নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

মি জা ন

https://www.facebook.com/alimizann

মি জা ন › বিস্তারিত পোস্টঃ

জাদুর শহরে বিভ্রান্ত দাড় কাক

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

অনেকটা সময় বসে আছি। হাতে শেষ হয়ে যাওয়া চায়ের খালি কাপ, সিগারেটে শেষ টান দিয়ে ছুড়ে ফেলে দিয়েছি খানিক আগে। চোখের সামনে মানুষের স্রোত, রং বেরঙ্গের মানুষ। জানি সবার পৃথিবী এক নয়, এই মাত্র কঠিন মুখ করে মধ্যবয়সী যে মানুষটা সামনে দিয়ে গেল হয়ত সে ততটা কঠিন মানুষ নয়। মরা মাছের মত চোখ করে হাটছে কিছু মানুষ যেন কোন গন্তব্য নেই। রাজ্যের ক্লান্তি ভর করা চোখের মানুষগুলো আর আসছে বিদ্রোহী চোখের কিছু মানুষ। সব দেখেশুনে জীবন নাট্যের নাট্যগুরু হয়ত হো হো অট্টহাসিতে ফেঁটে পড়ছে, মুরিদ সারগেদের দল কেউ বুঝে, কেউ না বুঝে হাঁসছে।

সিনেমার করুন দৃশ্যে কান্না পায় না এমন মানুষ বিরল হলেও সমাজের আর পাঁচটা মানুষের সুখ-দুঃখে তাদের কিছু যায় আসে না। ফেসবুকে করূন নিউজ ফিড ভাইরাল হয়, হাজারো মানুষের সহানুভূতিতে আবিভূত হই। মনকে প্রবোধ দেই, না রে মানবতা মরে নাই।

আবার একই মানুষের ভিন্ন ভিন্ন রুপ দেখে চমক লাগে, একি ভানুমতির খেল! পথের ছেলেটি পাঁচ টাকা চাইলে চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে যে মানুষটি বলে - নাই নাই যা বিরক্ত করিস না। সেই তিনিই নিজের বাবুটার জন্য ঘুষ খায়, দালালি করে, চুরি, ডাকাতি, ছিনতাই অথবা দিনান্ত পরিশ্রম করে কিনে আনে বাহারি খেলনা, সুস্বাদু খাবার, এ কি রে!!

আপনি বলবেন, আমি ভাবুক মানুষ তাই এই সব ছাইপাশ ভাবি। আরে কারো ভাবা-ভাবির টাইম নাই। চারিপাশে চোখ মেলে তাকাও। দেখ, দেখে কিছু শেখ। ওসব উড়নচন্ডিপনার দিন শেষ। সময় থাকতে নিজের আখের গোছাও মিঞা। তোমার মত ভাবতে ভাবতে বহু চন্ডিদাস গত হইছে। কিছুই পাল্টায় নাই। কারো জন্য কিছু করতে মন চায়! শুক্কুর বার দিন দান খয়রাত কর। তোমার বাবুটার পুরান খেলনা, জামা গরিবের পোলাডারে দাও। অনলাইন চ্যারিটি বহুত করছ হ্যান... ত্যান।

আরে! আমার ভাবনার সাথে আপনার ভাবনা একদম মিলে গেছে। লন দুইটা ভাচ্যুয়াল রসগোল্লা খান! আমার তো মনে হয় উচ্চ বিত্তের ফেলে দেওয়া/ফেলে রাখা বাড়তি ঝুটা সেটা হতে পারে খাবার, খেলনা, আয়েশী উপকরণ একটু সময় করে বিলুতে পারলে অনেকটা গরিবি দূর করা যেত কিন্তু সেই সময়টাই আমাদের নেই।

আর একটা কথা, বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানে আপনার দান খয়রাতের কথা আমরা জানি। সমাজের বিবেকবান একজন মানুষ হিসেবে সবাই আপনাকে খুব শ্রদ্ধা করে। সব ঠিক আছে, একদিন একটু সময় করে নিজ হাতে বিপদগ্রস্থ পথের মানুষটার সম্পূর্ণ বিপদ কাটাতে সাহায্য করুন। আশা করি ভাল লাগবে, এতটাই ভাল লাগবে, বুকের বাম পাশে যে সুখানুভূতি হবে হয়ত লক্ষ টাকা চ্যারিটি ফান্ডে দান করার চেয়ে তা হবে খানিকটা বেশি!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.