নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক ধোলাইতে আমি ব্যাথিত নই ।

৩১ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৩৪

বর্তমান বাংলাদেশে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পষন্ত শিক্ষকরা রাজনৈতিক পদলেহিয়ায় ব্যস্ত । একেকটা প্রতিষ্ঠানের শিক্ষকরা ৩/৪ গ্রুপে বিভক্ত । আর তাদের গ্রুপিং শক্তিশালি করতে তারা ব্যবহার করে ছাত্র নামধারী কিছু কুছাত্রকে । যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকেন । দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের আসল রুপ বেরিয়ে অাসে । এখন যেমন ছাত্রলীগ । শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী যে কুছাত্ররা আজ শিক্ষক ধোলাই করেছে, খোজ নিলে দেখা যাবে হয়তো কিছু দিন আগে ঐ শিক্ষকদের সুপারিশেই এই কুছাত্রের দল, ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনে জায়গা পেয়েছে ।
টিসু পেপার, যখন যার সামনে পড়ে তখন সে ব্যবহার করে ।

যত দ্রত শিক্ষক মহাদয়েরা রাজনৈতিক পদলেহিয়া থেকে বের হয়ে আসবে, তত দ্রত তারা তাদের সম্মান ফিরে পাবে । আর নিজ ছাত্রে হাতে ধোলাই থেকে রক্ষা পাবে । এবং সেই সাথে রক্ষা পাবে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন গুলিও ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:০৭

সরলপাঠ বলেছেন: ডঃ জাফর কয়েকদিন পর পর খবরের শিরোনাম হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তার রাজনৈতিক ভূমিকার জন্যে। আর ছাত্রলীগ খবরেরে শিরোনাম হয় অছাত্রের মত আচরনের জন্যে। জাফর সাহেবের উচিৎ হয় সত্যিকারের রাজনীতি করা, নতুবা তিনি আওয়ামীলীগের কোলে বাম আদর্শের আগাছা হিসাবে শুধু নিত্য নতুন সমস্যাই তৈরি করে যাবেন। এতে মানুষ শুধু বিভ্রান্তই হবে, কিন্তু দেশের কল্যানে কোন কাজে আসবেনা।

২| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ ইউনিভার্সিটির শিক্ষকেরা প্রাক্তন ক্যাডার; ক্যাডারদের ক্যাডেরা পিটাচ্ছে।

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১

মামু১৩ বলেছেন: এ সকল 'রাজনৈতিক' শিক্ষকদের ধোলাই-ই প্রাপ্য! দরকার শফি হুজুরদের মত শিক্ষক, মেয়েরা পড়বে ক্লাশ ফোর (মাদ্রাসা মাধ্যমে) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে 'নাস্তিক' বানানো হয়!

৪| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০

রানার ব্লগ বলেছেন: মামু ১৩ @ আপনি কয় ক্লাশ পাস দিছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.