নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

আকাশের ঠিকানায় চিঠি

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩



কেমন আছো জুঁথি তুমি???
ভাল থাকার, মন্দ থাকার অনুভূতি কেমন তোমার দেশে?
তোমারও কি মন খারাপ হয়?
কিম্বা অভিমানের অনুভূতি!
মন খারাপে সে দেশেও কি তোমার চোখে বৃষ্টি নামে?
বুক আকাশের সাদা মেঘের ধোঁয়াশাতে
চাপা পরে প্রিয় সব মুখ?
কত দূরে আছো তুমি? কোন সুদূরের অচিন গ্রামে?
কিইবা সেই দূর ঠিকানা?
আমার যে খুব জানতে ইচ্ছে করে জুঁথি!

শীত, বসন্ত, বর্ষা ঋতু -
পালা করে আসে যায় কি অচিন দেশে?
হিমেল হাওয়ায়, কুয়াশাতে
সেখানেও কি শিশির কণায় খেলা করে ভোরের আলো?
সে খেলা কি আনন্দ-তে?
নাকি গোপন দুঃখ পোষা থাকে সেই শিশিরে?
বৃষ্টি ভেজা কদম ফুলে নাকি কৃষ্ণচূড়ার লালে লালে
কোন রঙেতে ছবি আঁকো প্রিয়জনের?
আমাদের কথা একবারও কি পড়েনা মনে?
বোনের আদর, বাবার স্নেহ, দুখিনী এক মায়ের কথা...?
ছোট্ট ভাইটা কত্ত বড় হয়েছে জানো?
আমাদের আরেক রাজকুমারী, ছোট্ট পরী...,
সে যে তোমার কে হয়, এটা জানো কি তুমি?
ওদেরকে কি আঙুলে ছুঁতে পরাণ পোড়ে?

জানি হাসবে শুনে, তবুও বলি-
এখন আমার চুলের গোছায় ছিটে ফোঁটা তুষার জমা।
ধূসর রঙা পাক ধরেছে দাদীর দীঘল চুলের মতন।
বুড়ো আমায় দেখলে'পরে পারবে তুমি চিনে নিতে?
এখন বলো, দাদীর শরীর কেমন আছে?
সুখে, দুঃখে, মন খারাপে দাদীর বুকের গন্ধ নিও।
দাদাভাইকে সালাম দিও।
দাদার আদর বাঁচিয়ে কিছু আমার জন্য জমিয়ে রেখো।
কামাল ফুফা কেমন আছে?
ফুফু থাকে মন খারাপে, শ্রাবন্তীটা ভাল আছে;
ফুফাকে তুমি জানিয়ে দিও।

আচ্ছা জুঁথি, তুমি কি সেই তেমনই আছো?
দুই গালে টোল, মায়াবী হাসি,
রোদেলা আভা চুলের রঙে!
গালের টোলে আদর মাখা চুমু নিও।
কানের ভাঁজে কাঠগোলাপ ফুল আলতো গুঁজে
আয়নাপানে আমার হয়ে দেখে নিও।

আরেকটা কথা! আমার আদেশ। বলি শোন...।
তোমার চোখের ঘন পল্লবে অশ্রুজল নয়, কাজল মানায়।
চোখ দুটোতে সমুদ্র নয়, হাসি রেখো।
ভুলেও যেন শুনতে না পাই চোখটা ভেজা!
মুখের হাসি আগের মতই ছড়িয়ে রেখো।
দশ বছর তো হয়েই গেল!
সবুর কর আর কিছুদিন।
তারপরেতো যখন তখন আসবো চলে,
সিংহদোরে অপেক্ষাতে দাঁড়িয়ে থেকো।
এরপরেতে খুব জমিয়ে আড্ডা হবে।
আদরে আদরে ভরিয়ে দেবো,
পুষিয়ে দেব বকেয়া গুলো।
লক্ষী সোনা! বোকা আমার!
কাঁদেনা যেন!
খুব জলদি এসে তোমায় সব বলব।
কত গল্প জমা আছে!
দশ বছরে কি কি হল, কেমন ছিলাম! কেমন আছি!
চুলে তোমার হাত বুলিয়ে,ঘুম পাড়াবো বুকে নিয়ে।
ধ্যাত্তেরি ছাই!
লিখলে তোমায় চোখ কেন যে ভিজে আসে!
কত কি-যে বলার ছিল, কথারা সব যায় হারিয়ে।
আজ তাহলে থাক এটুকুই, পরে আবার কথা হবে।

