নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

বিদায়ী নৈশভোজ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭



ফিনিক ফোঁটা জোছনা ঝরানো রাতে
শেষক্ষণেতে বিদায়ী নৈশভোজ,
মায়াবী আলোয় নিবদ্ধ দৃষ্টিতে
চোখের তারায় হারানো স্মৃতির খোঁজ।

উন্মাদনার উচ্ছ্বাস নেই ঠোঁটে
বিষন্নতার ফেনিল সাগর বুকে।
শুধু জানি, দূরত্ব প্রয়োজন
ভীরু বুকে তাই বিদায়ী আয়োজন।

আজ থেকে শেষ কথার পিঠে কথা
অভিমানী চোখ খুঁজে পাবে পেলবতা।
নেই অভিযোগ, অভিলাষ নেই বাকী
হৃদয় খাতায় জমা থাক কিছু ফাঁকি।

চলে গেলে তুমি মৃদু হেঁটে ধীর পায়
দৃষ্টি তোমাতে, যতদূরে চোখ যায়।
ফিরবেনা জানি, না ফিরো - এটাই চাই;
জীবন অদ্ভুত! আমি আছি, তুমি নাই!

মৃদু হাত নেড়ে বিমূর্ত, বিদায়...।
ভুল বুঝে গেছো, দুঃখ এটাই, হায়!
ময়ূরকণ্ঠী আকাশে দ্বাদশী চাঁদ,
এই নিশীথের একাকী সাক্ষী থাক।

রূদ্ধশ্বাসে বিষ পেয়ালায় চুম।
ভালো থেকো প্রিয়, আমি চোখে মাখি ঘুম।


ছবিস্বত্বঃ Robert Jahns.

মন্তব্য ৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাই তো আসা আর যাওয়ার....
প্রিয়জনকে কে যেতে দিতে চায়?
যেতে নাহি দিতে চায়......
মৃত্যুর থাবার পরেও থাকে স্মৃতির পদচিহ্ন....
যা মন থেকে মোছা যায় না...

কবিতায় আমার ছোঁয়া দিয়ে গেলাম....
গ্রহন করো হে কবি !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

মিথী_মারজান বলেছেন:
যেতে নাহি দিব হায়
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়... :)

প্রাণের ঠাকুর যেখানে এভাবে বলে গেছেন, সেখানে আমাদের আর বেশি কি বলার থাকে বলুন!:)
এই সামান্য লেখায় আপনার আন্তরিকতার স্পর্শে আলোকিত হলো।
ধন্যবাদ আর্কিওপটেরিক্স।
সুন্দর হোক আপনার প্রতিটি সময়।:)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: ফিনিক ফোঁটা জোছনা ঝরানো রাতে
শেষক্ষণেতে বিদায়ী নৈশভোজ,
মায়াবী আলোয় নিবদ্ধ দৃষ্টিতে
চোখের তারায় হারানো স্মৃতির খোঁজ।


চমৎকার ভাবে লেখা এক টুকরা বিষণ্ণতা !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০

মিথী_মারজান বলেছেন: শীতের রাতে বিষন্নতার মেঘ থেকে কুয়াশা ঝরুক আজ।
টুপটাপ শিশিরে নাহয় খানিকটা ভেজালাম শুষ্ক মন।:)

মন আপুর পদচারনা মানে মাথার উপরে স্নেহের পোক্ত ছাতা।
ভালোবাসা মন আপু, ভালোবেসে সবসময় আগলে রাখার জন্য।:)

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

মিথী_মারজান বলেছেন: তাই বুঝি রাজীব ভাই!
আমার কাছেতো লেখাটা কিছুটা ছেলেমানুষী লাগছে।
মন্তব্যেে আশ্বস্ত হলাম।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।:)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাইয়া।
লেখাটি পড়েছেন দেখে ভালোলাগলো।
ভালো থাকবেন।:)

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

বলেছেন: ফিনিক ফোঁটা জোছনা ঝরানো রাতে
শেষক্ষণেতে বিদায়ী নৈশভোজ,
মায়াবী আলোয় নিবদ্ধ দৃষ্টিতে
চোখের তারায় হারানো স্মৃতির খোঁজ।



