![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান্নাগুলো ছুঁয়ে গেল, জীবনের ক্ষতে
টাটকা-বাসি, অলিতে-গলিতে, পরতে পরতে।
যেন ঝর্ণাধারা পাথরের গায়ে, আলতো আঘাতে
বাঁধনহারা, কেবলি গা গড়িয়ে পড়া।
অনাদিকাল জমিয়ে রাখা বুকে ...
ভালোবাসা হয়ে গেছে বুঝি কান্নারই সাথে।
বহুদিন বাদে, আজি তোমারই আঘাতে
দু'চোখের কোণে সরু অশ্রুধারা।
জানি কেটে যাবে দুঃখদিন, আসবে ফিরে হাঁসি অমলিন
একই পৃথিবীর ভিন্ন ছাদের নীচে, তুমিও হাঁসবে, বন্য খুশিতে।
আমিও ভুলে যাব কি ছিলে কবে, হৃদয়ের করিডোরে,
কে এসে কড়া নাড়ে, মৃদু সুরে বারে বারে।
০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২
মি জা ন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
২| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭
রানার ব্লগ বলেছেন:
অনাদিকাল জমিয়ে রাখা বুকে ...
ভালোবাসা হয়ে গেছে বুঝি কান্নারই সাথে।
বহুদিন বাদে, আজি তোমারই আঘাতে
দু'চোখের কোণে সরু অশ্রুধারা।
০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
মি জা ন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। শুভকামনা নিরন্তর।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে তো আমার নিজেরই এখন কবিতা লিখতে ইচ্ছা করছে।
০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
মি জা ন বলেছেন: ধন্যবাদ আপনার নতুন কবিতা পাঠের প্রত্যাশায় রইলাম। শুভকামনা নিরন্তর।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: ভালো লাগল। +।
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
মি জা ন বলেছেন: একগুচ্ছ ধইন্যা ভ্রাতা। ভালো থাকা হোক নিরন্তর।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+++
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
মি জা ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভ্রাতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হৃদয়ের দৈন্যতা কেটে যাক
সুন্দর হয়েছে