মন খারাপ নয়, কাছে এসো।
চোখটা বুজো... আদর করি।
ধুর! বোকা মেয়ে!
এক্ষুনি নাও চোখটা মুছে।
আচ্ছা শোন!
তুমিওতো লিখতে পারো আমায় চিঠি।
অচিন ভাষা পড়তে পারি, নাইবা পারি;
বুকের ভেতর পরম মায়ায় রাখবো গুঁজে।
অক্ষর গুলো না চিনলেও ছুঁয়ে থাকব অনুভূতি।
আজ তবে যাই, থুক্কু! আসি।
ভাল থেকো সোনা আমার।
দেখা হবে খুব জলদি...।


--------------
২৩. ১০. ২০১৯ইং।

ছবিসূত্র : ইন্টারনেট।

মন্তব্য ৬৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০

আখেনাটেন বলেছেন: পরীর চিঠিও আমরা পাব শীঘ্রই। :D

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগল।

শুভকামনা।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
এতদিন পর ফিরে প্রথমেই আপনাকে পেয়ে ভাল লাগল।
ভাল আছেন নিশ্চয়ই। :)

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর একটা কবিতা পেলাম। ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩

মিথী_মারজান বলেছেন: কেমন আছেন স্বপ্নবাজ সাহেব?
বহুদিন পর ব্লগে এসে পরিচিত সবাইকে দেখে মন ভাল হয়ে গেছে।
সত্যিই সামুর ভেতর ম্যাজিক আছে। :)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চিঠি আহারে চিঠি - - - - -

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭

মিথী_মারজান বলেছেন: আহারে পৃথিবীর নিয়ম!

পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: পড়েছি অন্যখানে......!!

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪১

মিথী_মারজান বলেছেন: তখনও জানতামনা সামুতে এত সহজে আসা যাচ্ছে।
সেখানে পোস্ট করার একটু পরেই দেখলাম সামু ওপেন হয়েছে।
অনেক মনখারাপে খুব আনন্দের একটা সংবাদ। :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি দীর্ঘ একুশ দিন পর ব্লগে এলাম। এর আগেও কিছু দিন ছিলাম। আসলে সামু স্বাভাবিক ছিল না। তবে আজ এখনো জানি মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২

মিথী_মারজান বলেছেন: ইনশাআল্লাহ্।
এটাই তো আমাদের সবার চাওয়া। :)

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ আপু।
শুভ কামনা রইল।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

মিথী_মারজান বলেছেন: আজ আমার বোনের দশম মৃত্যুবার্ষিকী।
মন খারাপ থেকেই লেখাটা লিখেছি।
পড়ার জন্য ধন্যবাদ।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: জুথি'র জন্য ভালোবাসা।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

মিথী_মারজান বলেছেন: ভালোবাসা আর দোয়া ছাড়া আর কিইবা করার আছে আপু!

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১

উম্মে সায়মা বলেছেন: চিঠিটা বারবার পড়ে মন খারাপ করতেও ভালো লাগছে। এত হৃদয়গ্রাহী ❤ জুঁথীর জন্য ভালোবাসা। ভালো থাকুক জুঁথী......

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

মিথী_মারজান বলেছেন: দোয়া করবেন সায়মা আপু।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: যুথি নিশ্চয় ভালো আছে......