কবিতায় জীবনের আরাধ্য তুলে ধরেছেন।


মুগ্ধ

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২

মিথী_মারজান বলেছেন: আপনার মন্তব্যে উল্টো আমি মুগ্ধ হলাম।
সবসময় পাশে থেকে উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
অজস্র শুভ কামনা জানবেন।:)

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যদিও বিষণ্ণতা ফুটায়ে ফুল ঝরাতে চেয়েছে কবি, কবিতার প্রতিটি স্তবক অসাধারণ লেগেছে। এক কথায় পাঠে মুগ্ধ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৫

মিথী_মারজান বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে আমার কাছেও ভালোলাগছে ভাইয়া।
এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।:)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯

রাফা বলেছেন: বাপরে …… অভিমানে একেবারে বিষের পেয়ালায় চুম।
এই ঘুম‘তো আর ভাঙার নয়,খুব খারাপ কথা।

এভরিবডি নিড সেকেন্ড চান্স ফর কারেকশন।

কবিতা ভালো হইছে,ধনবাদ-মি._মারজান।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

মিথী_মারজান বলেছেন: অভিমান ব্যাপারটাই বড্ড খারাপ।
এক মুহূর্তে অনেককিছু পাল্টে দিতে পারে।
এমন ঘুম অবশ্যই কাম্য নয়।
আমিও চাই সবাই অভিমান জয় করতে শিখুক।
সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ।
শুভ কামনা।:)

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কথামালা, সুন্দর কাব্য

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
ছাইপাঁশ লেখাকে সুন্দর বলে লজ্জা দিলেন।
তবুও একটা ভালোলাগা কাজ করে এমন সব উৎসাহে।
ভালো থাকবেন।:)

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬

উম্মে সায়মা বলেছেন: নয়ন তোমারে পায়না দেখিতে... রয়েছো নয়নে নয়নে.....
বিষন্নতায় জড়ানো কবিতা।
ভালোবাসা মিথী আপু

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

মিথী_মারজান বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সায়মা আপু।
এই গানটি অর্ণবের কন্ঠেে গাওয়া যেটা, আমার খুবই খুবই পছন্দ।
আপনার জন্যও অনেক ভালোবাসা রইলো ডিয়ার।:)

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৩

ওমেরা বলেছেন: যে চলে যায় তাকে ধরে রাখা যায় না। কবিতা সুন্দর হয়েছে আপু।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

মিথী_মারজান বলেছেন: তবুও অনেকে চেষ্টা করে, মানুষটিকে অথবা স্মৃতি আঁকড়ে বাঁচতে।
কেউবা আবার বেঁচে থাকার ইচ্ছাশক্তিই হারিয়ে ফেলে।
অনেকে আবার পিছুটান ভুলে সামনে এগিয়ে যেতে পারে।
আমার হিসেবেও কিন্তু তাই, চলে যেতে দেয়াই ভালো।
যাইহোক,পড়ার জন্য অনেক ধন্যবাদ ওমেরা।
আশাকরি ভালো আছেন।:)

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



ভালবাসা হলো, এক পেয়ালা আবেগে চুমুক দেওয়া। এখানে থাকতে পারে মধু কিংবা বিষের বাঁশি। তবুও মানুষ আবেগ নিয়ে খেলে। মনের সাথে আবেগ, আর আবেগের সাথে হৃদয় জড়িত। এখানেই হৃদয়ের ভুল হয়; আবার শোধরানোর সুযোগও আসে। তবুও হয় অমীমাংসিত অসংখ্য ভুল। হয় বিচ্ছেদ। এটাই আবেগ। যা মৃত্যুও ডেকে আনে। কবিতায় ভাল লাগা, আপু।

অফটপিক, "ইউ ফরগট মাই ব্লগ ফরএভার"!! :(

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর কিছু কথা বললেন ভাইয়া।
অনুভূতি প্রকাশের জন্য অনেক ধন্যবাদ।
তারচেয়েও বেশি ধন্যবাদ সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য।

