নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

মি জা ন

https://www.facebook.com/alimizann

মি জা ন › বিস্তারিত পোস্টঃ

বৃত্তপূরণ

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০


চিরন্তন সত্যের হাতে নিজেকে সপে দেবার খানিক আগে,
বলে ফেলি কিছু না বলা কথা, হৃদয়ের আকুলতা
না ছুয়ে দেখা প্রত্যাশার পিরামিড আর মরু বাস্তবতা।

চলে যাব অবেলায় জানা ছিল,
মিছে প্রবোধে নিজেকে ভোলানো সহজ নয় বন্ধু।
সায়ান্হের মরা কাটালে তিলে তিলে নিঃশ্বেষিত জীবনে
বেশ কবার জ্বলে উঠেছি নিভন্ত প্রদীপের মত।

জানিয়ে দিতে চেয়েছি আমিও ছিলাম তোমাদের ভীড়ে
সামান্য জীবনীশক্তি নিয়ে অসামান্য জীবনের রণে।
হয়ত যোদ্ধা নয়, নগন্য দেয়াল হয়েই
বলার মত আমারো একটা গল্প থাকবে বলে।






মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতা ।

নববর্ষের শুভেচ্ছা রইলো।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

মি জা ন বলেছেন: আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হলাম। ভাল থাকুন সবসময়।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে :)

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

মি জা ন বলেছেন: ধন্যবাদ, আপুমনি। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.