নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

তৌহিদী জনতার দেশে ফরমালিনের মিছিল

১৭ ই জুন, ২০১৪ রাত ২:৪৪

পকেটে হারাম কামাই করা টাকা নিয়ে হালাল মাংস কিনতে দোকানে যাওয়া আমরা বাংলাদেশের জনগন এখন তৌহিদী জনতা হয়েছি ।

পীর আউলিয়া আর বর্তমানে হাজার হাজার মাদ্রাসায় (ঢাকায় প্রায় প্রত্যেকটি মসজিদের সাখে একটি করে এতিমখানা/মাদ্রারা রয়েছে ) আল্লামা, মুফতি ও আলেমে ভরফুর আমার সোনার বাংলাদেশে ঘুষ, সুদের ব্যবসা, খাদ্যে ভেজাল, খুন-খারবি, আর মাদকের থাবায়ও ভরফুর । ট্রাকে ট্রাকে মিছিল করে ঢাকায় আসছে ফরমালিন মেশানো ফল । ইসলাম ধর্মে হারাম এই কাজ গুলি সবই হচ্ছে এই ইসলাম ধর্মের নামেই ।অধিকাংশ লোকই নবী মোহাম্মদ (সাঃ)এর সুন্নতের নামে মাথায় টুপি আর মুখ ভর্তি দাড়ি রেখেই করছে এই সব অপকর্ম ।

কদিন আগে এক বিখ্যাত আল্লামা মাত্র ৪০ কোটি টাকার জমির জন্য সরকারের কাছে বিক্রি করলেন তৌহিদীর জনতার ঈমান । যারা কদি আগেও বাংলাদেশ থেকে ইসলাম গেল বলে মতিঝিলে জড়ো হয়েছিলেন আর ঘোষনা দিয়ে ছিলেন বর্তমান নাস্তিকবাদী সরকার পদত্যাগ না করা পষন্ত তারা ঘরে ফিরবেন না । যদিও ঐ রাতেই তারা তাদের মহামূল্যমান ঈমান পুলিশের কাছে জমা দিয়ে ভেগে গিয়েছিলেন ।

এত পীর আউলিয়া, আলেম ওলামা, মূফতি আর আল্লামা তবুও কেন এত সমস্যা । এখন প্রশ্ন জাগে কি পড়ানো হয় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা হাজার হাজার মাদ্রাসা গুলিতে ।

বছরের শেষ সময়ে মাঝ রাত কোথাও কোথাও শেষ রাত অবধি চলে ওয়াজ মাহফিল ।বিশ্বে কোথাও নবী মোহাম্মদ (সাঃ) অথবা ইসলাম ধর্ম সর্ম্পকে কোন কুটক্তি করলে ঢাকার রাজপথ দাবিয়ে বেড়ায় লাঠি হাতে হাজার হাজার সাদা পাঞ্চাবি পড়া খাটি মুসলমানেরা ।

নবী মোহাম্মদ (সাঃ) অথবা ইসলাম ধর্ম সর্ম্পকে কোন কুটক্তি করলে তখন দেশের ভিতরে অরজগতা করতে সব সময় তৈরী তাকে এই তৌহিদী নামধারী জনতা । ঘুষ, সুদের ব্যবসা, খাদ্যে ভেজালের মত হারাম কাজ গুলিতে পবিত্র কুরআন আর নবী মোহাম্মদ (সাঃ) এর কোন অপমান হয় না । তাই ৯০ ভাগ মুলমানের দেশের তৌহিদী জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায়ও নামে না । বরং অতি উৎসাহ নিয়ে এই হারাম কাজ গুলি করেও থাকেন । আমাদের দেশে আল্লামা সফী, চরমোনাই পীর সহ সকল ইসলামী গ্রুপের কাজ হলো ইসলামের নামে কিভাবে ক্ষমতার মজা নেওয়া যায় সেই চেষ্টা করা । এদের মধ্যে সত্যিকারের ঈমান কতটুকু আছে সেটাই দেখার বিষয় । নবী মোহাম্মদ (সাঃ) বলেছেন যে, এমন এক সময় আসবে যখন মসজিদ ভরা মুসুল্লি থাকবে কিন্তু তাদের ভিতর ঈমান থাকবে না । আমার মনে হয় সে সময়টা এসে গেছে । বাংলাদেশের দিকে তাকালেই এটা ভাল বুঝা যায় । ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ রাত ৩:১০

নতুন বলেছেন: সমাজে ভন্ডামী যখন সব স্হানে ছড়িয়ে পড়ে তখন আমাদের দেশের মতন অবস্থা হয়...

২| ১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:১৯

মরণের আগে বলেছেন: আমিইতো ভন্ডো, আমিঠিক সবঠিক ।

৩| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৭

রন৬৬৬ বলেছেন: You are an expatriate. There are around 9 million expats living around the world. They know exactly what is happening in Bangladesh in the name of ISLAM. I was in Abu Dhabi, UAE for 11 years. Islam left Middle Eastern countries long time ago. Arabs are no longer the followers of ISLAM. Mecca and Medina became commercial hub. Back in Bangladesh, people are performing HAJJ after committing heinous social crimes. They have black spot on their forehead by praying 5 times a day. Majority of these people are working for the government departments, business people, military personnel, doctors and engineers etc. They are remitting huge amount of money overseas to make sure their children are safe and sound abroad. They are the most corrupted people and looting our money. At the end of the day, we all are paying the high price in the society. This is known as 'Mockery of ISLAM.' Common people in BD thinks we became pious and religious. What a joke! You take bribe and next day you became Haji shab (respected person). Can you wash away your sins by going to mosque and Mecca? No religion permits that. Very soon our entire society is going to suffer.






আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.