আর এভাবে বলে লজ্জা দিলেন ভাইয়া।
মোটেও ভুলিনি আপনাকে এবং আপনার ব্লগবাড়ির ঠিকানা।
অনেকদিন যাওয়া হয়না এটা সত্যি তবে ইদানিং লগইন করলে শুধু প্রথম পাতা আর সাম্প্রতিক মন্তব্য দেখে পোস্টগুলোতে ঢুঁ দেই, সময়ের অভাবে খুঁজে খুঁজে সেভাবে অন্যদের ব্লগে যাওয়া হয়না।
আর যেহেতু না পড়ে আমি কোন পোস্টে মন্তব্য করিনা, তাই শুধুমাত্র সৌজন্য রক্ষায় কমেন্ট করাটা সেভাবে হয়না।
এক্সট্রিমলি স্যরি ভাইয়া।
মন খারাপ করবেন না প্লিজ।
এক্ষুনি বেড়াতে যাচ্ছি আপনার ব্লগে।
সো, স্মাইল প্লিজ....।:)

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

আলমগীর কাইজার বলেছেন: খুবই সুন্দর একটা কবিতা। বিষণ্ণতা, বিচ্ছেদ, বিরহ সব মিলিয়ে চমৎকার।

আর সত্যিই জীবন অদ্ভুত!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

মিথী_মারজান বলেছেন: এত সুন্দর করে লেখাটি অনুভব করার জন্য অনেক ধন্যবাদ আলমগীর কাইজার ভাইয়া।
অদ্ভুত বলেই হয়তো এতো এ্যাডভেঞ্চারাস আমাদের জীবন।
আর এটাই জীবনগতির মূলমন্ত্র।
নাহলে তো কোন একটা সময়ের তরে থমকে যেতাম আমরা।
আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকবেন সবসময়।
শুভ কামনা।:)

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

জাহিদ অনিক বলেছেন: কবিতাটা একটা নান্দনিক অর্কেষ্ট্রার মত, শুরু থেকে একটু একটু করে বেজে বেজে উঠে শেষে এসে একদম চূড়ান্ত সুরের মাধ্যমে পরিসমাপ্তি- যেন সকল সুর সকল খেলার সমাপ্তি।

চমৎকার কবিতা মিথী আপু। ভালো থাকুন। শুভ অপরাহ্ন

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

মিথী_মারজান বলেছেন: ওয়াও!!!
লেখার মানের চেয়েও কয়েক হাজার গুণ বেশি সুন্দর একটা মন্তব্য পেলাম।
সুন্দর মনের মানুষদের কাছে সবকিছুই বোধহয় একটু বেশি সুন্দর লাগে ভাইয়া।
সুন্দর মন্তব্যে অভিভূত হলাম ভাইয়া।
শুভ বিকেল।
আর আপনিও সবসময় ভালো থাকুন এই প্রার্থনা করি।
থ্যাংক ইউ কিউটি ভাইয়া।:)

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান,




"শুধু জানি, দূরত্ব প্রয়োজন"
ভালো করে দেখতে হলে মাঝেমাঝে দূরেও সরে যেতে হয় যাতে দৃশ্যপট পরিস্কার ধরা পরে চোখে।

চমৎকার অন্ত্যমিলের কবিতা।
জোছনা ভরা রাতে বিদায়ী নৈশভোজের বিষণ্ণতম সংগীতই মধুরতম হয়ে উঠেছে যেন!

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

মিথী_মারজান বলেছেন: উফ্! ভাইয়া!
পারেন ও আপনি!
এসব ছাইপাঁশ লেখায় কিভাবে যে এত সুন্দর মন্তব্য করেন আমি অবাক হয়ে ভাবি!
কয়েকবার চেষ্টা করেছিলাম অন্ত্যমিলটা এ্যাভয়েড করতে।
এর আগে এমন ছন্দ মিলিয়ে কখনোই লিখিনি তাই কেমন একটু সংকোচ হচ্ছিল।
কিন্তু কিছুতেই এভাবে না মিলিয়ে অন্যগুলোর মত লিখতে পারলামনা।
তাই কেমন একটু ভয়ভয় লাগছিল পোস্ট করতে।
আপনার মন্তব্য পেয়ে সংকোচটা কাটলো।
শুধু তাই- না, কেমন একটু নির্ভার ও লাগছে।:)
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা শতত।
ভালো থাকবেন।:)

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

শিখা রহমান বলেছেন: কবিতাটা সানাইয়ের সুরের মতো। কি বিষন্ন!! কি অপার্থিব সুন্দর!! সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে যাবে জেনেও কবিতায় ডুবতেই হয়।

ভালোবাসা মিথীমনি। এমন করে অতলে ডোবাতে কেবল তুমিই পারো।

ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়!!

