![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসার সামনে থেকে প্রতিদিন ময়লা সংগ্রহ করার জন্য রহিম বিকেলবেলা চলে আসে ঠিক সময়ে। রহিম যখন মরিয়মের বাসার সামনে থেকে ময়লা সংগ্রহ করে বস্তায় ভরতে থাকে তখন মরিয়ম রহিমের দিকে তাকিয়ে নাক বন্ধ করে নাক ধরে বিরক্তি ভরে তাকায়।
মনে মনে বলতে থাকে যে এই মানুষগুলোকে দেখলে গায়ের মধ্যে ঝাঁকি দিয়ে উঠে মনে হয় বমি করে দেবো।
প্রতিদিনই কোনভাবে যদি রহিমের দিকে ময়লা তোলার সময় মরিয়মের চোখ চলে যায় তবে প্রতিদিনই সে এরকম একটা ভাব দেখায়।
একদিন মরিয়ম বাড়িতে কাজ করছিল ঠিক এমন সময় রহিম ময়লা তুলতে তুলতে তাদের দরজার সামনে এসে নক করলো।
মরিয়ম দরজা খুলে রহিমকে দেখতে পেয়ে সাথে সাথে নাক ধরে বলল বিরক্তি স্বরে যে কি ব্যাপার তুমি এখানে এসেছ কেন। তোমার গা দিয়ে তো জঘন্য গন্ধ বের হচ্ছে।
এক্ষুনি ওদের গেটের সিঁড়ি থেকে নিচে যাও। এই কথা বলে মরিয়ম রহিমকে ধমকাতে লাগলো।
রহিম আর কোন উপায় না পেয়ে মরিয়মের সিঁড়ি থেকে নিচে গিয়ে বলল যে আপা আমি ময়লা তুলতে এসেছিলাম। ময়লা তোলার সময় হঠাৎ এই ঘড়িটা আমার চোখে পড়ল।
ঘড়িটা দেখে ভাবলাম যে দেখতে নতুন মনে হচ্ছে হয়তো ভুল করে ময়লা ঝুলির ভেতরে পড়ে গেছে তাই এটা ফেরত দিতে আসলাম।
কিন্তু এসে আপনি যে এমন আচরণ করবেন সেটা ভাবতেও পারিনি। একটা কথা বলি আপা আমরা ময়লাওয়ালা হলেও আমরাও আপনাদের মত মানুষ।
আপনি হয়তো এই পরিষ্কার ঝকঝকে ফ্ল্যাটে বাস করেন আর আমরা আপনার এই ফ্ল্যাটের ময়লা কুড়িয়ে নিয়ে গিয়ে আপনার বাসার আশেপাশে পরিবেশটাকে পরিষ্কার রাখতে আপনাকে সাহায্য করি।
আমরা যদি ময়লা নিয়ে না যেতাম তবে আপনাদের মত বড়লোকরা এবং ঝকঝকে পরিবেশে থাকা তো দূরের কথা দুর্গন্ধে বাঁচতেও পারতেন না।
আপনারা যেমন কর্ম করে সংসার চালান ঠিক আমিও এই কাজ করে সংসার চালাই। মানুষকে মানুষ মনে করতে শেখেন আপ। ভালো থাকবেন।
এই কথা বলে রহিম মরিয়মের সামনে থেকে চলে গেল এবং মরিয়ম যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রহিমের দিকে তাকিয়ে। এই মুহূর্তে তার কি বলা উচিত সেটা সে কোনভাবেই ভাবতে পারছে না।
শুধু মনে মনে ভাবছে যে আসলেই তো সে রহিমের সাথে যে আচরণ করেছে বা যে ভাব দেখিয়েছে সেটা আসলেও ঠিক হয়নি। তারাও মানুষ। আর তাদের মত ময়লা ওয়ালাদের জন্যই মরিয়মরা পরিষ্কার পরিচ্ছন্ন এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে আছে।
আরো দেখতে পারেনঃ তথ্যাদি
©somewhere in net ltd.