মানুষ কি আর দুঃখে থাকে....
ভালোই থাকে সুখেই থাকে
আলোয় থাকে ভালোয় থাকে...
দুঃখ দুঃখ ভাবে থাকে
ভালো মাঝে কালোয় থাকে...
আসলে কিন্তু ভালোই থাকে :)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

মিথী_মারজান বলেছেন: যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, আমার বোনটাও যেন ভাল থাকে।
আজ ওর দশম মৃত্যুবার্ষিকী।
অনেক অনেক মিস্ করছি ছোট বোনটাকে।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

নীল আকাশ বলেছেন: ব্লগ মুক্তির দিনে আপনাকে অভিনন্দন।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

মিথী_মারজান বলেছেন: আপনাকেও ব্লগ মুক্তির শুভেচ্ছা ভাইয়া।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

নীল আকাশ বলেছেন: এবং এত দিন পরে আবার ব্লগে ফিরে আসার জন্য।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

মিথী_মারজান বলেছেন: নিয়মিত থাকতে পারি আর না পারি, আমাদের সকলের প্রিয় ব্লগটা ভালো থাকুক। :)

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

আজকে সবি ভালো লাগছে ।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

মিথী_মারজান বলেছেন: সত্যিই তাই।
ভয়ঙ্কর মন খারাপেও ব্লগের জন্য অন্যরকম একটা আনন্দ হচ্ছে।

ধন্যবাদ ভাইয়া।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুলে যাওয়া চিঠির সূখানুভূতি অনেক দিন পর পেলাম!

আহা নীল খাম, হুলদ খামে চিঠি পেলে খূলে দেখার আগের যে উত্তেজনা!
দ্রুত হাতে এক পাশ দিয়ে ছিড়ে ফু দিয়ে খামটার পেটটা ফুলিয়ে দ্রুত বের করে আনা চিঠি!
তার পর!
দ্রুত থেকে দ্রুত পড়ে যাওয়া....

ভাল লাগলো অনেক :)

+++

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

মিথী_মারজান বলেছেন: চিঠির আবেদন সার্বজনীন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যে ভাইয়া।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম।

বিশাল বড় কবিতা। ++++

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

মিথী_মারজান বলেছেন: দুঃখিত ভাইয়া, বেশি বড় লেখা দিয়ে কষ্ট দিলাম বলে।
প্রথমে এটা চিঠি হিসেবে লিখতে শুরু করেছিলাম।
শেষদিকে এসে কবিতার মত লেখা হয়ে গেল।
অনেক ধন্যবাদ পড়ার জন্য। :)

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

ধ্রুবক আলো বলেছেন: মনের একটা ভালো লাগার বহিঃপ্রকাশ। খুব ভালো লাগলো। +++
সব সময় অবিরত থাকতে পারবো কি না বলা যাচ্ছে না। খুব ব্যাস্ত দিন যাচ্ছে।
ব্লগ উন্মুক্ত হোক এই কামনাই রইল।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

মিথী_মারজান বলেছেন: আমাদের সবার প্রার্থনা ব্লগটা ঝামেলাহীন থাক।
সত্যিই আজ সবার জন্য আনন্দের দিন। :)

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: দশম মৃত্যু বার্ষিকী! :(

নিশ্চয় ভালো থাকবে বোনটা।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

মিথী_মারজান বলেছেন: ইনশাআল্লাহ্।
দোয়া করার জন্য ধন্যবাদ আপু।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন: ব্লগ অবমুক্ত কালে আপনার লেখা পড়ছিলাম আর ভালো লাগা ছুয়ে যা্চ্ছিলো। প্রথম কমেন্ট আমি করেছিলাম আর প্রথম লাইক আমি দিয়েছিলাম ।কিন্তু একই পোষ্ট দুবার আসাতে সেই পোষ্টটি সরিয়ে ফেলেছেন হয়তো । খুব অভিমান হয়েছিলো ......যা হোক আবারও পড়লাম । নিজে নিজে অভিমান কাটালাম । লাইক ও দিলাম ।
লেখা খুব ভালো হয়েছে ।
শুভ সন্ধ্যা ।
শুভকামনা রইলো।
আজ সবকিছু নতুন নতুন লাগছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

