নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

মি জা ন

https://www.facebook.com/alimizann

মি জা ন › বিস্তারিত পোস্টঃ

অণু গল্প: যাপিত জীবন-রঙ্গ

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

(১)

দর্শক হবার মজা নিতে ভালবাসেন না খুব কমজনই এমন আছেন। রিক্সাচালক আর তার চিন্তাক্লিষ্ট প্যাসেঞ্জারের ভাবনার জগৎ কেমন ছিল বোঝার আগেই চোখের সামনে রক্ত মাংসের স্তুপ হতে দেখে স্তম্ভিত হয়ে ছিলাম খানিকক্ষন। তালগোল পাকানো রক্তমাংশ দেখে বোঝার উপায় নেই কোনটা কার হাত, পা, মগজ। থেতলে যাওয়া মুখ দুটোর অভিব্যাক্তিতে ভয়ের আভাস মাত্র নেই কিঞ্চিত কৌতুহল ছাড়া। যাপিত জীবনের সব হাহাকার, চাওয়া পাওয়ার বেহিসেবি আগড়বাগড়কে নিমেশে বুড়ো আঙ্গুল দেখিয়ে সব হাওয়া! আর কোন আব্দার নেই! মান অভিমান পর্ব নেই, কেবলি অষাড় শুণ্যতা। খানিক দূরে ছিটকে পড়া বেবি মিল্কের প্যাকেটটি ফেঁটে চৌচির রক্ত আর গুড়ো দুধের এক অনাকাঙ্খিত সহাবস্থান। চারিপাশের হতবিহব্বল মানুষের ছুটে আসা, চিল-চিৎকার, মানুষের ঢল আর আমার নিঃশব্দে কেটে পড়া।


(২)
বিয়ের জন্য মনস্থির করা মেয়েটি সকল সুবেশী পুরুষের মাঝেই তার সম্ভাব্য বরকে খুজে ফেরে। উপসংহারে যা জোটে প্রয়শই তা প্রত্যাশার বাইরে।

(৩)
পকেটে ৮৫ টাকা আর ২৪০ টাকার পন্য নিয়ে আসতেই হবে আব্দার নিয়ে হাটছি। ছোট বাবুর বেবি ডাইপার ১৩০, সারজেল ২০ একপাতা ৬৫, কনডম ১৫, বড় বাবুটার খাতা ৩০ আর রিক্সা ভাড়া ১০ টাকা। হাটা পথটুকুতেই হিসেব মিলিয়ে নিলাম ফার্মেসীর পুরোটাই বাকী আর বাদবাকী আব্দার মিটিয়ে এখনও পকেটে ৪৫ টাকা। একটা সিগারেট নেয়া যায় বৈকি!


(৪)
বাইম (eel) মাছ কিনতে বাজারে এসে তেলাপোয়া কিনে ফিরছি নিয়ে একরাশ হাহাকার! আহারে! শৈশব আমার, তার খানিকটা বাচ্চাদের দিতে পারলেও মনে অনেকটা স্বস্তি পেতাম।

(৫)
অগুনতি রাত পাশাপাশি শুয়ে ভেবেছি আজ হয়ত তুমি ধরা দেবে আমার স্বপ্নের রাজকন্যা হয়ে, যখন তুমি ঘুমিয়ে পড়েছ সারাদিনের ঘরকন্যার পরে।

>>> মিজান
০২.০৩.২০১৭





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: বিয়ের জন্য মনস্থির করা মেয়েটি সকল সুবেশী পুরুষের মাঝেই তার সম্ভাব্য বরকে খুজে ফেরে। উপসংহারে যা জোটে প্রয়শই তা প্রত্যাশার বাইরে ।
ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাপার ঘটে।
৩ নংটা বেশি ভাল লাগছে

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

মি জা ন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা "মোস্তফা সোহেল"। হুম ছেলেদের ক্ষেত্রেও একই ব্যপার ঘটে শতভাগ সহমত। ভাল থাকুন সবসময়। হ্যাপি ব্লগিং।

২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

হাতুড়ে লেখক বলেছেন: প্রথমটা বেশ লেগেছে। শেষেরটায় টাইপো রয়েছে, রাজকন্যা হওয়া উচিত।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮

মি জা ন বলেছেন: অশেষ ধন্যবাদ ভ্রাতা "হাতুড়ে লেখক" টাইপো ধরিয়ে দেয়ার জন্য। আপনাদের ভাল লাগাই সকল ব্লগারকে নতুন কিছু লিখতে উৎসাহিত করে। আর অনুগল্প লিখে হাত পাকাচ্ছি, কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সময় করে আপনার অনুগল্পগুলো পড়ে ফেলার ইচ্ছে আছে। ভাল থাকুন সর্বদা ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.