![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় জোৎস্নাধারা,
হয়ত তুমি তেমনই আছো, সদা তন্নী, ভাবুক প্রেমিকের চোখে।
কতকাল তোমায় দেখিনা,
ভাবছ তোমায় ভুলে গেছি, অন্য খেয়ালে,
কেন এ বিরহ, বলতে পারিনি, আমি যে বন্দী জোয়ালে।
নিজেকে, সংসার নামক বিচিত্র হায়েনার হাতে সপে দিয়েছি যবে,
বুঝিনি সেটা প্রাণঘাতী নয় হৃদয়ঘাতী হবে।
কতদিন শুনিনা ঝিঁঝিঁ পোকার গান, মন ভরে দেখিনা প্রকৃতির শান,
অবুঝ আমাকে রাত-দিন বলেছি, এবার সময় হবে,
বুক ভরে আবার মুক্ত বাতাসে, তোমাকে পাওয়া যাবে।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭
মি জা ন বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ, প্রিয় অপ্সরা আপুমনিকে।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
অপ্সরা বলেছেন: এই কবিতার ছবিতার সাথে আমার মহাকাব্যের নায়িকার মিল আছে!

অনেক অনেক ভালো লাগা ভাইয়া!