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

মিথী_মারজান বলেছেন: ওরে আমার সুইটু শিখা আপুউউউ!!!
এমন সুন্দর করে কেবল আপনিই ভাবতে পারেন।:)

থ্যাংক ইউ সো মাচ এত আদর আদর কমেন্টের জন্য।
এমন করে কেউ বললে আজীবন ভালো থাকতে ইচ্ছা করে।
অন্নেক ভালোবাসা প্রিয় আপু আমার।:)

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




নাহ এত ভালবাসা নাই । বিষ খামু কেন । তারচেয়ে নান্নার কাচ্চি আর বোরহানী ভালো । খানার পর স্টার থেকে ফালুদা ।


সরি,
আমি কিছু লিখলে সেটা কমেডি হয়ে যায় ।

কবিতা আমার বোঝার অসাধ্য । শুধু পড়েই আনন্দ নেই ।

দারুন ছন্দে লেখা হয়েছে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

মিথী_মারজান বলেছেন: হাহা।
স্যরির তো কিছু নাই।
বেশ মজা পেলাম আপনার মন্তব্যে।
কবিতা পড়ে আনন্দ পান এটাই বড় কথা, সবসময় যে বুঝতে হবে এমন কোন নিয়ম নেইতো ভাইয়া।:)
বেশ্ থাকুন খানাপিনা নিয়ে।
শুভেচ্ছা রইলো ভাইয়া।:)

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

সুমন কর বলেছেন: চমৎকার !!

একই ধাঁচের লেখা......................হাহাহাহাহাহাহা আবার কিচ্ছু মনে কইরেন না ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

মিথী_মারজান বলেছেন: কিছু মনে করিনি ভাইয়া।
একটুখানি বকে দিলেও পারতেন, এতে যদি একটু চেইঞ্জ হতো আমার লেখার স্টাইল। :)
ভালো থাকবেন ভাইয়া।
শুভ কামনা।:)

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

খায়রুল আহসান বলেছেন: জীবনের এই হাসি খেলায়
আমরা কতটা অবলীলায়
ভুল করে যাই,
ভাবার অবকাশ নাই।

ভুল, সবই ভুল,
যেতে দেয়া ভুল,
অভিমান ভুল,
বিদায়ী ভোজ ভুল।

তবে ফিরে আসা ঠিক,
মান ভাঙ্গা ঠিক,
ভালবাসা আর ক্ষমা,
মুদ্রার এপিঠ ওপিঠ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কত সুন্দর করে বললেন!
বিদায়ী ভোজ অবশ্যই ভুল।
আমি নিজেও এটাকে কখনো সমর্থন করিনা।
সুন্দর একটি কবিতার জন্য অনেক বেশি ধন্যবাদ।:)

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: এভরিবডি নিড(স) সেকেন্ড চান্স ফর কারেকশন - রাফা এর এ কথার সাথে আমি একমত (৭ নং মন্তব্য)।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

মিথী_মারজান বলেছেন: আমিও সহমত প্রদর্শন করছি।
জীবনে উত্থান-পতন থাকবেই, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।

ফিরতি মন্তব্যেে মতামত প্রকাশ করার জন্য আরেকবার ধন্যবাদ।
সুন্দর থাকুন সবসময়।:)

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুর্দান্ত কবিতা লিখেছেন মাননীয়া চন্দ্রমোহিয়ান! এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। তারপর বক্তব্যগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করলাম। বিদায় আর বিষণ্ণতায় মাখামাখি মন খারাপ করা কবিতা। কবিতায় প্লাস।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মিথী_মারজান বলেছেন: আহলান ওয়া সাহলান মাননীয় সম্রাট।
অনেকদিনপর আপনাকে পেলাম। (অবশ্য আমিই অনিয়মিত)
ভালো আছেন নিশ্চয়ই।
সামান্য লেখা পড়ে হৃদয়ঙ্গম করার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, সুন্দর থাকুন।
শুভ কামনা।:)

২২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কেমন আছেন?

