![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা ছেলেটি ভেবেছিল জীবন জলবৎ তরলং
ভাবনায় ছিলনা মুখোশ আর মানুষে দিগন্ত ব্যবধান।
শ্যাওলা জমা হৃদয়গুলো ছিল চকচকে সবুজ
আর বোকা ছেলেটি পড়েছিল সবুজের প্রেমে।
রং মিলান্তি রাতে ছেলেটি সবুজ ঘেটে পেয়েছিল থিকথিকে কাঁদা
পচা হৃদয়ের ঘ্রান, বুকের জমিনে ভেঙ্গে পড়া আসমান।
বোকা ছেলেটি কেঁদে ফেলেছিল মানুষের ভন্ডামী দেখে
ভেবেছিল মানুষ আসল কান্নায় ভোলে, না ওরা ঢুকে যায় নতুন মুখোশের খোলশে।
মদিরার গ্লাসে বুদবুদগুলোই জীবন, এই আছে এই নেই
তরলটুকু্ই সবাই মনে রাখে, উচ্ছল বুদবুদ নিয়ে পড়ার সময় নেই এখন।
শহুরে ব্যস্ততা বাড়ছে, মানুষগুলো শকুন হয়েছে শুধুই পাওয়ার আশায়
খুবলে খাওয়ার উৎসবে আসতে চাইলে আসো নইলে দূরে গিয়ে মর।
৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯
মি জা ন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা "কথাকথিকেথিকথন"। ভাল থাকা হোক।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫
ভাবুক কবি বলেছেন: কবিতা ভাল লেগেছে
৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
মি জা ন বলেছেন: মন্তব্যে প্রীত হলাম ভ্রাতা "ভাবুক কবি"। ভাল থাকুন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
ANIKAT KAMAL বলেছেন: শুভ কামনা
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
মি জা ন বলেছেন: ধন্যবাদ অনিকেত ভাইয়া। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: মুখোশ মানুষকে বিচ্ছিন্ন করে দেয় । কবিতা ভাল লেগেছে ।