![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা পানসে হয়, প্রিয় মুখ বদলায়
সীমাহীন ছলনা অথবা পরকীয়ায়।
কি সুখ বিষে বুঝিবে সে কিসে
সে যে কি পেতে চায় কে তারে বোঝায়।
কি সেই টানে দুগ্ধ পোষ্য শিশু ছুড়ে ফেলে বিছানায়
গর্ভধারিনী মা পালায় অজানায়।
কামনার আগুন চাপা দিতে ব্যর্থ জননী
আদরের সন্তান মারে বালিশ চাপা দিয়ে।
সমাজ বিবেক তুচ্ছ করে বিষের লেলিহান শিখা বুকে নিয়ে
ভালবাসা দেবে কারে? ভালবাসা মানে রতিক্রিয়া নয়
ভালবাসা মানে মুখের মিষ্টি বুলি নয়, বুঝবে কবে?
ছোট্ট শিশুর ঠোট বাঁকানো মিষ্টি হাঁসি
অথবা দুমাসের বাবুটার কান্নার ঘোরে বলা মা....
তুমি ভুলে গেলে, ভুলতে পারলে না শরীরের আগুন
যে আগুনে জ্বালিয়ে গেলে ছোট্ট শিশুর মমতানগরী।
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭
মি জা ন বলেছেন: হুম আপুমনি। সচেতনতা এবং বিশ্বস্থতাই পারে এই তান্ডব রুখতে। আসুন সবাই মিলে রুখে দাড়াই। ধন্যবাদ।
২| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
সমাজে বিশৃংখলা বহুমুখী সমস্যার সৃস্টি করে; দেখেন, নিজে আবার ধরা না খান!
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
মি জা ন বলেছেন: সাবধানবাণীর জন্য ধন্যবাদ ভ্রাতা। সবাই সচেতন হলে এ আগুন রোখা সম্ভব। পরকীয়া হতে বিচ্ছেদ ভাল অন্তত কাউকে ঠকতে বা ঠকাতে হয় না।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
কানিজ রিনা বলেছেন: পরকীয়া প্রলয়ংকারী ঝড়ের নাম, সর্বনাশা
ঝড়ের তান্ডবে ভাঙে কত ঘর। কত সন্তান
বাবা হাড়ায় কখনও মা।