সাড়া দিন মিথী।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

মিথী_মারজান বলেছেন: হ্যালো বিজনদা!
কেমন আছেন আপনি???
খানিকটা অসুস্থ ছিলাম আর কিছুটা পারিবারিক ব্যস্ততা, এসব মিলিয়ে ব্লগে আসার সময় করে উঠতে পারছিনা।
এমনিতে ভালো আছি।
আশাকরি আপনিও ভালো আছেন।
খোঁজ করেছেন দেখে কত যে খুশি হয়েছি!
থ্যাংক ইউ সো মাচ।:)



২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিষণ্ণতার অপার্থিব উপস্থাপন।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬

মিথী_মারজান বলেছেন: প্রিয় স্বপ্নবাজ :)
অনেকদিন পর ব্লগে লগইন করলাম।
এত দেরীতে রিপ্লাই দেবার জন্য প্রথমেই ক্ষমাপ্রার্থী।
কবিতায় আপনাকে পেয়ে অনেক ভাল লাগল।
সুন্দর মন্তব্যের প্রতিউত্তরে একরাশ ভালোলাগা রইল। :)

২৪| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:১১

মেঘ প্রিয় বালক বলেছেন: ইশ, আমি ডে কেন পারিনা এভাবে কবিতা লিখতে। একটু ধরিয়ে দেন না কিভাবে কবিতা লিখবো? আমি চিরকুট লিখি.সময় করে চিরকুট পড়ার দাওয়াত রইলো। আশা করছি দেখা হবে চিরকুটের পাতায়।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৩

মিথী_মারজান বলেছেন: হ্যালো মেঘ প্রিয় বালক
আপনার সাথে সম্ভবত স্যামহ্যোয়ারইন বাংলা গ্রুপে কথা হয়েছিল।
ভালো আছেন ডাক্তার সাহেব? :)
আপনার নিকটা খুব কাব্যিক, চিরকুট ব্যাপারটাও খুব রোমান্টিক, সুতরাং আমার মনেহচ্ছে আপনি চাইলেই সুন্দর কবিতা লিখতে পারবেন।
আপনার দাওয়াত গ্রহণ করলাম, ব্লগে লগইন করতে নতুন কোন সমস্যা নাহলে অচিরেই আপনার ব্লগে যাব।
শুভ কামনা আপনার জন্য। :)

২৫| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব অনেক ভালো আছে।

২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৬

মিথী_মারজান বলেছেন: আলহামদুলিল্লাহ্। :)

২৬| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



রুদ্ধস্বাসে বিষ পেয়ালায় চুম দিয়ে ঘুম দিলে সে ঘুম ভাঙ্গবেনা ইহকালে
হৃদয়ে এত বিরহী অনল জ্বালিয়ে দিয়ে ঐ দ্বার দিয়ে স্বর্গপুরীতে গেলেও
সেখানে তাকেও থাকতে হতে পারে ভিষনতর আগ্নেয়গিরির ধুর্মজালে!!

সুন্দর হয়েছে কবিতা , পাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল ।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪০

মিথী_মারজান বলেছেন: হাহাহা....। :p
কবিতার তিন লাইন আর ছবিটি দেখে অনেকক্ষণ হাসলাম এবং সেইসাথে পিলে চমকানো ভয়ও পেয়েছি।
আমি নিজেও কিন্তু আপনার সাথে সম্পূর্ণ সহমত।
আর হ্যাঁ, আপনার সেন্স অফ হিউমারে মুগ্ধ না হয়ে পারলাম না। :)

আমার ব্লগে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
আপনার জন্যও আন্তরিক শুভকামনা। :)

২৭| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই আপু আর লিখেন না কেনো এখানে

কী সুন্দর কবিতা মাশাআল্লাহ

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৬

মিথী_মারজান বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে মনটা ভরে গেল ছবি আপু।
আপনাদের সামান্যতম ভালোলেগে থাকলে মনেহয় লিখতে বসাটা স্বার্থক হয়।
এমনিতেও ব্লগে আমি খানিকটা অনিয়মিত।
সময় ও সুযোগ পেলে আবার নতুন কিছু পোস্ট করতে চেষ্টা করব। :)
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন আপু। :)

২৮| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ চমৎকার লাগলো আপু। তবে বাসি বিদায় বেশি বড় কমেন্ট করবো না।
পোস্টে অষ্টদশ লাইক।
শুভেচ্ছা নিয়েন।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সবসময় অনুপ্রাণিত করার জন্য।
দেখা হবে নতুন কোন লেখায়।
সেই পর্যন্ত সুস্হ, সুন্দর আর নিরাপদ থাকুন।
শুভকামনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.