নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

নিজামী খালেদাকে আলাদা করে দেখার কোন সুযোগ নাই ।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

সবাই বলছে বেগম জিয়াকে জামায়াত ছাড়ার জন্য কিন্তু বেগম জিয়া কিভাবে জামায়াতী ইসলাম ছাড়বেন ? তিনি নিজেই তো জামায়াতের লোক । জামায়াতের টাকায় বি এন পি চলে । বন্দুগন একটু পিছনে ফিরে তাকান, একটু ভাবুন আপনার পাশে যে মানুষটি আছে ১০/১৫ বছর আগেও তাকে কোন দল করেন জিঞ্জাসা করলে সে সোজা জবাব দিত আমি কোন দল করি না । ৮/১০ বছর আগে এই লোকই বলতো সে, বি এন পি করে, আর এখন যুদ্ধাপরাধীদের ফাসির রায় হওয়ায় সেই লোক গুলোই জামায়াতের জন্য জীবন বাজি রেখে মাঠে নামছে নাশকতা করতে । আপনারা কি বলতে পাবেন বতর্মান বাংলাদেশের প্রেক্ষাপটে কে, বি এন পি আর কে জামায়াতের সমর্থক । জামায়াত বি এন পি, তারা একই ভাষায় কথা বলে ।আসলে বাংলাদেশে বি এন পি বলতে কিছুই নাই, তারা সবাই জামায়াতের লোক । তাই বেগম খালেদা জিয়াকে অহেতুক জামায়াত ছাড়ার কথা বলে কোন লাভ নাই । সে নিজেই জামায়াতের লোক । বি এন পি জামায়াতেরই সৃষ্টি ।আমাদের প্রতিহিত করতে হবে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে । এখানে খালেদা নিজামীকে আলাদা করে দেখার কোন সুযোগ নাই । জয় বাংলা..

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৯

যোগী বলেছেন: তার দুই ছেলের চুরামির রাস্থা আবার তৈরী করতে হলে জামাত ছাড়া অন্য পথ নাই।

২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫২

বিডি আইডল বলেছেন: এই মহুর্তে সংসদে আইন করে জামাতের ধর্মভিত্তিক রাজনীতি নিষেধ করা হোক...না করলে সংসদে যে দলের মেজরিটি আছে তাদের সবগুলা খাপো

৩| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮

সাদা-কালো বলেছেন: খালেদা জিয়াকে অহেতুক জামায়াত ছাড়ার কথা বলে কোন লাভ নাই । সে নিজেই জামায়াতের লোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.