নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের মানবাধিকার ও আমাদের ২১ বছর ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

১৯৯২ সালের ১৯শে জানুয়ারি শহীদ জননী জাহানারা ঈমামের নেতৃত্বে গঠিত হয়েছিল ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি । প্রতিষ্ঠা লগ্নে সংগঠনটির দাবি ছিল বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে ৭১এর যুদ্ধাপরাধীদের বিচার করা । আজ জাহানারা ঈমাম আমাদের মাঝে নেই কিন্তু তার সে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে । বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে । আর স্বাভাবিক ভাবে এই বিচার র্কায বন্ধ করার জন্য চক্রান্ত করছে ৭১এর পরাজিত শক্তি আর তাদের দোসররা যা বাংলাদেশের গন্ডি পেরিয়ে চলে এসেছে সূদুর ইতালীতে ।

গত ১৩ই জানুয়ারি গ্লোবার ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর নামে মানবতা বিরোধীরা সমাবেত হয়েছিল রোমে । তাদের সাথে প্রগতিশীল বলে পরিচয় দানকারী অনেকেই ছিল । যাদের নামে রোমে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে আন্দোলন করে প্রসাশন ও সাধারন জনগন (প্রবাসী বাঙ্গালী) কাছ থেকে টাকা নিয়ে নিজের আখের গুছিয়েছে বলে আভিযোগ রয়েছে । এবার তারা নতুন নামে ভিন্ন রুপে মাঠে নেমেছে । তাদের দাবি ৭১এর মানবতা বিরোধীদের বিচারের জন্য গঠিত বিশেষ ট্র্যাইবুনাল বাতিল করতে হবে । মানবাধিকাররা (গ্লোবার ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস) মানবাধিকার হরনকারীদের বিচার চান না । আবার তারা বিশ্বজিতের (হরতালে নিহত) ছবি নিয়ে হাজির হয়েছেন, উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা নেওয়া । আমার প্রশ্ন বিশ্বজিতের পরিবারের জন্য তারা কি করেছে ? নাকি বিশ্বজিতের ছবি দেখিয়ে, মানবতার কথা বলে বেধর্মীদের কাছ থেকে টাকা নিয়ে পিয়াচ্ছা ভিত্তোরিয়া বা টার্মিনালের (ইতালীর রোমে অবস্থিত) আশেপাশে আরেকটি নতুন দোকান হবে খুব শিগ্রই । প্রিয় পাঠক, আমরা সেটা দেখার আপেক্ষায় রইলাম । প্যারিস, লন্ডন এবং ঢাকায় ওরা এভাবেই বিত্তশালী হয়েছে ।

উল্লেখিত সমাবেশে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্র্যাইবুনালকে ক্যাঙ্গারু ট্র্যাইবুনাল বলে এটিকে বাতিল করতে বলা হয়েছে যা রাষ্ট্রদ্রহীতার শামীল । আমরা ইতালীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করবো দ্রুত উল্লেখিত সমাবেশ আহবানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তা না হলে আমরা যথাযর্থ ব্যবস্হা নিতে বাধ্য হবো ।

স্থানীয় বাংলা পত্রিকা জন্মভুমির রির্পোট থেকে জানতে পারলাম গত ১৩ তারিখে মানবতা বিরোধী ও তাদের দোসরদের আয়োজিত সমাবেশ থেকে ইতালীর নির্মূল কমিটিকে চ্যালেঞ্জ করা হয়েছে হা হা হা ...। আমি স্পষ্ট করে বলতে চাই ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি যে কোন সময় যে কোন চ্যালেঞ্জ গ্রহন করতে রাজি আছে। কিন্তু প্রশ্ন হলো কাদের চ্যালেঞ্জ গ্রহন করবো, আজ যারা চ্যালেঞ্জ করেছে তাদের চ্যালেঞ্জ তো গ্রহন করেছিলাম ৭১এ এবং পরাজিতও করেছি ।আজ সময় এসেছে ওদের নির্মূল করার ।

মুক্তিযুদ্ধে বিশ্বাসী সমস্ত দেশপ্রেমিক জনসাধারন ও সংগঠনকে আহবান জানাই, আসুন ঐক্যবদ্ধ হয়ে ৭১এর স্বাধীনতা বিরোধী ও তাদের বর্তমান দালালদের রাজনৈতিক ভাবে নির্মূল করে ভবিষৎ প্রজ্জমের জন্য একটি শান্তির নির্বাস রেখে যাই ।ধন্যবাদ । খোদা-হাফেজ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.