![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক চিলতে রোদ্দুর তুমি আমার মনের গহীন বনে
তুমি কি আর বুঝবে আমায় ছোট্ট এ জীবনে।
এক টুকরো সুখ তুমি বিশাল এ ভূবনে
এক রত্তি আশা তুমি নিরাশ এ পরানে।
একমাত্র খুটি তুমি যাযাবর জীবনে
একমাত্র স্মৃতি তুমি যার আছে কিছু মানে।
তুমি আছ তুমি রবে হৃদয় কাননে
তুমি আমি পর হবনা দেহজ মরণে।
মহাকালের পথে পাশাপাশি রব হাতে রেখে হাত
ভালবাসি,ভালবাসা তোমায় জিন্দাবাদ।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
মি জা ন বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপুমনি। ভাল থাকুন সব সময়।
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লিখেছেন।
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২
মি জা ন বলেছেন: ধন্যবাদ সুহৃদ শাহরিয়ার কবীর ভাইয়া। ভাল থাকুন সর্বদা।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯
জাহিদ অনিক বলেছেন: আহা .। ভালবাসা । ভালবাসা
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২
মি জা ন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা জাহিদ অনিক। ভাল থাকুন সদা।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪
শামীম সরদার নিশু বলেছেন: অাহা ভালবাসায় ভরপুর।
খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।
যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।
২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
মি জা ন বলেছেন: ভ্রাতা "শামীম সরদার নিশু" পাশে থাকার জন্য ধন্যবাদ।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
একজন সত্যিকার হিমু বলেছেন: একজনের উপর এতো নির্ভরশীল থাকা ভাল না ।
প্রিয় মানুষগুলি খুব তাড়াতাড়িই বদলে যায় ।
আপনার জন্য শুভকামনা ।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩
মি জা ন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আপনার কথাগুলো অবশ্যই ভেবে দেখার মত।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর 'তুমিময়' কবিতা।
কবিতার শ্রেষ্ঠাংশঃ
তুমি আছ তুমি রবে হৃদয় কাননে
তুমি আমি পর হবনা দেহজ মরণে।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪
মি জা ন বলেছেন: ধন্যবাদ অনিঃশেষ ভ্রাতা "খায়রুল আহসান"। ভাল থাকুন সদা।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
মো: ওসমান গনি তালুকদার বলেছেন: আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫
মি জা ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা "মো: ওসমান গনি তালুকদার"।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড ভাইয়া!!!!!
তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই.....
খুবই সুন্দর কাব্য ভাইয়ামনি!!!!!!