![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশির ভাগ মানুষ স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারার ব্যপারে সন্দিহান থাকায়, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আমি বেশির ভাগ মানুষের কথা বলছি এবং আমি তাদের একজন নই.. আমি আমিই Yes I Can Do it..
আমি স্বপ্ন দেখতাম সিক্স প্যাক এ্যাবস ফটো আপলোডের এবং অবশ্যই ফটোশপড নয় জেনুইন। শুরু করে দিলাম জিমে ঘাম ঝরানো, না এতটা সহজ ছিল না, ছাপোষা ব্যস্ত জীবনে আসলে নিজের জন্য সময় বের করা দূরহ ছিল, অনেক দিন ভাবনার জগতে বন্দী ছিল আমার স্বপ্নরা। প্রতিদিন আয়নায় নিজেকে দেখতাম তাওয়ায় সেকা রুটির মত ফুলে ওঠা পেটের জায়গায় কল্পনায় বসিয়ে নিতাম সুগঠিত পেটের মাসল। আমি উপলব্ধি করতাম আমার বদলে যাওয়া নতুন লুক। অবশেষে দিনগোনা একদিন শেষ হল, সত্যিই একদিন ভর্তি হয়ে গেলাম জিমে। প্রতিদিন জিমে ঘাম ঝরানো চলছিল, না এটাও হয়ে ওঠে নি। দু'দিন জিমে হাজিরা দিয়েই ব্যপক জ্বর আর গা ব্যথায় কাহিল হয়ে পড়লাম। টানা ১০দিন গ্যাপ, হাল ছাড়লাম না আবার শুরু করলাম লাইট এক্সারসাইজ, রানিং, সাইকেলিং পুশ আপ ইত্যাদি ইত্যাদি এবং ইউটিউবে এ্যাবস এর নানান ভিডিও ফলো করছিলাম। দিন যায় মাস যায় পরিবর্তন বলতে আগের চেয়ে ফিটনেস বেড়েছে বুঝতে পারছি কিন্তু যে জন্য জিমে আসা সেটা হচ্ছিল না কিছুতেই। পেটের মাসল শক্ত হয়েছে কিছুটা বাট স্বপ্নের সিক্স প্যাক অধরা হয়েই রইল। জিম ইন্সট্রাক্টরের পরামর্শ মোতাবেক সব চলছিল তবু হচ্ছিল না কিছুই।
তাহলে কি ইউটিউবের ভিডিও সব ফেক! ওরা যেমন বলে সাত দিন দশদিনে সিক্স প্যাক এইট প্যাক সব পাবলিসিটি পাওয়ার জন্য! আসলে বেলি ফ্যাট দুই দশ দিনে নির্মূল হবার নয়। আজীবনের নিয়ম বর্হিভূত খাদ্যাভ্যাসে গড়ে ওঠা বিশাল বপু কমাতে চাই প্রচন্ড নিষ্ঠা, পরিশ্রম, সঠিক ওয়ার্ক আউট। আপনাকে আর কেউ প্রতিদান দিক না দিক আপনার শরীর প্রতিদান দিবে শতভাগ নিশ্চিত। আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে সেভাবেই দিনশেষে আপনাকে আয়নায় দেখাবে।
চলবে...