মিথী_মারজান বলেছেন: আন্তরিক দুঃখ প্রকাশ করছি ভাইয়া।
লেখাটি পোস্ট করার সময় দেখলাম যে পোস্ট হয়নি।
পরবর্তীতে আবার চেষ্টা করায় তখন আবার দুইবার পোস্ট হয়ে গিয়েছিল।
একবার প্রথমটা, তো আরেকবার দ্বিতীয়টা চেষ্টাকরছিলাম ডিলিট করার জন্য।
ঠিক সেসময় ডিলিটও হচ্ছিলনা।
এরপর যখন সেই পোস্টটায় ডিলিট অপশনটা পেয়ে গেলাম তখন আসলে ঐটা ডিলিট না করলে প্রথম পাতায় একটা লেখারডাবল পোস্ট একটু বিরক্তিকর দেখাচ্ছিল।
অভিমান করার আপনার অবশ্যই যুক্তি আছে, তবুও আশাকরি আমার অনিচ্ছা এবং অপারগতা আপনি বুঝতে পারছেন।
ফিরতি মন্তব্য আর লাইকের জন্য কৃতজ্ঞতা ভাইয়া।
আপনার মনের উদারতায় মুগ্ধ হলাম।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জুঁথির জন্য ভালোবাসা রইল! আপনি খুবই সুন্দর করে লিখেছেন!

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

মিথী_মারজান বলেছেন: কেমন আছেন মাননীয় সম্রাট?
জুঁথির প্রতি ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।
অনেক ধন্যবাদ লেখাটি অনুভব করার জন্য।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর। ভালো লাগা রইলো।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

এক দমে ভিপিন ছাড়াই আকাশের ঠিকানায় চিঠি পড়লাম !!!!!!!!!!!! :) :)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাইয়া।
আজ ব্লগের সবার জন্যই অনেক বড় খুশির দিন।
অনেকদিন পর আপনাকে দেখেও আমার খুব ভাল লাগল। :)

২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমি অবশ্য এ পাড়ায় আগে দেখেছিলাম।
চমৎকার লাগলো আপু। ++
শুভকামনা জানবেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আজ আমার বোনের দশম মৃত্যুবার্ষিকী।
মন খারাপ থেকেই লেখাটা লিখেছি।
পড়ার জন্য ধন্যবাদ।

বোনের জন্য প্রার্থনা করি।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৪

মিথী_মারজান বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: আজ আমার বোনের দশম মৃত্যুবার্ষিকী।

সময় কত দ্রুত চলে। আল্লাহ তাকে জান্নাত দান করুক।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৭

মিথী_মারজান বলেছেন: সত্যিই সময় দ্রুত চলে যায় ভাইয়া।
দোয়া করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

জাহিদ অনিক বলেছেন: আকাশ'কে প্রযত্ন করা যত্নে লেখা চিঠিকাব্য খুবই আবেগময় করে লিখেছেন মিথী আপু

নানা রকম অবস্থার সাপেক্ষে একজন মানুষকে যত করকমভাবে ভালোবাসা যায়, যতভাবে মিস করা যায়; কবিতার তার প্রকাশ পেয়েছে।

শব্দ নিশ্চয়ই ছুঁয়ে গেছে সীমানা পেরিয়ে৷

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৪

মিথী_মারজান বলেছেন: এত সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা নিরন্তর ।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন পর এতো সুন্দর কবিতা নিয়ে এসে মুগ্ধতায় ভাসিয়ে দিলেন। অনেক ভাল লেগেছে। ভাল থাকবেন।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৭

