![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে হেফাজতে ইসলাম নামের জঙ্গি সংগঠকটি সাংবাদিক সম্মেলন করে বলেছে, চট্রগ্রামে গণজাগরন মঞ্চ সমাবেশ করতে পারবে কিন্ত কোন ব্লগার বক্তব্য দিতে পাবে না ।এর মানে কি ? হেফাজতে ইসলাম নামধারী মূর্খদের কি সামান্যতম ধারনা আছে ব্লগার সম্বন্ধে ? যদি থাকতো তাহলে এইভাবে বলতে পারতো না ।আর এদের কি ক্ষমতা আছে আল্লাহ প্রেরিত ধর্ম হেফাজত করার ।নামের মধ্যেই গন্ডগোল ধান্ধাবাজির রয়েছে ।এই সমস্ত কিছুর জন্য দায়ী বতর্মান সরকার ।কেন তারা ধর্ম ভিক্তিক বন্দ করছে না ।কেন ৭২ এর সংবিধানে ফিরে যায় না ।এই জন্য হাসিনাকে চরম মূল দিতে হবে ।
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: ছাগল কি খেতে ফলে ? চরিত্রে বুঝা যায়
৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
মদন বলেছেন: কেন ৭২ এর সংবিধানে ফিরে যায় না
৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
মদন বলেছেন: আপনি যদি তাদের জঙ্গী বলেন, তাইরে তারাওতো আপনেরে নাস্তিক কইবোই
কেউ সহনশীল নি , সবাই অস্থির, সবাই ভাবে নিজে ঠিক
, কেউ কারো মত মানতে রাজি না, কাউকে ছাড় দিতে রাজি না।
৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
মেফতাহুল সাগর বলেছেন: আমার একটা প্রশ্ন আছে - "আমরা জঙ্গি বলতে কি বুঝি?" আপনি কি মনে করে একটা সংগঠকের নামের শেষে জঙ্গি শব্দটি ইউজ করলেন? ভাল থাকবেন।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
টকঝালমিষ্টি বলেছেন: কিছু ব্লগার নামের কুলাঙ্গার যখন ইসলাম ধর্ম, তার বিভিন্ন বিধি বিধান, আল্লাহ কুরআন নবী রাসুলদের নিয়ে কটুক্তি আপত্তিকর মন্তব্য করে গেছে ব্লগে, তখন কিন্তু আপনি আমি আমরা নিশ্চুপ বসে থেকেছি। নিজেদের বিজ্ঞতার প্রমাণ রেখেছি নিশ্চুপ থেকে! বোবা শয়তান সেজেছিলাম আরকি!
আজ যখন আহত মুসলিম মন ব্লগারদে অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেয়ালে পিঠ ঠেকে যাবার পর, তখন আমরা তাদের মুর্খ' ডাকছি। অবাক কান্ডই বটে।
আপনি বড় জোর মাষ্টার্স হয়ত করেছেন কোন একটা সাবজেক্টে, আর ব্লগে দু কলম লিখতে শিখেছেন। এতেই নিজেকে এত জ্ঞানী ভাবার কি আছে যে আর একজনকে, একদল দেশ বরেণ্য আলেমকে মূর্খ ডাকতে হবে?
দয়া করে নিজের অঝ্হনার দিকে একবার দেখুন। হয়ত কাজ দেবে।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
কালো পতাকার খোঁজে বলেছেন: হা হা হা। আপনার ভাষা আর লেখা পড়েই হাসি আসতেছে। আজাইরা।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
নন্দনপুরী বলেছেন: ইনশাল্লাহ আমরা আশাকরি ব্লগাদের নামে ছড়ানো গুজব গুলো থেকে ব্লগারদের মুক্ত করতে পারবো।
৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
হাফিজুর রহমান মিতু বলেছেন: মদন সাহেব ছাড় দিলাম বলেই তো চট্র্রগ্রামে গেলাম না । গেলে কি করতে পারতো তারা । সব কিছুরই এটা লিমিট আছে । তারা বেশি বাড়াবড়িই করছে না । আর একটা কথা দুলাইন সুরা মুখস্ত বললেই আলেম হইয়া যায় না এটাও তাদের মনে রাখা উচিৎ ।
১০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
এম আর সুমন বলেছেন: আপনিই আসল মূর্খ। আপনার মতো আজাইরা পাবলিক ব্লগে না আসলে আজ ব্লগের এ দুর্নামটা হত না।
১১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
