![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম তুমি না বলে চলে এলে এই অবেলায়
দুরু দুরু বুকে ভূমিকম্প একে তোমায় রাখি কোথায়।।
ভীরু ছেলেটির জন্য তুমি জীবনের বড় উপহার
ভাবতে পারছিনা অতটা অসম্ভবেও তুমি হবে আমার।।
আমি আজ বাঁধনহারা, পাগলপারা যেন ঝড়ো হাওয়া
বোঝাতে পারবনা তুমি জীবনে কতটা বড় পাওয়া
আমি আজ খুশির ঝড়ে উড়ব ঐ সুদূর নীলিমায়
হাজারবার বলতে চাই প্রিয়া ভালবাসি তোমায়।।
তুমি এলে সুখের হিমেল পরশে
ভরালে আমায় অপার্থিব আবেশে।
মাতালে মোরে কী এক নতুন উল্লাসে
পরালে মালা পরানে একবাক্যে ভালবেসে।।
২৪-১২-২০১৬.
©somewhere in net ltd.