নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

চাকরি হারালেন দুই ডাচ্ কোচ । ব্যথতার পাল্লা ভারি হচ্ছে বাফুফের সভাপতি সালাউদ্দিন সাহেবের ।

১৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৩

ভাল খেলোয়ার হলেই যে ভাল অফিসিয়াল হওয়া যায় না তা ম্যারাডোনার পর আবারো প্রমান দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ।
শুধু বড় বড় কথা আর স্বপ্ন দেখানো ছাড়া কিছুই তিনি দিতে পরেননি এই পদে এসে ।
কাজী সালাউদ্দিন সাহেব যখন দায়িত্ব নিলেন মৃত প্রায় ফুটবল আবার বাংলাদেশে জেগে উঠবে বলে অাশা করে ছিল এই দেশের ফুটবল প্রেমীরা ।
ঢাকার বাইরের কথা বাদই দিলাম । ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগ থেকে শুরু করে প্রিমিয়ার লীগ পষন্ত কোন লীগই ঠিক সময় মত করতে পারছেন না তিনি ।
বলা হয়ে তাকে পাইওনিয়ার লীগ থেকেই ভাল ফুটবলার বের হয়ে আসে । এই লীগে ১৬ বছরের মধ্যে খেলোয়ারদের খেলার কথা থাকলেও চরম অনিয়ম (টাকা খেয়ে)করে ২০/২২ বছরের খেলোয়ারদেও খেলতে দেওয়া হয় অধিকাংশ দলে ।
বাংলাদেশে জাতিয় ফুটবল দলের জন্য বিদেশি কোচ দরকার নাই, দরকার পাইওনিয়ার আর তৃতীয় বিভাগের খেলা ফুটবল দল গুলির কোচদের বিদেশি কোচ দিয়ে কোচিং করানো । তবেই তৃণমূল থেকে ভাল ফুটবলার গড়ে উঠবে । তখন তাদের বিদেশি কোচ দিয়ে কোচিং করালে ভাল ফল পাওয়া যাবে ।
দীর্ঘ দিন ইউরোপে থেকে আমার কাছে এটাই মনে হয়েছে । কারন আমিও এক সময় ঢাকায় জুনিয়ার ডিভিশনে ফুটবল খেলেছি । তখন দেখেছি যারা আমাদের ফুটবল কোচিং করাতো তাদের ফুটবলে জ্ঞানের পরিধি কতটুকু বা এখনো আমি একটি ফুটবল একাডেমী পরিচালনা (জুরাইন ফুটবল একাডেমী-ঢাক) করি । আমি দেখি আমাদের কোচ বাচ্ছাদের কি শিক্ষা দিচ্ছে । তাই জুনিয়ার ডিভিশনের কোচদের বিদেশি কোচ দিয়ে কোচিং করালেই আগামী ৫/৬ বছরের মধ্যে বাংলাদেশ ফুটবলে ভাল অবস্থানে যাবেই । ধ্যনবাদ

//s3.amazonaws.com/somewherein/pictures/mito989/10-2014/eb2c7d4df5f0d045caaac3d1380b8dd5_tiny.jpeg]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো খেলোয়াড় (!) ছিলেন বলেই ভালো ক্রীড়া সংগঠক হবেন এটা ভাবা অবান্তর । একজন ভালো সংগঠক হওয়া অনেক কঠিন বিষয় ।

ভালো থাকুন :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৭

নিজাম বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.