এম আর সুমন বলেছেন: মিতু, সেখানে দু লাইন সুরা মুখস্ত করার মত কেউ নাই। সেখানকার বেশিরভাগই দেশবরেন্য আলেম। এখন আপনার প্রয়োজনে আপনি সত্য অস্বীকার করতে পারেন, তাই বলে তো আর সত্য মিথ্যা হয়ে যাবেনা।
১২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
শোয়াইব আহেমদ বলেছেন: যে সব কুলঙ্গা,নরকে কিট,সেফটি ট্যাংকের গু নাস্তিক নামধারী চটি লেখকদের জন্য সব ব্লগারদের সম্মান নষ্টহচ্ছে তাদেরকে ওয়েব দুনিয়া থেকে দূর করে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
হাফিজুর রহমান মিতু বলেছেন: এম আর সুমন সাহেব ভালই বলেছেন । আপনার তো পাকিস্তানী কোন ব্লগে থাকার কথা ছিল, এখানে কেন ভাই ? আপনি তো কাপুরুষের মত অন্যে ছবি ব্যবহার করে জঙ্গিদের দাদা সেজে আছেন । শত শাহস থাকলে নিজের সুদশর্ন ছবি প্রোফাইলে দিয়ে এরপর আসুন । তথা হবে ইনশাল্লাহ । জয় বাংলা ।
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
টকঝালমিষ্টি বলেছেন: আর একটা কথা দুলাইন সুরা মুখস্ত বললেই আলেম হইয়া যায় না এটাও তাদের মনে রাখা উচিৎ ।
বড় অহংখার ও দম্ভপূর্ণ এ কথাটা। রোমের বাজারে ফূল বিক্রেতা, হোটেল টেকওয়ের বয় বেয়ারাও দেখি আজ কাল বিশ্বসেরা আলেম হয়ে গেছে। তা আপনার মসত আলেম ব্লগে থাকতে আমাদের আর চিন্তা কিসের? আপনি দয়া করে আমাদের বলে দিন না, আলেম হতে হলে কি কি জানতে হয়? আপনার জ্ঞানগর্ভ আলোচনা শুনে আমরা একটু কৃতার্থ হই, কি বলেন?
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
আশফাক সুমন বলেছেন: "হেফাজতে ইসলাম নামের জঙ্গিদের কি ব্লগার সম্বন্ধে কোন ধারনা আছে ?"--- ভাই, আপনার এই মন্তব্য পড়ে আপনাকে প্রশ্ন আপনি হেফাজতে ইসলাম কে জঙ্গি বললেন কিসের ভিত্তিতে? শুধু একজন উগ্র অমুসলমান অথবা মুনাফিক এদেরকে জঙ্গি বলবে। দয়া করে জামাতে ইসলামি আর হিফাজতে ইসলামকে এক করে দেখবেন না। এতে আপনার মূর্খতাই প্রকাশ পাবে ।
"নামের মধ্যেই গন্ডগোল ধান্ধাবাজির রয়েছে ।এই সমস্ত কিছুর জন্য দায়ী বতর্মান সরকার ।কেন তারা ধর্ম ভিক্তিক বন্দ করছে না ।কেন ৭২ এর সংবিধানে ফিরে যায় না ।"-- ভাই, আপনি কি মুসলিম । যদি মুস্ লিম হন, আপনার অধিকার নাই ধর্ম ভিক্তিক রাজনিতি / সংগঠন নিষিদ্ধের দাবি করার । জামাত শিবির ধমকে ব্যাবহার করছে- নিষিদ্ধ
করার দাবি করা যায় । এটা রাজনৈতিক সিদ্ধান্ত ।
মনে রাখবেন আল্লাহর কাছে ফিরে আপনার পরিচয় হবে আপনি মুস লিম কিনা। আপনি বাংলাদেশি/ বাঙালি কিনা – এটা তখন মূল্যহীন ।
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
নষ্ট ছেলে বলেছেন: কয়েকজন ভাল আলেম ওলামার নাম বলেন তো?
যদি মনে করেন দাড়ি টুপি থাকলেই জঙ্গি তাইলে বলার দরকার নাই!
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০
গারো হিল বলেছেন: হেফাজতে ইসলাম একটি জঙ্গি সংগঠন আপনি কি করে জানলেন ?
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
তোমোদাচি বলেছেন: আপনি যেভাবে না জেনে বা অর্ধেক জেনে ওদের সবাইকে জংলী বলে দিলেন ওরাও তেমন না জেনে সকল ব্লগারদের নাস্তিক চিন্তা করে। ওদের ভিতর আর আপনার ভিতর কোন পার্থক্য নেই !!!
সাধারন মানুষের কাছে ব্লগারদের সম্পর্কে বিরূপ ধারনা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার মত অতি উত্তেজিত কিছু ব্লগার দায়ী!
১৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
anonno420 বলেছেন: যত সব আবাল পোস্ট। সাধারন মানুষের কাছে ব্লগারদের সম্পর্কে বিরূপ ধারনা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার মত অতি উত্তেজিত কিছু গাধা ও আবাল ব্লগার দায়ী!
২০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
নষ্ট ছেলে বলেছেন: মাওলানা সাহবে কোথায় গেলেন? কারো কমেন্টের জবাব দিচ্ছেন না কেন? নাকি মোনাজাতে বসে গেলেন
২১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
বিডি আমিনুর বলেছেন: আপনার যেমন হুজুর নাম শুনলেই জঙ্গি মনে হয় তাদের ও ব্লগার শুনলে নাস্তিক মনে হয় । তাদের সম্পর্কে আপনার যেমন ধারনা ব্লগারদের সম্পর্কে তাদের ও ঐ রকম ধারনা। তাদের মাঝে আপনার মাঝে কোন পার্থক্য নাই ।
২২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
মদন বলেছেন: মৃত্যু আসুক তখন ঐ দুইটি সুরা জানা হুজুরই আগে খুজতে হবে। থাবা বাবারও জানাজা পড়তে হইসে, দুইটা সুরা জানা হুজুরেই জানাজা পড়াইসে। আমাদের কয়েকহালি ডক্টরেট ডিগ্রীধারী আপা দিয়াও কিন্তু হয় নাই।
২৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
টকঝালমিষ্টি বলেছেন: দু কলম বাংলা লিখতে শিখেছেন, ব্লগে পোষ্ট দিয়েছেন যেন, হিমালয় জয় করেছেন আমাদের মহাজ্ঞানী ব্লগার সাহেব।
তো এখন কারো মন্তব্যের জবাব না দিয়ে কই গেলেন স্যার!
২৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
লুক্কায়িত বলেছেন: আপনি নামের মধ্যে ইসলাম দেখেই জঙ্গী ট্যাগ দিয়ে দিলেন তাহলে তো ওনারা ব্লগারদের নাস্তিক বলবেই।
২৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
িনষ্ঠুর বলেছেন: বোক** কি গাছে ধরে। ব্লগ লেখতে আইছে
২৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
হাবিব০৪২০০২ বলেছেন: আমি ছোটোখাটো অল্প জানা মানুষ, বিজ্ঞ মানুষদের উদ্দেশ্যে কিছু বলার মত ক্ষমতা নেই তারপরও নবীজীর জীবনী পড়ে যতটুকু জেনেছিলাম উনি নাস্তিক-মুরতাদ,ধর্ম বিদ্বেষী সবার সাথেই কুশল বিনিময় করতেন; নিজের ব্যবহারের দ্বারা শত্রুর হৃদয় জয় করতেন.
অথচ হেফাজতে ইসলামের হুজুররা শাহবাগের লিডারদের সাথে মিটিংই করতে রাজি হলেন না. উনারা সুযোগটা কাজে লাগিয়ে তাদের ভাষায় নাস্তিক ব্লগারদের ইসলামের দাওয়াত দিতে পারতেন, এতে বরং তাদের সওয়াবই হত. খ্রিষ্টান পোপ/পাদ্রী এরা সকল মতের মানুষের সাথে হাসিমুখে কথা বলে মানুষের মন জয় করে অথচ ইসলামের অধিকাংশ হুজুররাই গোড়া. অন্যান্য দেশের কথা বলতে পারব না তবে চাইনিজদের কথা জানি, এদের কাছে ইসলামের তুলনায় খ্রিষ্টধর্মের ইমেজ ভাল
২৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: তোর এমন লেখায় তোকে মানষে তাবড়াইব ও নাস্তিক ও বলবে।
দুই লাইন লিখে গিয়ান দিতে চায় আবাল কোনানকার
২৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮
বুদ্ধিমান বলেছেন: তারা ব্লগার মানে নাস্তিক মনে করে। শিবির এভাবে তাদের ব্রেন ওয়াশ করছে।
২৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
শিপু ভাই বলেছেন:
ব্লগার কি?
- একজন লোকের নাম!!!
উনি কি?
- নাস্তিক!!!
