নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

মি জা ন

https://www.facebook.com/alimizann

মি জা ন › বিস্তারিত পোস্টঃ

সহস্রাব্দের প্রেমপুরাণ

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৪

কখনো এমন হয় থমকে আছি যেন, থেমে আছে সময়
চোখের ক্যানভাস নিরেট সাদা, নিশ্চল বসুধা।
গোলাপের গন্ধ থমকে আছে, প্রেমিক যুগল বদ্ধ ঘরে
জেগে ওঠার কথা ছিল আদিম সভ্যতা, জাগেনি, কেবলি থমকে আছে।

নিলামে উঠেছিল অপাপবিদ্ধ ভালোবাসা, পাপ পূণ্যের কি বোঝে ফড়িয়া
নিলামে আমিও ছিলাম ক্রেতার ভীড়ে, তুমিও ছিলে ক্রয়সীমার ঘরে
কেনা হল না, থমকে ছিলাম গভীর দুটি চোখের তীরে, না ভিজলাম, না বুঝলাম
সংবিত ফিরে দেখি হাজারো ভীড়ে সব আছে
শুধু হেরে গেছে সে চোখের মালিক আর যে তাকে চিনতে পেরেছিল।।







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: থমকে ছিলাম গভীর দুটি চোখের তীরে, না ভিজলাম, না বুঝলাম
সংবিত ফিরে দেখি হাজারো ভীড়ে সব আছে
শুধু হেরে গেছে সে চোখের মালিক আর যে তাকে চিনতে পেরেছিল।।


অনেক ভাল লাগল। শুভ কামনা রইল।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মি জা ন বলেছেন: প্রীত হলাম ভ্রাতা আপনার ভাল লেগেছে জেনে। ধন্যবাদ "মাহবুবুর আজাদ" ভাল থাকুন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.