![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় আঁকা পথে আমি হেটে বেড়িয়েছি বিগতকাল
তোমার ফ্রেমে বন্দী হবার আগে।
একচিলতে বৃষ্টির মেঘ হয়ে ভেসেছি কয়েকটা বসন্ত
কেউ ডাকেনি হৃদয়ে ঝরে পড়ার আকূতি নিয়ে।
তোমার চোখে চেয়ে ভেবেছি হয়ত তুমিই সেই অনামিকা অথবা পারমিতা
যাকে হৃদয়ের মলাটে রাখব সুগন্ধি ফুলের পাশাপাশি।
অনেক অনেক দিন পরে কোন এক মিষ্টি বিকেলে ধুলিমাখা বুক সেলফে
তোমাকে খুলব প্রথম প্রেমের বুক ধুকপুকুনি নিয়ে।।
-মিজান
২৭-০৯-২০১৬ ইং।
©somewhere in net ltd.