![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাতে আর ঘুমুতে পারবনা জানি
আজ সারারাত আমি তোমাকে নিয়ে ভাবব
তোমার মাথা হতে পা অবধি শরীরের প্রতিটি বাঁক তাতে স্থান পাবে
শুধু মাত্র অলীক ধোয়াশা মনের স্থান হবে না আমার ভাবনায়
এবং তুমি সেটা জানো।
এখানে আলাদা বর্ণনা নিষ্প্রয়োজন প্রতিটি অঙ্গের, সকলেই তা কমবেশি জানে
বাহুল্য বর্জিত প্রতিটি নারীই নধর মাংশের স্তুপ, আমি তোমার আগেও অনেক ব্যবচ্ছেদ করেছি
ওরা বিন্দু মাত্র কষ্ট পায়নি এবং তুমিও কিছু টের পাওয়ার আগেই ছিন্নভিন্ন হয়ে যাবে
তোমার আধখোলা বিভ্রান্ত চোখ দুটো সামান্য গোল মরিচ, লবন আর খাঁটি গাওয়া ঘিয়ে মুচমুচে রেসিপি হবে
আমি ভাল একটা নাম ঠিক করেই রান্নায় হাত দেব।
চিন্তা কর না তুমি, বেশি দিনের বাঁসি মাংশ খেলে আমার গা গুলিয়ে আসে
অচিরেই আমি নেমে পড়ব শহরের নীলচে আলোয় রাতে
নতুন শিকার সিলেকটেড হয়ে গেলেই আমি তোমাকে গো গ্রাসে গিলব
আসলে টাটকা মাংশের লোভ আমি সামলাতে পরিনা এবং সেটা তুমিও বুঝবে।
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২
মি জা ন বলেছেন: মন্তব্যে প্রীত হলাম শায়মা আপুমনি। ভয় না পেলে সাইকো নামের স্বার্থকতা কোথায়? ভাল থাকুন আমার প্রিয় বোনটি।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬
ANIKAT KAMAL বলেছেন: বুঝতে চেষ্টা করব অারো
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫
মি জা ন বলেছেন: হুম চেষ্টা করে যান ভাইটি আমার। দারুন কাটুক আপনার সারাটাদিন। ভাল থাকুন।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১
শায়মা বলেছেন: সাইকো নাম ১০০% সার্থক ভাইয়ু!!!!
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
মি জা ন বলেছেন: মন্তব্যে টুপি খুলে অভিবাদন প্রিয় বোনটি আমার।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১
শায়মা বলেছেন: বাপরে!
খলিলুল্লাহ মার্কা কবিতা ভাইয়া!
সবাই তো ভয় পেয়ে যাবে।