![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরবাসী মেঘ, থাকনা আর খানিকটাক্ষন চোখের সীমানায়
যাবি জানি উড়ে দূরে, কোন অজানায়, সুদূরে ঝরাবি বারি, তার সীমানায়।
আমি আজো আমি আছি, হইনি কারো, আসো যদি ফিরে কভূ, তুমিই পারো,
হয়ত সহজ নয়, নতুন করে, সব ভুলে ফিরে আসা পুরনো ঘরে।
সব রাতই ভোর হয়, একই সকাল সেই, নিয়ে আলাদা মানে,
জলজ ঢেউয়ের মতন জীবন রণে।
জানি, ঘরে ফেরা ফেরারী পাখি, ঘরে ফেরে না,
কখন মিটে গেছে তৃষ্ণা, নিজেও জানে না।
অহেতুক নীড়ে ফিরে, মেকি প্রেমে জ্বলেপুড়ে,
হয়ত জীবনের চলে, মনের চলে না।
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩
মি জা ন বলেছেন: ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১০
শাহীবুল বারী বলেছেন: ভাল লিখছেন....