নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

আস্তিক দাবীদারদের বলছি, শুকুরের ফার্ম দিতে চেয়ে ছিলাম সম্মানীত ব্যাক্তি হওয়ার জন্য....

০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৯

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে আমরা একটি স্বাধীন দেশ পেলাম । ৭২এ পেলাম ধর্ম নিরপেক্ষ সংযুক্ত সংবিধান । শুরু হলো স্বাধীন ধর্ম নিরেপক্ষ বাংলাদেশের পথ চলা । সংবিধানে ধর্ম নিরেপক্ষ লেখা থাকলেও বাংলাদেশ চলছিল অনেকটাই ইসলামী ধাচে । মদ জুয়া নিষিদ্ধ ছিল আইন করে । এছাড়াও বাংলাদেশে স্থায়ীভাবে বিশ্ব এশতেমার জায়গা হয়েছে, বাংলাদেশ সদস্য হয়েছে ওআইসির । শুধু চুরির দায়ে হাত কাটা বা শিরছেদ ছাড়া ইসলাম ধর্মের বেশির ভাগ আইনই ছিল বাংলাদেশে বঙ্গবন্ধুর সরকারের সময় । কিন্ত এতে করে ধর্ম ব্যবসায়ীদের মন ভরেনি । ধর্ম নিরেপক্ষতার কারনে তাদের ধর্ম ব্যবসা বন্দ ছিল । তাই ৭৫ এর পর মেজর জিয়া যখন ক্ষমতা নিল সামরিক আইন জারি করে তখন ধর্ম ব্যবসায়ীরা খুশি হলেন । কারন তথন জেনারেল জিয়া সংবিধান থেকে ধর্ম নিরেপক্ষতা বাদ দিয়ে বিসমিল্লাহ রহমানের রাহীম বসালেন, সেই সাথে তিনি বাংলাদেশে মদ জুয়ার অনুমতি দিলেন আইন করে । তিনি আইন করলেন মদ বিক্রি করতে পারবে যে কোন লোক লাইসেন নিয়ে । মেজর জিয়া হারামকে হালাল করলেন । এক কথায় বিসমিল্লাহ বলে মদ পান করার বৈধতা পেল বাংলাদেশ । এর পর জেনালের এরশাদ এলেন, তিনি একধাপ এগিয়ে বিসমিল্লাহ সাথে করলেন বাংলাদেশ ইসলামী রাষ্ট । সংবিধানে মদ জুয়ার সাথে যোগ করলেন ৩০ জন মহিলা সংসদ সদস্যের, যারা থাকবে অনির্বাচিত । এতে ধর্ম ব্যবসায়ীরা বাহবা দিলেন । এরপর এলো খালেদা সাথে সমর্থক ধর্ম ব্যবসায়ী জামায়াত । পরে হাসিনা । আবার খালেদা+জামায়াত, সংবিধানের কোন পরিবর্তন হলো না । ধর্ম ব্যবসায়ী জামায়াত ক্ষমতায় তাকলেও তারা সংবিধানে ইসলাম পরিপন্থি আইন বাদ দেওয়ার কোন দাবী জানালেন না ।বিসমিল্লাহ বলে মদ খেয়ে জুয়া খেলার অনুমতি সংবিধানে রয়েই গেল ।এরই মাঝে এলেন এক ড. সাহেব । তিনি প্রতিষ্ঠা করেছেন গ্রামীন ব্যাংক নামের এক সুদের কারখানা । পেয়ে গেলেন নোবেল প্রাইজ । হয়ে গেলেন বাংলাদেশের সম্মানীত ব্যাক্তি । ৯০ ভাগ মুসলমানের সংবিধানে ঘোষিত ইসলামী রাষ্টে ইসলাম ধর্মে হারাম সুদের ব্যবসা ঘরে ঘরে পৌছে দিয়ে ড. ইউনুছ যদি সম্মানী ব্যাক্তি হতে পারে । তাহলে আমি শুকুরের ফার্ম দিয়ে ভাল ব্যবসা করে সম্মানী ব্যাক্তি হতে চাইলে দোষের কি আছে ।

আস্তিক দাবীদারদের সমস্যা কোথায় ? শুকুরের ফার্ম করতে চাই, এই পোষ্ট ফেজবুক ও ব্লগে দেওয়ার পর পাকিস্থানী জারজ সন্তান, বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী বিএনপি, হেফাজত, জামায়াতের কুরুচিপূর্ণ সমর্থকরা যে ভাষায় মন্তব্য করেছে তা দেখে আমি লজ্জিত । এই দাড়ি টুপিওয়ালা ধর্ম ব্যবসায়ীরা কি ড. ইউনুছকে দেখে না ? যে কিনা কিছু দিন আগেও সমকামীতার পক্ষে কথা বলেছে । ফেজবুক আর ব্লগে কথায় কথায় যে সমস্ত আস্তিকরা আমাকে নাস্তিক বলেন দয়া করে উত্তর দিবেন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৮

রানার ব্লগ বলেছেন: পনার ফার্ম আপনি ক্করবেন, কে কি বলল এটা নিয়ে না ভেবে, কিভাবে ফার্ম টা কে গুছিয়ে সুন্দর ও লাভ জনক করা জায় এটা ভাবুন, জুগে জুগে আমাদের দেশে এই সব ধর্ম ব্যাবসায়িরা ছিল আছে থাকবে, তাদের কাজই হল ভুং ভাং দেখিয়ে মানুশের মনে ভয় তৈরি করে রাখা যাতে মানুষ তাদের কাছে পানি পরা নিতে যায়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনাকে কিছু বলে লাভ নাই আপনি উওর দেন না। প্রশ্ন করা বৃথা ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

জাগতিক ভালবাসা বলেছেন: শুকুরের ফার্ম করেন।প্রব্লেমটা কই?যদি ইসলামে মানা হয় তাইলে আপন ধর্ম পরিবর্তন করেন।কেউ তো মানা করে নাই।নামের আগে মোঃ কেটে দেন।আপনার ব্যাবসা আপনি করবেন,যা খুশি তা করবেন।আস্তিক নাস্তিক টানার কোন দরকার নাই।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

মামুন রশিদ বলেছেন: শুকরের ফার্ম করেন আর ব্রোথেল ব্যাবসায় নামেন, এটা আপনার ব্যাপার । এখানে আস্তিক-নাস্তিক টানার দরকার কি!!

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

হাফিজুর রহমান মিতু বলেছেন: আস্তিক নাস্তিক তো আমি আনি না, আনে ধর্ম ব্যবসায়ীরা, কিছু হইলেই নাস্তিক নাস্তিক.... ইসলাম গেল....

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

জনাব মাহাবুব বলেছেন: আজাইরা পোষ্ট B-)) B-)) B-)) B-)) B-)) B-))


যাদের খাইয়া দাইয়া কাজ নাই এরকম পোষ্ট তাদের মাথায় আসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.