নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

মি জা ন

https://www.facebook.com/alimizann

মি জা ন › বিস্তারিত পোস্টঃ

ফেরারী অসুখ

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩


"আমি ভুল ছিলাম, মেঘের মত ভুল মানুষের জন্য ঝরিয়েছি হৃদয়ের বারিধারা
সংবিত ফেরার পরে, ব্যাখ্যাতীত হীনমণ্যতা নিয়ে গুমরে কাঁদতে গিয়ে দেখি
আগেই ফুরিয়ে ফেলেছি সবটুকু জল মেঘেরই মতন।

অতীত ফেরে না, ফেরারী অসুখ নিয়ে দিব্যি কাটছে দিন
এই বেশ আছি আমি-তুমির মাঝে তুলে চীনের প্রাচীর।
দু'জনেই চাই একটা ঝড় আসুক, মিছে বন্ধন ছিড়ুক
কিন্তু কেন জানি সেই ঝড়ের কারন হতে চাই না এবং তুমিও
অতঃপর চলছে জীবন, দিনান্তে মুখোমুখি আমি-তুমি আর অপ্রিয় অসুখ।"



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: দু'জনেই চাই একটা ঝড় আসুক, মিছে বন্ধন ছিড়ুক
কিন্তু কেন জানি সেই ঝড়ের কারন হতে চাই না এবং তুমিও
অতঃপর চলছে জীবন, দিনান্তে মুখোমুখি আমি-তুমি আর অপ্রিয় অসুখ।"


এই কথাগুলোতে + +

কিন্তু পুরো লিখা বোল্ড না হলে দেখতে আরামদায়ক হত।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২০

মি জা ন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় "সিলেক্টিভলি সোশ্যাল"। ছোট কবিতা তাই বোল্ড করে দিয়েছিলাম। কবিতা ভাল লাগায় প্রীত হলাম। ভাল থাকুন ভ্রাতা।

২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++ দারুন লিখেছেন বেশ ভালো লাগলো

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

মি জা ন বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো। মন্তব্যে প্রীত হলাম। ভাল থাকুন প্রিয় ব্লগার।

৩| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কবিতা

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

মি জা ন বলেছেন: ধন্যবাদ অনিঃশেষ ভ্রাতা সামিউল ইসলাম বাবু। ভাল থাকুন ভাইটি আমার।

৪| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: কাঁদতে গিয়ে দেখি আগেই ফুরিয়ে ফেলেছি সবটুকু জল মেঘেরই মতন।

দারুণ কবিতা। ভাল লেগেছে।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

মি জা ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা অতঃপর হৃদয়। মন্তব্যে প্রীত হলাম। ভাল থাকুন ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.