নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

মি জা ন

https://www.facebook.com/alimizann

মি জা ন › বিস্তারিত পোস্টঃ

পরবাসী মেঘ _______ আলী মিজান

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৭


পরবাসী মেঘ, থাকনা আর খানিকটাক্ষন চোখের সীমানায়
যাবি জানি উড়ে দূরে, কোন অজানায়, সুদূরে ঝরাবি বারি, তার সীমানায়।
আমি আজো আমি আছি, হইনি কারো, আসো যদি ফিরে কভূ, তুমিই পারো,
হয়ত সহজ নয়, নতুন করে, সব ভুলে ফিরে আসা পুরনো ঘরে।

সব রাতই ভোর হয়, একই সকাল সেই, নিয়ে আলাদা মানে,
জলজ ঢেউয়ের মতন জীবন রণে।

জানি, ঘরে ফেরা ফেরারী পাখি, ঘরে ফেরে না,
কখন মিটে গেছে তৃষ্ণা, নিজেও জানে না।
অহেতুক নীড়ে ফিরে, মেকি প্রেমে জ্বলেপুড়ে,
হয়ত জীবনের চলে, মনের চলে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১০

শাহীবুল বারী বলেছেন: ভাল লিখছেন....

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩

মি জা ন বলেছেন: ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.