![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর হাজারো মাইল ঘুরেছি পথে
চেনা পথের যে গলিতে তুমি থাকতে
সেই গলি আর চিনে ওঠা হয়নি আমার।
হাজারো চোখে চোখ রেখে খুজেছি সেই চোখের মত কিছু
মায়াবী জ্যোৎস্না রাতে আমি ভিজেছি দাড়িয়ে ঠায়
একাকি জোৎস্না রাত কেটেছে বিনিদ্র।
স্বপনেই কেবল এসেছ তুমি
যতবারই জানতে চেয়েছি পথের দিশা
উত্তর জানার আগেই ভেঙ্গেছে স্বপ্ন।
অগুনতি বসন্তরাত দিয়েছি নিদ্রা বিসর্জন
অজস্রবার প্রশ্ন করেছি নিজেকে এখনো আশা আছে কিনা
নেই শুনিনি একবারও তবে কেন এই সময়ক্ষেপন
নাকি প্রলভন ছিলে বলেই স্বপ্নের গুড়ে পিঁপড়ে বসেনি আজো।
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
মি জা ন বলেছেন: ধন্যবাদ। প্রীতি।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।