৩০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
ব্লাক সেপ্টেম্বর বলেছেন: হাফিজুর রহমান মিতু নামক বেউকুফ ইতালীতেও আছে
৩১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
হাফিজুর রহমান মিতু বলেছেন: একটা কাজে বাইরে গিয়ে ছিলাম । আমি কোন ডক্টর বা বড় কোন আলেম নই । আমি নিজেকে একজন খাটি মুসলমানই মনে করি । আমি হতাশ আপনাদের মন্তব্য গুলি পড়ে । আমাকে কি দেখাতে পারবেন শাহাবাগের কোন বক্তব্য ইসলাম ধর্মে বিরুদ্ধে গেছে । ডাঃ ইমরানের কোন বক্তব্য ? এই যে এখন আমরা এখানে লেখালেখি করছি বা আমার লেখা যদি ইসলামের বিরুদ্ধে যায় সেটার জন্য কি শাহাবাগের গণজাগরন মঞ্চ দায়ী । এটা একান্ত আমার ব্যপার । শাহাবাগের কোন কর্মকান্ড ইসলামের বিরুদ্ধে না বা কোন আলেমের বিরুদ্ধে না । কেন বিখ্যাত আলেমদের জঙ্গি বা মূখ বলা হয়েছে । জঙ্গি বলা হয়েছে তাদের কথাবার্তার নমুনা দেখে । আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভিতে তারা মারমুখি ভঙ্গিমায় কথা বলে । ইসলাম আমাদের এই শিক্ষাদেয় না । তারা না জেনেই ব্লগার সম্বন্ধে কথা বলে । আপনিও একজন ব্লগার । যারা নবীজিকে নিয়ে বাজে কথা বলেছে,অবশ্যই তাদের শাস্তি হতে হবে ।
হেফাজতে ইসলাম এর আলেমদের ইসলাম ধর্ম হেফাজতের জন্য মাল্টিপারপাস(সুদের ব্যবসা) বন্দ করার জন্য আন্দোলন করতে হবে । সংবিধান থেকে মদ জুয়ার অনুমোদন বাতিলের দাবি জানাতে হবে । হিজাব পড়ার আইন করার জন্য আন্দোলন করতে হবে । আর হুমকি ধামকি দিয়ে নয় মানুষকে/ব্লগারদের বুঝিয়ে ইসলামের পথে আনতে হবে । নবীজি তাই করতেন । তাহলেই এদেরকে কেউ জঙ্গি, মূর্খ বা ধর্ম ব্যবসায়ী বলবে না । আমি ব্লগার, আমি মুসলমান, আমি নবীজীর উম্মত তাই আমার লেখা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা চাইছি । তবে হে আলেমরা যদি নবীজীর দেখানো পথেই চলে তাহলে আমি তাদের সম্মান করবো না হলে জঙ্গি বলবই ইনশাল্লাহ ।
৩২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: মদন বলেছেন: আপনি যদি তাদের জঙ্গী বলেন, তাইরে তারাওতো আপনেরে নাস্তিক কইবোই
কেউ সহনশীল নি , সবাই অস্থির, সবাই ভাবে নিজে ঠিক , কেউ কারো মত মানতে রাজি না, কাউকে ছাড় দিতে রাজি না।
লেখক তুমি কি মালু নাকি??? ইসলাম এর মানে জাইনা গ্যাজাইতে আইসও
৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
রঙ্গমঞ্চ বলেছেন: লেখক কে বলছি, জানিনা আপনি কি ডিগ্রী অর্জন করেছেন যার ফলে আলেম ওলামাদের মূর্খ বলছেন। আর আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানেন এবং পালন করেন তাও জানিনা। তবে আপনার লেখার ধরন দেখে মনে হচ্ছে আপনি নাস্তিক না হলেও তাদের দোসর। তাইত আলেম ওলামাদের কর্মসূচী দেখলে আপনার গাত্রদাহ শুরু হয়। মনে রাখবেন একদিন মরতেই হবে এবং সেদিন আপনি কার দোসর ছিলেন সেটাও দেখা হবে। সুতরাং হামকে বাবু ভাবখানা বাদ দিয়ে সবাইকে মূল্যায়ন করতে শিখুন, মূর্খের মত আবোল তাবোল বকে নিজেকে শ্রেষ্ঠ মূর্খের পরিচয় দিয়েন না।
৩৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২
লালবািত বলেছেন: আপনার জ্ঞান যদি আলেমদেরকে জঙ্গি, মুর্খ বলতে শেখায় এমন বিদ্বানকে আমরা আবু জাহেল বলি!! ধিক জ্ঞান পাপী! আবু জাহেলের নাম কিন্তু আবুল হিকাম তথা প্রজ্ঞার বাবা ছিল!
৩৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮
কাজী মামুনহোসেন বলেছেন: বুদ্ধিমান বলেছেন: তারা ব্লগার মানে নাস্তিক মনে করে। শিবির এভাবে তাদের ব্রেন ওয়াশ করছে। (
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
লেখোয়াড় বলেছেন:
হে প্রভু, তুমি এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো।
প্রিয় হুজুরগণ ব্লগারদের ভুল বুঝবেন না।