![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোড়ামুখোরা বলে কোন প্রেম হয়না অমন প্রথম প্রেমের মতন
স্বর্গ মর্ত্য তুচ্ছ সকল এমনই তার শিহরণ।
বালক ছেলেটি স্বপ্নে বিভোর বালিকার দেখা নাই
নাওয়া খাওয়া সব শিকোয় উঠল ইতিউতি খুঁজি তাহায়।
"শী" "রিটার্ণ অফ শী" পড়া মগজ "আয়শা" "হিয়া"কে খোজে
লতা শিলারা বেহুদা কাজে, তাহাকে কোথায় পাই
ভাবনার মেঘ গুড়গুড় বৃষ্টি অসময়ে হানা দেয়
হৃদয়ে বোনা অলীক স্বপন ধীর লয়ে ফিকে হয়।
অবশেষে বহু বসন্ত পরে আজি স্বপ্ন বোনার সেদিনগুলি মনে পড়ে
কত ভালবাসা এলোগেলো, কল্পনার হিয়াকে খুজে পাইনি আজো
জানি সে অবান্তর, তবু দাগ কেটে যাওয়া ভালবাসা কে ছিল? খুঁজি উত্তর-
আমি ভালবেসে তাকে "তিনি" বলে ডাকতাম বন্ধুমহলে সে এ নামেই পরিচিত।
সেই "তিনি" আজ কোথায় আছেন কত ক্রশ দূরে জানিনা
মন খারাপ হলে নাচের বাতিক "তিনি"র আজো আছে কিনা অজানা
শুধু জানি আমার চোখের মহাকাশে "তিনি" অবিনশ্বর তাঁরা
আমার সন্ধ্যেগুলো আজো কাটে না সেই তাঁরাটি ছাড়া।।
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
মি জা ন বলেছেন: ধন্যবাদ "শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) " অণুপ্রেেরণাদায়ী সুন্দর মন্ত্বব্যের জন। ভাল থাকুন নিরন্তর।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০২
আশফাক ওশান বলেছেন: আশা করি খুব দ্রুত "তিনি" কে খুজে পাবেন!
চালিয়ে যান।
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
মি জা ন বলেছেন: কিছুটা না পাওয়া আছে বলেই জীবন এত সুন্দর। সব পেলে নষ্ট জীবন। ধন্যবাদ ভ্রাতা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সেই "তিনি" আজ কোথায় আছেন কত ক্রশ দূরে জানিনা
মন খারাপ হলে বাতিক "তিনি"র আজো আছে কিনা অজানা
অসাধারণ, সুন্দর লেখা।
+++++++++++