![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনসাই ভালবাসতে তুমি তাই বাসার ঝুল বারান্দা ভরে তুলেছি অজস্র বনসাইয়ে
গোছালো মানুষের সুনাম আমার ছিল না কোন কালে
সেই আমি দেখে যাও কি দারুন গুছিয়ে নিয়েছি নিজেকে
তোমার সামনে আমার দৈন্য দেখাবোনা বলে।
তুমি ভাবতে পার আমি সিগারেট ছেড়ে দিয়েছি, বদলে ফেলেছি রাতজাগার অভ্যাস
না বলে কয়ে ভ্রমণের নেশাটাও কাটিয়ে উঠেছি বেশ
আমি আজকাল ঘর থেকে বেরুই না বললেই চলে
না জানি কখন তুমি এসে ফিরে যাও আবার সেই না ফেরার দেশে বড্ড অসময়ে।
আলী মিজান
১৩-১১-২০১৬ ইং।
©somewhere in net ltd.