নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

মি জা ন

https://www.facebook.com/alimizann

মি জা ন › বিস্তারিত পোস্টঃ

ভাবুকের স্বপ্ন উড়ান

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৯


বুকের ভেতর সুখের অসুখ,নিত্য প্রহসন
গুমরে কাঁদে চাঁদনী রাতে, কারে খোঁজে মন।

আমার আকাশে ইতিউতি মেঘ ওড়ে, বৃষ্টির দেখা নাই
তপ্ত হৃদয়, বালু ঝড়ে ঢাকা, জলজ ছোঁয়া চাই।

মন আমার ইচ্ছেফড়িং, ডালে ডালে ঘোরে
সব ডালেতে কুহুক মায়া সেকি আর মন বোঝে।

যতই বলি শোন ওরে মন, কিসের এত খোঁজ
একটুখানি থেমে, হাটু জলে নেমে, চুপটি করে ভাব
চাইলেই কি আর যায়রে পাওয়া স্বপ্ন লাগা ঘোর
স্বপ্ন উড়ান সবাই ওড়ে, সব পাখি কি ফেরে নীড়ে।

কিছু চাওয়া নাইবা পেলি, জীবন চলার পথে
তাই বলে কি ব্যর্থ হলি, জীবন জুয়ার রথে।।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৮

জাফর আহম্‌মদ বলেছেন: Wow very nice poem

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫

মি জা ন বলেছেন: ধন্যবাদ জাফর আহম্মদ। ভাল থাকুন।

২| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১০

জাফর আহম্‌মদ বলেছেন: Wow very nice poem

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

মি জা ন বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

এ আর উৎপল বলেছেন: উড়ানোর মত মাঠ পাইনা

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৪

মি জা ন বলেছেন: হা! হা! ভাইয়া। মাঠের কি অভাব পড়ছে। একটু মন লাগিয়ে খুজুন ঠিকই ছিমছাম একটি মাঠ পেয়ে যাবেন। ভাল থাকুন উৎপল ভাইয়া।

৪| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: কবি, কেমন আছেন?

ভালো হয়েছে। +।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

মি জা ন বলেছেন: বেশ আছি "সুমন কর" ভাইয়া। আমার পোস্টে আপনাকে না পেলে পোস্ট খালি খালি লাগে ভাইয়া। সহজ, সুন্দর, সুস্থ্ থাকুন প্রিয় ভাইটি আমার।

৫| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে ++। অভিনন্দন।
কবি কেমন আছেন।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:০১

মি জা ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাইয়া। বেশ আছি কবিতা, কাজ আর আমার দুনিয়া নিয়ে। আমার "কবি" নিকটি সামুতে মেইল করেও উদ্ধার করতে পারলাম না তাই নতুন নিকে নিয়মিত হবার চেষ্টা চলছে। ভাল থাকুন ভাইয়া।
আমার আগের নিকের লিঙ্কঃ http://www.somewhereinblog.net/blog/kobey

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.