![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে আছে হে! এইতো ১১ই জুনের স্নিগ্ধ সন্ধ্যায় আমাদের সবার প্রিয় কাল্পনিক_ভালোবাসা ওরফে কাভা ভাই একখানা পোস্ট নাজিল করেছিলেন সামুর ব্লগ। সুপার ডুপার হিট সেই পোস্টখানা না পড়ে থাকলে আপনার জন্য দু’কেজি আফছুছ! আর সেই পোস্টখানা এখন পড়তে চাইলে নিচের লিঙ্কু গুতান।
দৃষ্টি আকর্ষনঃ ব্লগারদের বকেয়া বিল প্রসঙ্গে।
অনেক কাকুতি-মিনতি, হাহাকার মিশ্রিত মন্তব্যগুলো অবশ্যপাঠ্য ধরে নিয়ে এগিয়ে গেলে আবিস্কার করবেন উহা ছিল কাভা ভাইয়ের ঈদ ফানপোস্ট! এবং জনাব আপনার বিনোদিত হৃদয়ের মর্মে আঘাত লাগাতে না চাইলে দয়া করে জনপ্রিয়, পাঠক নন্দিত ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ওরফে খলিল ভাইয়ের নিম্মোক্ত লেখাটি আপনি কিছুতেই পড়বেন না। লিঙ্কু-
ব্লগিং করে সামহোয়্যারইন ব্লগ থেকে পাওয়া আমার জীবনের প্রথম সম্মানি
কি আপনি টাস্কিত! ধুর বাদ দেন উহাও আসলে ফান পোস্ট। কি বুঝলেন, আমার এত তেনা প্যাচানোর মানে কি?? আপনি আগে মন দিয়ে নিচের স্ক্রিনশটটি দেখেন। যেটা আমি করেছিলাম সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের পোস্ট এর কমেন্ট সেকশানে। তো কি হইল??
ওটা পড়ছেন! হুম কমেন্টটি করে আমার মাথায় ছোট্ট মানে বলতে পারেন এক চিলতে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল আমি [email protected] জীবিত/মৃত কেউ ওটা ব্যবহার করে না দেখে ঝটপট জিমেইল আইডিটা খুলেই ফেললাম নিছক মজা দেখার উদ্দেশ্যে। অনেক রথী-মহারথী না জেনে, না বুঝে উক্ত ইমেইলে তাহার টাকার কি গতি জানার জন্য আকুলি-বিকুলি করেছেন যা ছিল মন খারাপ করে দেয়ার মতন। আসলে বিভিন্ন মাধ্যমে লিখে টাকা পাওয়া যায় আমরা সবাই জানি, সামু কর্তৃপক্ষ বিষয়টি ভবিষ্যত ভাবনায় রাখবে বলে প্রত্যাশা করছি।
পরিশিষ্টঃ ইহা পরিপূর্ণভাবে একটি বিনোদোনমূলক প্রয়াস। কোন সহ ব্লগারকে বিন্দুমাত্র হেয় করা লেখকের উদ্দেশ্য নয়। ভালো থাকুন সবাই, হ্যাপি ফ্রি ব্লগিং!!!!!!!!!
২| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
গুরু আমার সংসার চলে না ......!!!!!
সামু হতে অর্থ উপর্জনের উপায় একটা বের করতে হবেই !!!!
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩
মি জা ন বলেছেন: ডিয়ার সামু, তোমা হতে অর্থ আয়ের উপায় কোথায় পামু
-
-
ধন্যবাদ ভ্রাতা পাঠ ও সরস মন্তব্যের জন্য। ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইয়ে... আমার ডান হাত চুলকাচ্ছে....
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
মি জা ন বলেছেন: জলদি চর্মরোগ বিশেষজ্ঞের স্বরণাপন্ন হউন ভ্রাতা
৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
সুমন কর বলেছেন: আহা.........বিনুদন !!!!!!!!!
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
মি জা ন বলেছেন: আহা.........বিনুদন !!!!!!!!!
-
-
ধন্যবাদ ভ্রাতা, শুভ কামনা নিরন্তর।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
অনিক_আহমেদ বলেছেন: লাগবে না পয়সা! ভালা আছি হ্যাপি ফ্রি ব্লগিয়ে।
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
মি জা ন বলেছেন: লাগবে না পয়সা! ভালা আছি হ্যাপি ফ্রি ব্লগিয়ে।
-
-
সহমত ভ্রাতা, শুভ কামনা নিরন্তর।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
কুঁড়ের_বাদশা বলেছেন:
সামু ব্লগের অলস সমিতির সভাপতির জন্য কিছু অর্থ-কড়ির বরাদ্দ দেওয়া যাবে কি?
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
মি জা ন বলেছেন: বরাদ্দ মঞ্জুর করা হইবেক।
-
-
ওয়েট ফর ২১৫০ সাল!!!!!!!!!!
৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মজা পেলাম।
০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
মি জা ন বলেছেন: দায়িত্ব নিয়ে বলছেন ভ্রাতা!
-
-
ধন্যবাদ, ভালো থাকুন সদা।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: গেলু গা রে, আমার ট্যাকা সব গেলু গা...
০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
মি জা ন বলেছেন: দুঃখ করিয়েন না। জ্ঞানীগণ বলে গেছেন ট্যাকা-টুকা হাতের ময়লা।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
মি জা ন বলেছেন: আমার আফসোস নিম্মোক্ত ব্লগ নিকটি আমি আর ব্যবহার করতে পারছি না লগইন সংক্রান্ত জটিলতায়।
http://somewhereinblog.net/kobey
হয়ত ইহজন্মে আর সেটা সম্ভবও নয়, সামু কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ ছাড়া।