মিথী_মারজান বলেছেন: মন্তব্যে আপ্লুত হলাম ভাইয়া।
আর এতদিন পর ব্লগে এসে আপনাদের সবাইকে পেয়ে আমার কাছেও অন্যরকম ভালোলাগছে।
আপনিও ভালথাকবেন সবসময়।
অনেক ধন্যবাদ।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

সোহানী বলেছেন: চমৎকার মিথী

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৮

মিথী_মারজান বলেছেন: পড়ার জন্যঅনেক ধন্যবাদ আপু।
শুভেচ্ছা জানবেন।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: বোন কে নিয়ে লেখা এমন একটি দীর্ঘ কবিতা আগেও লিখেছিলেন, সেটাও পড়েছিলাম। মর্মস্পর্শী কবিতা! + +
"সুখে দুঃখে মন খারাপে দাদীর বুকের গন্ধ নিও" - কি গভীর অনুভূতি থেকে উঠে আসা কবিতার একটি চরণ!
অভিভূত!
বোনের জন্য প্রার্থনা... আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাকে জান্নাত নসীব করুন এবং তার জন্য আপনাদের আমাদের সকলের নেক দোয়াসমূহ কবুল করুন!
৯ ও ১৮ নং মন্তব্য, এবং ১৮ নং প্রতিমন্তব্যও, ভাল লেগেছে। +

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯

মিথী_মারজান বলেছেন: দাদী আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ।
আর ছোট বোনটা যে কত আদরের ছিল সেটাতো বলার অপেক্ষা রাখেনা।
মৃত্যু পরবর্তী রহস্যময় সময়টা আমাদের সকলেরই ধারণার অতীত।
কল্পনা আর ধর্মীয় ব্যাখ্যায় বিস্তর ফারাক আছে জানি,তবুও মনেহয় ভেতরের কষ্টগুলো চাপা দিয়ে সাময়িক সান্ত্বনার জন্য নিজের মত করে অনেক কিছু কল্পনা করি। সত্যি মিথ্যা যা-ই হোক, আমার ভাবতে খুব ভাল লাগে আমার বোন, দাদী, আমার পরলোকগত দাদাভাই, সদ্যপ্রয়াত আমার ফুফু উনারা সবাই ওপারে ভাল আছেন। সুখে দুখে এই পৃথিবীর মত সেখানেও পরস্পরকে বেঁধে রেখেছেন অমলিন ভালোবাসায়।
সবসময়ের মত আপনার এই মন্তব্যটিও আমার মন ছুঁয়ে গেল।
আপনার সুন্দর দোয়াটি মহান আল্লাহ্ কবুল করুক। আমিন।

২৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩

ফয়সাল রকি বলেছেন: অপেক্ষা ব্যাপারটাই কেমন যেনো, তবে এমন একটা চিঠি আকূলতা আরো বাড়িয়ে দেয়।

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

মিথী_মারজান বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইল।

৩০| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: আট বছর আগে একই দিনে লেখা, একই মানুষকে নিয়ে লেখা, আপনার "আর্তনাদ" কবিতাটি পুনরায় পড়লাম। মন ও মনন যখন ঘন আবেগে আর মায়ায় বশীভূত, তখন কবিতা মর্মস্পর্শী না হয়ে যায় কোথায়?
আপনার পুরনো পোস্ট "আজ জন্মদিন তোমার" এবং "প্রশ্ন" পড়ে একটা করে মন্তব্য রেখে এসেছিলাম। সামু'র দুয়ার বন্ধ হয়ে যাবার কারণে হয়তো সেগুলো এতদিন দেখতে পারেন নি।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৭

