নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

ধ্বংসের দ্বারপ্রান্তে মাঠ পযায়ের রাজনীতি,

১১ ই মে, ২০১৪ দুপুর ২:৩১

ট্রাকের হেলপারি করে আজ নারায়গঞ্জের কাউন্সিলার লক্ষ কোটি টাকার মালিক নূর হোসেন । এই রকম নুর হোসেন আজ ঢাকা সহ সমস্ত বাংলাদেশে হাজার জন রয়েছে । তৃনমূলে বেশির ভাগ রাজনৈতিক দলের সভাপতি, সাধারন সম্পাদক পদে রয়েছেন এই ট্রাকের হেলপার, ড্রাইভার, জমির বিক্রির দালালদের মত লোকেরা । এরাই নির্বাচনের সময় দলের সমর্থন আদায় করে নির্বাচিত হন । এলাকায় এলাকায় শিক্ষিত ভোটাররা এই হেলপার আর ড্রাইভারদের ভোট দিয়ে নির্বাচিত করেন । নির্বাচিত হয়ে এই জমির দালালরা যখন অন্যের জমি, খাল বিল, নদী দখল করে নিজেদের আখের গোছায়, আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, তখন ঐ শিক্ষিত সম্প্রদায়, সুশীল সমাজ হয়ে এসি রুমে চার কোনা টেবিলকে গোল টেবিল বানিয়ে মিনারেল ওয়াটার পান করে কাকস কন্ঠে তারই দেওয়া ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ছবক দান করেন । আর বলেন রাজনীতি টাউট বাটপারদের হাতে চলে গেছে ।

১৯৯১ সালে ঢাকা ৪ আসনের নির্বাচনে এক ট্রাক ড্রাইভারের কাছে হেরে গিয়েছিল ঐ সময়কার কমিউনিস্ট পাটির প্রধান সাইফুদ্দিন আহাম্মেদ মানিক । এমপি নির্বাচিত হবার পর ঐ ট্রাক ড্রাইভার আজ কোটিপতি এবং বড় নেতাও যিনি বর্তমানে দৌড় সালাউদ্দিন নামে পরিচিত । এই দৌড় সালাউদ্দিনের আবির্ভারের পিছনে দায়ী ঢাকা ৪ আসনের শিক্ষিত সমাজ । দল নমিনেশন দিলেই কি তাকে ভোট দিতে হবে ? যদি তাই হয় তাহলে নূর হোসেনদের জন্ম হবেই । আর সার্টিফিকেটধারী সুশীল সমাজ কাকস কন্ঠে জাতিকে ছবক দিবেই । ধন্যবাদ ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ রাত ১০:১৯

তিক্তভাষী বলেছেন: কথা ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.