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
মি জা ন বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই। মেদ ভুড়ি কমানো আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা নির্ভর করে আপনার dedication to sacrifice এর উপর। পযাপ্ত সময় দিতে না পারলে https://www.youtube.com/watch?v=Ff84gG3bgVI এই ভিডিও টা বাসায় ফলো করতে পারেন। দারুন উপকার পাবেন আশা করছি।
২| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই শহরে ভূঁড়ি আর স্বপ্ন আকাশ ছুঁতে চায়
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮
মি জা ন বলেছেন: " কাজী ফাতেমা ছবি বলেছেন: এই শহরে ভূঁড়ি আর স্বপ্ন আকাশ ছুঁতে চায়" দারুন বলেছেন আপুমনি। ধন্যবাদ।
৩| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: দিনে ত্রিশ মিনিট হাটা , ত্রিশবার উঠবস, ত্রিশটা বুকডন; নারী পুরুষ সবার জন্য। ভুড়ি পালানোর পথ পাবে না।
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩
মি জা ন বলেছেন: "BEELZEBUB বলেছেন: দিনে ত্রিশ মিনিট হাটা , ত্রিশবার উঠবস, ত্রিশটা বুকডন; নারী পুরুষ সবার জন্য। ভুড়ি পালানোর পথ পাবে না।" উম....। ভাইয়া মেদভুড়ি পার্মানেন্ট একবার শরীরে বাসা বাধলে প্রথমত এসব করার মুড নষ্ট হয়ে যায়। কায়িক পরিশ্রমে অনিহা চলে আসে আর মেদভুড়ি কমাতে এগুলো যথেষ্ট নয়। অনেক পরিশ্রমী মানুষ আছেন তারাও দেখবেন মেদভূড়ি বাগিয়ে বসে আছেন। প্রপার এক্সারসাইজ ছাড়া মেদভূড়ির ফাঁদ হতে মুক্তি কোয়াইট ইম্পসিবল..।
৪| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবুতে একটা স্ট্যাটাস দিছিলাম ....দু:ক্ষে
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯
মি জা ন বলেছেন: তাই নাকি আপুমনি! মেদভুড়ি বাংলাদেশের মহামারী। কদিন আগে সমকালে একটি নিউজ দেখেছিলাম পশ্চিমবঙ্গের হাইকোর্ট সেখানকার "পুলিশের মেদভূড়ি কেন" কারন দর্শাতে বলেছেন পশ্চিমবঙ্গ সরকারকে। আমাদের দেশে প্রতিটি গৃহে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিৎ।
৫| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ভাই খাবার টা একটু হিসাব করে খান। আর প্রতিদিন ১/২ ঘন্টা হাটুন অথবা পারলে সাইকেল চালান। আর কিছু লাগবে না। ভুড়িও হবে না।
২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০
মি জা ন বলেছেন: যার হইছে মেদভুড়ি সেই বলে কি যে করি! আমার মতন ১২-১৪ ঘন্টা ডেস্ক ওয়ার্ক যারা করেন তাদের ভুড়ি হওয়ার জন্য আর কিছু লাগে না ভাইয়া। পরামর্শের জন্য ধন্যবাদ ভ্রাতা। ভাল থাকুন। মেদভুড়ি মুক্ত বিশ্ব চাই।
৬| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সুমন কর বলেছেন: বিশাল বপু কমাতে চাই প্রচন্ড নিষ্ঠা, পরিশ্রম, সঠিক ওয়ার্ক আউট। -- সঠিক।
২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৭
মি জা ন বলেছেন: সহমত জ্ঞাপনের জন্য অশেষ ধন্যবাদ সুপ্রিয় সুমন ভাইয়া। বিশাল বপু মুক্ত নিজেকে দেখতে চাই আয়নায় প্রতিনিয়ত।
৭| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৬
টারজান০০০০৭ বলেছেন: "মেদ ভুঁড়ি, কি করি" বিজ্ঞাপনে দেখেছিলাম ৪০ দিনে ৪০ বড়ি খাওয়াইয়া হাগুর সাথে চর্বি বাইর করণের বিজ্ঞাপন দিতো ! অহন আর দেহি না !
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৮
মি জা ন বলেছেন: "Tarzan00007 বলেছেন: "মেদ ভুঁড়ি, কি করি" বিজ্ঞাপনে দেখেছিলাম ৪০ দিনে ৪০ বড়ি খাওয়াইয়া হাগুর সাথে চর্বি বাইর করণের বিজ্ঞাপন দিতো ! অহন আর দেহি না ! "
-বড়ি বাবার বুজরুকি ধরা পড়ে গেছে। ধন্যবাদ ভ্রাতা।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ভুড়িই বাড়ে দিনে দিনে । কমার লক্ষন নাই ,একটা ভাল পরামর্শ দিয়েন।