতির পাতায় সযতনে বেঁচে থাকবে আমার জুঁথীমনি।
শুভেচ্ছা জানবেন।:)

৪৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:






প্রিয়জন রয়ে যায় অতিযত্নে হৃদয়ে হারিয়ে গেলেও। না ফেরার দেশে নিশ্চয় ভাল আছে।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মিথী_মারজান বলেছেন: এটাই এখন দোয়া - না ফেরার দেশে ভালো থাকুক আমার জুঁথী।
ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।:)

৪৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: জুঁথী যেন কখনো হারিয়ে না যায় ।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মিথী_মারজান বলেছেন: আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে জুঁথী।
ধন্যবাদ ইমন ভাইয়া।
ভালো থাকবেন।:)

৪৫| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

বিজন রয় বলেছেন: আপনি কোথায়? ব্লগে কদিন ধরে তো দেখছি না!!

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মিথী_মারজান বলেছেন: মন ভরিয়ে দিলেন বিজন দা।
এত ব্যস্ততা আর কত শত মানুষের ভীড়ে হারিয়ে যাওয়া আমার খোঁজ করতে কাউকে দেখলে সত্যি এক অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন হয় মন।
একটু ব্যস্ততার মধ্যে আছি তাই বেশ কিছুদিন ব্লগে আসা হয়নি।
আপনার আন্তরিকতায় অভিভূত হলাম।
আপনি ভালো আছেন তো?:)
ভালো থাকুন আপনি, নির্মল থাকুক আপনার সুন্দর মন, আজীবন...।:)

৪৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

বিজন রয় বলেছেন: পেয়ে হারানোর বেদনা বেশি না একেবারেই না পাওয়ার বেদনা বেশি তা বুঝতে গেলে তালগোল পাকিয়ে যায়, এই যে আপনি জুঁথী'র মতো একজনকে পেয়ে হারিয়েছেন, আর আমি জুঁথী'র মতো কাউকে এ জীবনে পাইনি আর পাবোনা!

ক'দিন আগে ভাইফোঁটা গেল যে......!!!

চির-শূন্যতা আর অনির্ধারিত শূন্যতা, দুটোই জীবনের অতল গহ্বর, এ শেষ কোথায় জানিনা!!

চারিদিকের পারিপর্শ্বিকতায় নির্মল ও সুন্দর থাকা অনেক কঠিন, আমি শুধু চোখ বুঝে চেষ্টা করে যাচ্ছি।

আপনি ভাল আছেন জেনে আশ্বস্ত হলাম। ব্লগে মাঝে মাঝে সময় দিবেন আশারাখি।
শুভকামনা রইল।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

মিথী_মারজান বলেছেন: ওহ্! আপনার জন্য মন খারাপ হলো বিজন দা।
আসলে দুইটা কষ্ট দুইরকম।
একদম বোন নাই এটা অবশ্যই গভীর শুন্যতা, এখানে হাহাকার আছে তবে ক্ষত নেই।
আর আমার মত আপনজন পেয়ে হারানোতে আজীবন রক্তক্ষরণ হয় হৃদয়ে, এটাই মনে হয় পার্থক্য।
আমার অবশ্য সান্ত্বনা আছে, কতগুলো বছরের জন্য এই সম্পর্কের স্বাদ আমি উপভোগ করেছি।
আপনার তো সেটাও নেই, মনেহয় আপনার কষ্টটাই বেশি তাহলে।:(
তবে একদম মন খারাপ নয় বিজন দা।
আমরা আছি না!:)
মাঝেমাঝে রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্ক বেশি গভীর হয় জানেন তো!
দেরীতে হলেও ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
ভালো থাকুন, আনন্দে থাকুন,সবসময়ের জন্য প্রার্থনা।:)

৪৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: মিথীর বোন জুঁথী, বুঝতে পারছি ওরা ছিল এক প্রজাপতির দুটো ডানার মত। এক জনের প্রস্থানে অপরজন শোকে মুহ্যমান, সেই সাথে এই কবিতাটি লিখে পাঠককূলকেও শোকাভিভূত করে গেলেন। কবিতাটি হৃদয় মন শুধু ছুঁয়েই যায়নি, মাঝে মাঝে মোচড় দিয়েও গেছে।
এত মায়া, এত ভালবাসা, এত আকুতি ছড়িয়ে দিয়েছেন এ কবিতাটির সর্বাঙ্গে! কি গভীর আবেগ থেকে উথলে উঠেছে কবিতার প্রতিটি চরণ, সত্যি মুগ্ধ, অভিভূত এবং সমব্যথী হ'লাম। জুঁথীর জন্য প্রার্থনা...
রানী নামে আমার একজন খালাতো বোন ছিল, আমার চেয়ে বয়সে বছর দুয়েকের ছোট। সে মাত্র ১০/১২ বছর বয়সে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। খালার মুখে শুনেছি, সে মৃত্যুশয্যায় "কাজলাদিদি" কবিতাটি মুখস্ত আওড়ে যেত, আর তা শুনে শুনে খালা অশ্রুপাত করতেন। ৪ নং মন্তব্যে কথার ফুলঝুরি! এর মন্তব্য এবং আপনার প্রতিমন্তব্য পড়ে কথাটা আমার মনে উদয় হলো।
কবিতায় ব্যথামিশ্রিত ভাল লাগা + +

