![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডুবে ছিলাম অথৈ জলে তুমিই প্রথম কূল চেনালে
তুমিই প্রথম হুল ফোঁটালে হৃদয় মেশালে রক্ত জলে।
জলজ শরীরে কাঁপন জাগালে, মহুয়ার নেশায় আমায় রাঙ্গালে
প্রেমানলে পুড়িয়ে প্রিয়া কোথায় তুমি নিজেকে লুকালে।
শ্যাওলা জমা হৃদয় আমার উপযুক্ত করতে তোমার
রোদে শুকোই জলে ভেজাই
দিওয়ানা মনরে কি করে বোঝাই কত ভালবাসি তোমায়
আশা দিয়ে আছ কোথায়, কোন সে পুরী।
সারা দিন মন গায় তোমাকে, সারাটিক্ষণ চায় তোমাকে
আছ তুমি কোন পথের বাঁকে, চাতক নয়ন।
ওরে প্রিয়া শোন মানা আমায় ছেড়ে কোথাও যেওনা
তুমিহারা জীবন কানা, ভবপারের দিনগোনা রাখিও স্বরণ।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
মি জা ন বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। ভাই মনে হয় "ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়" লাইনটি ভোলেন নি!!!! ধন্যবাদ আবারো প্রথম মন্তব্যের জন্য ভ্রাতা।
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০
মি জা ন বলেছেন: ধন্যবাদ দাদা "দেবজ্যোতিকাজল" বিজ্ঞাপন না দিলেও পারতেন। কাব্য প্রেমিকরা কবিতার বইয়ের স্টল খুজে নিতে জানে। ধন্যবাদ আবারো ভ্রাতা।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: মি জা ন ,
প্রথম দু'টো ছত্রই ভালো লেগেছে ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
মি জা ন বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০
নীলপরি বলেছেন: কবিতাটা ভালো লাগলো ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১
মি জা ন বলেছেন: ধন্যবাদ নীলপরি আপুমনি। ভাল থাকুন সদা সর্বদা।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লাগলো, সুন্দর লিখেছেন,,,,
শুভ কামনা রইলো,,, ভালো থাকবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
মি জা ন বলেছেন: ধন্যবাদ "ধ্রুবক আলো" আপনার সুন্দর মন্তব্যে অণুপ্রেরণাদানের জন্য। ভাল থাকুন ভ্রাতা।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
জাহিদ অনিক বলেছেন: ফার্স্ট লাভ ? ছ্যাকা খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন