নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

‘উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীই বাবাকে হত্যা করেছে’......

১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২২

বাংলাদেশের ইসলামী মৌলবাদীরা তাদের সকল ক্ষমতা আর ধর্ম চর্চা দেখায় প্রগতিশীদের উপর ।
রাতের অন্ধকারে অথবা চোরের মত পিছন থেকে আঘাত করে মেরে ফেলে মুক্তমনা লোকদের ।
আমি স্বাধীন ভাবে কথা বলবো সেই স্বাধীনতা আমাকে আল্লাহ দিযেছেন পবিত্র কুরআনে নবী মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে । আমি সঠিক কাজ করলে বেহেশত আর অন্যায় কাজ করলে দোজক, হিসাব পরিস্কার । অথচ
মাথায় টুপি আর থুতমার উপর কয়টা দাড়ি রেখে দুইলাইন আরবি বলেই তারা জানান দেয়, তারাই সব জানে, তারই আল্লাহর অনুসার বাকী সব গাব গাছ ।
এই সমস্ত উগ্র মূর্খ্য জঙ্গীদের জন্যই আজ বিশ্বে মুসলমানদের মানুষ ঘৃনা করে, বাকা চোখে দেখে ।
কোথায় আজ বিন লোদেন ?
সারা দুনিয়ার মুসলমানদের জঙ্গী বানিয়ে ৩/৪ বউ নিয়ে উচু দালানে আনন্দ ফর্তি করে তিনি তো ঠিকই সুখে শান্তিতে ছিলেন । এখন কোথায় গেল তার ইসলাম জিহাদ ?
আসলে ইসলাম ধর্ম হচ্ছে একটি শান্তির ধর্ম ।
কিন্তু কিছু মূর্খ মৌলবাদী আছে যারা নিজেদের স্বার্থে নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদের ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গী বানিয়ে প্রগতিশীলদের উপ লেলিয়ে দেয় । ঐ সমস্ত ভন্ড আলেমরা ভাল করেই জানে যে, তারা যেভাবে চিন্তা করে ক্ষমতায় যাওয়ার বা ইসলামী রাষ্ট প্রতিষ্ঠা করা, এটা তারা কোন দিনই পবে না। কারন আল্লাহর নবী (সাঃ) কখনো এ পথে রাষ্ট ক্ষমতা নেননি । তিনি ইসলাম প্রচারের মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট প্রতিষ্ঠা করে ছিলেন । এবং তিনি বিদায় ভাষনে বলেছেন,
‘‘হে লোক সকল মনে রেখ আমার পরে কোন নবী নেই, তোমাদের পরে কোন উম্মত নেই । কাজেই নিজ প্রতিপালকের এবাদাত করবে । পাচ ওয়াক্ত নামাজ আদায় করবে । রমযান মাসে রোযা রাখবে । সানন্দ চিত্তে নিজের ধন-সম্পদের যাকাত দিবে ।নিজ পরওয়ারদের ঘরে হজ্জ করবে । নিজের শাসকদের আনুগত্য করবে । যদি এরুপ করো, তবে তোমরা পরওয়ারদেগারের জান্নাতে প্রবেশ করতে পাবে ।যে ব্যাক্তি এখানে উপস্থিত রয়েছ তারা আমার বানী অনুপস্থিতদের কাছে পৌছে দিবে’’।
নবীজি কোথাও বলেনি যে তোমর যাও দেশে দেশে গিয়ে রাষ্ট ক্ষমতা দখল কর ।
হেফাজতে ইসলাম বা জামায়াতে ইসলামের মত দলের নেতারা ইসলাম ধর্মের অপব্যবহার করে কোটিপতি হয়েছেন । হেফাজতের জিহাদের হুমকার আমরা দেখেছি । ৪০ কোটি টাকার মূল্যের রেলওয়ের জমি লীজ নেওয়ার মাধ্যমে কিভাবে তারা ঈমান বিক্রি করেছে বতর্মান সরকারের কাছে ।
জামায়াতী ইসলামের ইসলাম ধর্মও আমরা দেখেছি । ক্ষমতার লোভে একজন বেপর্দা মহিলার নেতৃত্বে কোন ইসলাম ধর্মকে তারা প্রতিষ্ঠার করেছে বাংলাদেশে ?
আজকের বাংলাদেশে এমন কোন ইসলামী দল নাই যার প্রধান কোটি টাকার মালিক না । চরমোনাই এর পীর থেকে শুরু করে যত পীর ফকির আছে যারা ইসলামী শাসনের কথা বলে তারা অধিকাংশই কোটিপতি, কোথায় পায় এত টাকা ?
বাংলাদেশে জঙ্গীবাদ বন্দ করতে হলে আগে এই সব ভন্ড পীর ফকির আর আলেমদের আইনের আওতায় আনতে হবে । আর ব্যাপক ভাবে প্রচার করতে হবে ইসলাম ধর্মে মূল বানী । ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫৫

রাফা বলেছেন: প্রকৃত ইসলামের মাধ্যমেই এই ভন্ড প্রতারক ইসলামের এজেন্টদের ধংস করতে হবে।
সরকারের উচিৎ প্রতিটি মসজিদ-মাদ্রসায় সঠিক শিক্ষা পদ্ধতি প্রচলন করা।

ভন্ডদের ছেলেমেয়েদের কাউকে দেখাতে পারবেননা মাদ্রাসা থেকে লেখাপড়া শিখেছে।

২| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৩

মাহমুদুল করিম লিংকন বলেছেন: সহমত

৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৩৭

কাহাফ বলেছেন:
অনৈতিকতা-স্বেচ্ছাচারিতা-সন্ত্রাস-নারী নির্যাতন-অস্রবাজী এই সব কারা করছে.....???
মুক্তমনা নামধারী ব্যক্তিরাই সমাজ কে কলোষিত করছে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.