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

মিথী_মারজান বলেছেন: আপনার প্রথম লাইনটি আমাকে যে কতটা নষ্টালজিক করে দিলো!!!
সত্যিই আমরা প্রজাপতির দুই ডানা।
একে অপরকে ছাড়া কতটা ভারসাম্যহীন এরচেয়ে সুন্দর করে বোধহয় আর কেউ অনুভব করেনি।
সমব্যথী হয়ে প্রার্থনা করেছেন, খুব ভালো লাগলো।:)
আপনার বোন রাণীর জন্যও প্রার্থনা।
উনার মায়ের কথা ভেবে আমার মা'কেই মনে পড়ছে।
সন্তানের শোক মায়ের জন্য কতটা কষ্টের এটা আমি খুব কাছ থেকে দেখেছি।
আল্লাহ্ আমাদের মায়েদের এমন সব শোক সহ্য করার শক্তি দান করুক।
পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকুক পৃথিবীর সকল মানুষ।
আপনাকে অনেক ধন্যবাদ।:)



৪৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: ১৩ নং মন্তব্য এবং প্রতিমন্তব্য- দুটোই হৃদয়ের কথা বলে! "কখনো কখনো স্পর্শই একমাত্র কথা বলতে পারে, শব্দেরা নয়" - শিখা রহমান এর এ কথাটা কি চমৎকার, এবং সত্য! আর আপনার নদীতো আত্মীয় মলাসইলমুইনা এর মন্তব্যটা (২২ নং) বরাবরের মতই আন্তরিক এবং হৃদয়স্পর্শী হয়েছে।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

মিথী_মারজান বলেছেন: শিখা আপুর এই কথাটা আমারও হৃদয় ছুঁয়েছে। এমন কত কথা প্রতিমুহুর্তে ফিল করি কিন্তু শিখা আপুর মত গুছিয়ে কখনোই ভাবতে বা বলতে পারিনি।
শিখা আপু আমাদের এই যুগের কথাশিল্পী শরৎচন্দ্র।:)
আর আমার নদীতো আত্মীয় মলাসইলমুইনা ভাইয়াকে এই সম্বোধনটা করার আগে আমি প্রতিবার 'প্রিয়' শব্দটা ব্যবহার করি।
উনার আন্তরিকতার সত্যিই কোন তুলনা হয়না। আজ আপনি এই সম্বোধনটাকে মেনশন করে ভাইয়ার কথা বললেন জন্য অন্যরকম ভালোলাগলো।
আবারো ধন্যবাদ সবসময় সঙ্গে থাকার জন্য।
ভালো থাকবেন আপনি।:)

৪৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা "অনুভূতি" পড়ে গতকাল একটা মন্তব্য রেখে এসেছি। কবিতাটি বেশ ভাল হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫২

মিথী_মারজান বলেছেন: আপনার ধৈর্য আর ডেডিকেশনে আমি সবসময়ই মুগ্ধ হই।
কি বলে যে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছিনা।
আপনার বদৌলতে মাঝে মাঝে পুরোনো লেখায়, পুরোনো স্মৃতিতে নতুন করে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছি।
ব্যাপারটা খানিকটা রোমাঞ্চকরও বটে।
আন্তরিক ধন্যবাদ।:)
শুভ কামনা নিরন্তর...।:)

৫০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ছোট বোন মিথী_মারজান, আপনাকে বলার মতো ভাষাজ্ঞান আমার নেই, তাই আপনার ছবিটুকু সামান্য এডিট করে আপনাকে দিলাম। আপনার ছোট বোনের জন্য দোয়া রইলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৯

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, এতটা ভালোবেসে অনুভব করার জন্য।
আপনার ভালোবাসার প্রকাশে মন ভরে গেল।
সমব্যথী হবার জন্য কৃতজ্ঞতা।
আমার ছোট বোনটার জন্য দোয়া করেছেন জেনে খুব ভালো লাগলো।
ভালো থাকবেন আপনি ভাইয়া।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.