![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুধের বাচ্চাটা একটু কাশি দিলেই কেঁপে ওঠে আমার মধ্যবিত্ত মন
এই বুঝি দিতে হবে ডাক্তার মহাশয়কে দু'হাজার টাকা পণ।
সুখের ঘরে নিত্য অভাব লুকোচুরি খেলা করে
সাধ আছে সাধ্যে কুলোয় না, দিবানিশি মন পোড়ে।
আমারো ইচ্ছে করে কিনে দেই হাল ফ্যাশনের খেলনা
অভাব কেবলই তাড়া করে ফেরে খোলে নিত্য নতুন জানালা।
নিত্য বস্তু সংস্থানেই আজকাল ঘাম ছুটে যায় পরানে
বিলাসিতা সেতো অলীক ভাবনা হয় না কোন মানে।
তার পরেও আসে দিন পেরিয়ে রাত, নিস্তব্ধ ঘুমে স্বপ্নরা ইতিউতি ওড়ে
আগামীর সুখ স্বপন আর ভালবাসার করিডোরে।
৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭
মি জা ন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ভাবুক কবি।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯
বর্ষন হোমস বলেছেন:
ছন্দের সাথে বাস্তবতা ফুটে উঠেছে।
ভাল লাগল
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪
মি জা ন বলেছেন: ধন্যবাদ প্রিয় বর্ষন ভাইয়া। ভাল থাকা হোক নিরন্তর।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
রাজীব হাসান শোলক বলেছেন: চরম বাস্তবতা! বেশ ভালোই বলেছেন!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩
মি জা ন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া। ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
ভাবুক কবি বলেছেন: ভাল লাগলো