![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে তোমার চোখে সোনালী ভোর দেখবে বলে
ঘুমকাতুরে ছেলেটি আজকাল সুর্য্যের আগে জাগে।
প্রাতভ্রমনের ছলে প্রতিটি সকালে গুটিগুটি পায়ে হাঁটে
বুকে নিয়ে একরাশ শুভ্রতা, যদি খানিক দেখা মেলে।
চোখাচোখি হলে আমার মত তোমারও কি বুকে বিদ্যুৎ খেলে
বেড়ে যায় হার্টবিট, অনিয়মিত শ্বাস-প্রশ্বাসে!
খুব করে জানতে চায় ভীরু মন, কি আছে ও মনের ওপারে
পাশাপাশি দুটি পাড় জোয়ার ভাটা কি একই নিয়মে চলে..।
মেয়ে আজ যখন ভীষন মন খারাপ তোমার, মুখ দেখে যায় চেনা
আমার হৃদয়ে আঁধার ঘনায়, বাড়ে ঝড়ো মেঘের আনাগোনা।
হৃদয়ের সবটুকু দিয়ে বলতে চাই মেয়ে, কেটে যাক কালো মেঘ
প্রস্ফুটিত প্রভাতী সূর্য্য কিরণ হও মেয়ে, হও আমার প্রতিদিনের প্রেরণা।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
ছেলে একটা নয়, কয়েকটি ছেলেই লাইনে আছে!