![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বলেছিলে চোখে চোখ রেখেই
বড় বড় চোখ দু'টোতে চেয়েছিলাম অপলক
সেখানে ভালবাসার ছিটেফোঁটাও চোখে পড়েনি বলে কেটে পড়েছি
হয়ত ভুল ছিল চোখের তোমার অথবা আমার।।
ঈশ্বর সবজান্তা হন, আমি ঈশ্বর নই, হতেও পারবনা জানি
আমার বিশ্বাসেই আমি বাঁচি, খাই, গান গাই
মিথ্যে আশ্বাসের ভারী পাল্লা দূরে ঠেলে রাখতে পারি বলেই হয়ত
এখনো আমি মানুষই আছি, যে কিনা স্বর্গদূত অথবা অপদেবতা হতে ভাল।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
মি জা ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাইয়া আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। চেষ্টা করব নিয়মিত লিখতে। ভাল থাকুন প্রিয় ভ্রাতা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনায় ধার আছে
নিয়মিত লিখবেন আশা করি।
+++++++