মিথী_মারজান বলেছেন: ওহ্!
দুঃখিত।
নোটিফিকেশন পাইনি তাছাড়া মাঝখানে বেশ কিছুদিন ব্লগে আসিনি সেজন্য মন্তব্যগুলো চোখে পড়েনি।
আর্তনাদ, হৃদয়ের শোকগাথা এবং আকাশের ঠিকানায় চিঠি - এই তিনটি লেখাই আমার ছোটবোনের তিনটি মৃত্যুবার্ষিকীতে লেখা।
আজ জন্মদিন তোমার, আর প্রশ্ন - এ দুটিও জীবন কথন।
পুরোনো কবিতাতে শিরোনামের চেয়েও আমি সবসময় তারিখগুলো খেয়াল করি। সময়ের হিসাব করি।
কতটা সময় পেরিয়ে এলাম, সেই সময় আর এই সময়, সেই আমি আর এই আমি সবকিছুর রহস্য দেখে অবাক হই।
আমি সবসময় স্বীকার করি আমি কবিতা লিখতে পারিনা, তবুও কবিতার ফরমেটে জীবনের আনন্দ-বেদনাগুলোকে সাজাতে ভালবাসি আমি।
অভিজ্ঞতাগুলোই জীবনের সবচেয়ে বড় অর্জন। কষ্টগুলোতো কষ্টিপাথরের মত। নিজেকে চিনতে শেখায়।
ধন্যবাদ আপনাকে খুঁজে খুঁজে পুরাতন লেখাগুলো পড়ে মন্তব্য করার জন্য।
আমি এখুনি সেগুলো দেখে নিচ্ছি।


৩১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান,




অপূর্ব....অপূর্ব .........

পড়তে পড়তে মান্না দের " সে আমার ছোট বোন,বড় আদরের ছোট বোন..." গানটি কানে বেজে গেলো।
আর আকাশের ঠিকানায় লেখা চিঠির সবটুকু আকুতি যেন এই গানটিরই মতো ----- খুব জানতে ইচ্ছে করে

একসময় না একসময় অমোঘ নিয়তিতে মানুষকেও তো আকাশের ঠিকানায় ঘর বাঁধতে হয়! কোনও একদিন সেথায় আরেক মিথী যেন খুঁজে পান তার জুঁথিকে!

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

মিথী_মারজান বলেছেন: অসম্ভব সুন্দরএকটি মন্তব্যেে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
শেষের লাইন দু'টি যতবার পড়ছি ততবারই বিশ্বাস করতে ভালোলাগে।

আশাকরি ভাল আছেন।
শুভকামনা নিরন্তর। :)

৩২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৮

মলাসইলমুইনা বলেছেন: মন ভার শোক কাব্যে মর্মস্পর্শী করে জুঁথির জন্য নিজের ভালোবাসার কথা বলেছেন ।জুঁথি মনের ঠিকানার যেমন জেগে আছে অমলিন হয়ে তেমন আকাশের ঠিকানাতেও ভালো থাকবে তেমন সেই কামনাই থাকলো ।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

মিথী_মারজান বলেছেন: প্রিয় নদীতো আত্মীয়, এতদিন পর ব্লগে এসে আপনাকে মনে মনে মিস্ করেছি কিন্তু।
পোস্টে আপনাকে পেলে অন্য রকম ভালোলাগা কাজ করে সবসময়।
কেমন আছেন?
গতকাল চারবার রিপ্লাই দিয়েছিলাম আপনার মন্তব্যেে, দুইবার দেখলাম অর্ধেক রিপ্লাই পোস্ট হল আর দুইবার কমেন্ট উধাও হয়ে গেল।
সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম ছিল।
যাইহোক, ভাল আছেন তো?
অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্যেে অনেক ধন্যবাদ। :)

৩৩| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩১

খায়রুল আহসান বলেছেন: নতুন একটি লেখা নিয়ে ব্লগে ফিরে আসুন!

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৩

মিথী_মারজান বলেছেন: ফিরবো ইনশাআল্লাহ্।
আশাকরি ভাল আছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.