নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

আমি পিয়ালে সমর্থক নই

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

গত কদিন চীনা বামদের নিয়ে পিয়ালের লেখার পর (জামায়াতীদের বেনামের চেলা চীনা বামরা) চীনা বামরা মিঃ পিয়ালকে নিয়ে লিখছে তাই কিছু না লিখে পারলাম না । আমি ভয় পাই কুকুর আর পাগলকে । বঙ্গবন্ধু হয়তো চীনা বামদের ভয় পেত, আমি যেভাবে ভয় পাই কুকুর আর পাগলকে সেভাবেই । এরা যেই দেশ প্রেমের কথা বলে সেই একই দেশ প্রেমের কথা বলছে জামায়াতীরা । বাংলাদেশে চীনা বামদের মুক্তিযুদ্ধের পর সাধারন জনগনের মাঝে আসল চেহেরা বের হয়েছে, যখন তারা আওয়ামী লীগের বিরোধীতা করতে গিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াতের চেলা হয়েছেন । জামায়াতের সৃষ্টি বিএনপির মন্ত্রী সভায় জামায়াতের সাথে মন্ত্রী হয়েছেন । যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইবুনালকে বির্তকিত করার জন্য জামায়াতীদের সাথে সুর মিলিয়ে (জামায়াতীরা বলে সরকার ট্রাইবুনালে হস্তক্ষেপ করছে) চীনা বামরা চিৎকার করে বলেছে সরকার জামায়াতের সাথে আতাত করে কাদের মোল্লার রায় দিয়েছে । এই চীনা বামরা কত বড় স্বাধীনতা বিরোধী তা দেখতে অপেক্ষা করতে হবে আরো বছর ২/৩ । বিএনপির মত তাদেরও মুখোশ বের হবে । আমরা দেখেছি চীনা বামদের জনপ্রিয়তা এই সরকারের সময়, বিভিন্ন সময় তাদের কর্মসূচীতে জনগনের কি সমর্থন আছে । এরা বঙ্গবন্ধর সময়ও রাতের আধারে পাটের গুদামে আগুন দিত এখনও সর্বহার পাটির নামে রাতের আধারেই কাজ করে । চীনা বামরা কখনই বাংলাদেশের স্বাধীনতায় বিস্বাসী নয় । যদি হতো তাহলে এদের গায়ে কখনও চীনা বাম লেবেল থাকতো না বা লাগতে দিত না । চীন তো আমাদের স্বাধীনতার বিরোধী ছিল । তাই এরা (চীনা বামরা) কখনও জয় লাভ করতে পারবে না । নামে বেনামে জামায়াতীদের চেলা হয়েই আছে এবং থাকবে এই চীনা বামরা । তাই জামায়াতীদের মত এদের থেকেও সাবধান থাকতে হবে সত্যিকারের স্বাধীনতার পক্ষের শক্তিকে । জয় বাংলা জয়, বঙ্গবন্ধু জয়, হোক শাহাবাগের আন্দোলনের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.